সুজিত মণ্ডল, নদিয়া : বেলাগাম সন্ত্রাসের হাত থেকে রক্ষা নেই শিক্ষাদান কেন্দ্রেরও ! পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রাক্কালে গোটা রাজ্যজুড়ে হিংসা-মারামারি-রক্তের স্রোতের ছবি। এবার ফ্রি কোচিং সেন্টারেও আগুন। বিনামূল্যে শিক্ষাদানের জন্য বাড়িতে ফ্রি কোচিং সেন্টার খুলেছিলেন বিজেপি প্রার্থী। পুড়িয়ে ছাই করে দেওয়া হল সেটাও ! অভিযোগ তৃণমূল আশ্রিত দৃষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে শট সার্কিটের তত্ত্ব শাসকদলের। সবমিলিয়ে গ্রাম বাংলার নির্বাচনের আগে শিক্ষাদানের কেন্দ্রও ছাই হয়ে যাওয়া ঘিরে নতুন করে উত্তেজনা। ঘটনা নদিয়ার চাকদার গাংনাপুরে।


নদিয়ার গাংনাপুর থানা এলাকার কৃষ্ণপুর আদিবাসী পাড়ার বাসিন্দা তথা চাকদা ৪৫ নম্বর জেলা পরিষদের বিজেপি (BJP Candidate) প্রার্থী সুস্মিতা সর্দারের অভিযোগ, গাংনাপুর থানার মাঝেরগ্রাম অঞ্চলের কৃষ্ণপুর আদিবাসী পাড়ায় বিরসা মুন্ডা কোচিং সেন্টারে রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পাঠ্য বই, বিরসা মুন্ডার মূর্তিসহ একাধিক আসবাবপত্রও। যে ঘটনার পর রাতেই খবর দেওয়া হয় গাংনাপুর থানায়। পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। 


শাসকদলের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অভিযোগ শানালেও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে কৃষ্ণপুর আদিবাসীপাড়া তৃণমূল কংগ্রেসের কনভেনার হরিদাস সর্দার বলেন, গতকাল ওই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান ছিল, সম্ভবত সেখান থেকে অথবা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এর সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই।


যদিও বিরসা মুন্ডা ফ্রি কোচিং সেন্টারে আগুন লেগে ভষ্মিভূত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার একাধিক স্কুল পড়ুয়া ওই কোচিং সেন্টারে বিনামূল্যে পড়াশোনা করত বলেই খবর। সেখান থেকে তাঁরা প্রয়োজন মতো বইও পেত। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এভাবে ফ্রি কোচিং সেন্টার আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া নিয়ে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক চাপানউতোর। 


আরও পড়ুন- স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? জরুরি তথ্যগুলো জেনে রাখুন


এদিকে, বীরভূমের ময়ূরেশ্বরে তৃণমূল প্রার্থীর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল সিপিএমের (CPM) বিরুদ্ধে। ডাবুক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী আপেল হক। তাঁর দাবি, গতকাল রাতে প্রচার সেরে ফেরার সময়, তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্যে বচসা হয়।  তৃণমূল (TMC) প্রার্থীর অভিযোগ, তার জেরেই বাড়িতে ঢোকার মুখে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে সিপিএমের দুষকৃতীরা। প্রাণে মারার চেষ্টা হয়েছে বলে অভিযোগ তৃণমূল প্রার্থী। সিপিএম প্রার্থী সাজিরুল শেখের দাবি, উল্টে তৃণমূল প্রার্থীই বাম কর্মী, সমর্থকদের মারধর করেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial