Panchayat Election 2023: ভোটের বাংলায় বেলাগাম সন্ত্রাস, সুকান্ত মজুমদারকে ফোন করে উদ্বেগপ্রকাশ নাড্ডার
অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকেও ফোন করা হয় সুকান্ত মজুমদারকে। লিখিত আকারে বিস্তারিত রিপোর্ট দেব, এমনটাই জানালেন সুকান্ত মজুমদার।

কলকাতা: বিজেপির রাজ্য সভাপতিকে ফোন সর্বভারতীয় সভাপতির। ভোটের বাংলায় বেলাগাম সন্ত্রাস, বোমা-গুলি-মৃত্যু। সুকান্ত মজুমদারকে ফোন করে উদ্বেগপ্রকাশ করলেন জেপি নাড্ডা। অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকেও ফোন করা হয় সুকান্ত মজুমদারকে। লিখিত আকারে বিস্তারিত রিপোর্ট দেব, এমনটাই জানালেন সুকান্ত মজুমদার। ২০১৮-র পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের স্মৃতি ফিরে এল ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে। কার্যত দাঁত-নখ বের করে বুথে বুথে দাপিয়ে বেড়াল দুষ্কৃতীরা। মনোনয়ন পর্বে মৃত্য়ু স্ক্রুটিনি পর্বে প্রাণহানি আর ভোটের দিন আরও ডজন খানেক মৃত্য়ু! বিরোধীদের প্রশ্ন এটাই কি অবাধ ও সুষ্ঠু নির্বাচন? নবজোয়ার যাত্রায় বেরিয়ে বারবার যে আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কী হল? আর কত মৃত্যুর পর, ভোটে অশান্তি-হানাহানি থামবে? কবে, কথায় নয়, ভোট প্রকৃত অর্থে উৎসবে পরিণত হবে? সে উত্তর আজও অজানা।
এ দিন হুঁশিয়ারি শোনা গেল শুভেন্দু অধিকারীর গলাতেও। দুটো রাস্তা আছে, জনগণের অভ্যুত্থান চলো কালীঘাট। ইটগুলো খুলি। চলো কালীঘাট। গুলি করুক। প্রথম ১০-২০ জন মরবে আমি থাকতে রাজি আছি। তারপর বাংলার ১০ কোটি লোক বেঁচে যাবে।
পঞ্চায়েত ভোটের দিন সন্ত্রাসে ত্রস্ত বাংলা। পরপর মৃত্যু, সংঘর্ষ, বোমাবাজি । একদিকে যখন বাংলার বুথে বুথে তুমুল অশান্তি চলছে, তখন অশান্তি মোকাবিলায় কালীঘাট পর্যন্ত পৌঁছে যাওয়ার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। আরও একবার ৩৫৬ ধারা জারি করার দাবি শোনা গেল বিরোধী দলনেতার মুখে।
শুভেন্দু অধিকারী এদিন বলেন, এর কোনও বিকল্প নেই। দিল্লির কে কী ভাববে। অন্য কে কী বলবে আমার জানার দরকার নেই। আমি মমতা ব্যানার্জির হাত থেকে বাংলাকে পরিত্রাণ করার জন্য মন্ত্রিত্ব ছেড়ে এখানে এসেছি। আমি একটা কাজে এসেছি। একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। সেটা আমার আপলিফটমেন্ট নয়। সেটা হচ্ছে বেঙ্গলকে বাঁচানো। সেই লক্ষ্যে আমি অবিচল থাকব। তার জন্য আমাকে যা করতে হয়, পতাকা নিয়ে পতাকা ছেড়ে টু সেভ ডেমোক্রেসি ইন ওয়েস্ট বেঙ্গল আই উইল ডু ইট'। শুভেন্দু অধিকারী এভাবে ক্ষোভ উগড়ে দেওয়ার পর কি বিশেষ কোনও পদক্ষেপ করেন মোদি-শাহ?





















