এক্সপ্লোর
Shantanu Thakur : মোদি ৩.০ তেও মন্ত্রিসভায় শান্তনু, দফতর বদলাল না বনগাঁর সাংসদের

বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর
1/8

বাংলা থেকে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় জায়গা পেলেন শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। দু-জনকেই প্রতিমন্ত্রী করা হয়েছে।
2/8

শান্তনু ঠাকুর মতুয়া অধ্যুধিত বনগাঁ থেকে এই নিয়ে দ্বিতীয়বার সাংসদ হয়েছেন। তিনি মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতিও। তাঁকে ফের প্রতিমন্ত্রী করলেন নরেন্দ্র মোদি।
3/8

২০২৪-এর লোকসভা ভোটেও বিজেপিকে ঢেলে ভোট দিয়েছেন মতুয়ারা। বনগাঁর পাশের কেন্দ্র রানাঘাট। মতুয়া অধ্যুষিত এখান থেকে এবারও জিতেছেন বিজেপির জগন্নাথ সরকার।
4/8

বনগাঁর ঠাকুরনগরের মতুয়া-বাড়ির সদস্য হওয়ায়, শান্তনু ঠাকুরকেই ফের একবার অগ্রাধিকার দিলেন মোদি।
5/8

২০১৯-এর লোকসভা ভোট এবং ২০২১-এর বিধানসভা ভোটে, CAA-ইস্য়ুকে সামনে রেখে মতুয়া অধ্য়ুষিত এলাকায় ভাল ফল করেছিল বিজেপি। কিন্তু, পুরভোট এবং পঞ্চায়েত ভোটে মতুয়া-ভোট গেছে যায় তৃণমূলের বাক্সেই।
6/8

২০২৪ এর ভোটের আগেই সিএএ লাগু করে কেন্দ্র। তারপর ফের শান্তনু ঠাকুরকে বনগাঁ কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি। দেখা যায়, এবারও মতুয়া সমাজ ভরসা রাখল শান্তনুতেই।
7/8

আগেরবারও জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন শান্তনু। আর এবারও সেই দফতরেই রইলেন তিনি।
8/8

কেন এবারও একজনকেও পূর্ণমন্ত্রী করা হল না বাংলা থেকে, এই প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে আঞ্চলিকতা নয়, দেশের স্বার্থকে গুরুত্ব দিয়েই মন্ত্রী বাছেন নরেন্দ্র মোদি। বারবার এই দাবি করে বিজেপি। কিন্তু, তাতেও এই বিতর্ক থামার নয়। ২০২৬-সালে বাংলায় বিধানসভা ভোট। তার আগে, বাংলা থেকে নরেন্দ্র মোদি কাউকে ক্যাবিনেট মন্ত্রী করেন কি না, সেই উত্তর ভবিষ্যতের গর্ভে।
Published at : 11 Jun 2024 02:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
