Panchayat Poll News : 'তৃণমূলের মারধর', খাওয়ার জল চাওয়ায় বিজেপির পোলিং এজেন্টের 'মুখে প্রস্রাব'

Panchayat Election News Post Poll Violence : পঞ্চায়েত ভোটের সর্বশেষ আপডেট এক নজরে

ABP Ananda Last Updated: 15 Jul 2023 01:21 PM
Panchayat Poll News : 'তৃণমূলের মারধর', খাওয়ার জল চাওয়ায় বিজেপির পোলিং এজেন্টের 'মুখে প্রস্রাব'
Panchayat Poll News Live : স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, BJP পোলিং এজেন্টের মুখে প্রস্রাবও করে দেওয়া হয়।   Read More
Panchayat Poll Bomb Recover : বোমা ফেটে আহত ২ শিশু। মুর্শিদাবাদ থেকে বীরভূম, দিকে দিকে বারুদের গন্ধ!
Bomb Recovered from Murshidabad Birbhum : ভোটের জন্য মজুত বোমা বিস্ফোরণ, দাবি স্থানীয়দের। রেজিনগর, মাড়গ্রামেও ড্রাম ভর্তি বোমা উদ্ধার। Read More
Panchayat Poll News: 'বিরোধীশূন্য হওয়াটা শাসককে অসুবিধেই করে' পঞ্চায়েত ভোট নিয়ে মুখ খুললেন শোভন
Former Mayor Sovan Chatterjee : প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্য়ায় বললেন, 'বিরোধীশূন্য হওয়াটা শাসককে অসুবিধেই করে।' Read More

প্রেক্ষাপট

পঞ্চায়েত ভোটের সর্বশেষ আপডেট এক নজরে : 

১৫ বুথে পুনর্নির্বাচন : 
 ফলপ্রকাশের পর ফের পঞ্চায়েতের পুনর্নির্বাচন। ভোট গণনা চলাকালীন তাণ্ডবের অভিযোগ। সাঁকরাইলের ১৫টি বুথে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত রাজ্য় নির্বাচন কমিশনের। তবে কবে ভোট হবে এখনও জানায়নি কমিশন।

শেষরক্ষা হল না :  ব্য়ালট খেয়েও হল না শেষরক্ষা। ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতে পুনরায় ভোট হবে। ভোট গণনা চলাকালীন তৃণমূল প্রার্থী মহাদেব মাটির বিরুদ্ধে ব্যালট পেপার খেয়ে ফেলার অভিযোগ তোলেন সিপিএম প্রার্থী। যদিও অভিযোগ অস্বীকার করেন তৃণমূল প্রার্থী।


আমডাঙায় বাম-বিজেপির বোর্ড? বোর্ড গঠন করা থেকে তৃণমূলকে রুখতে ত্রিশঙকু আমডাঙার মরিচা গ্রাম পঞ্চায়েতে বামেদের হাত ধরতে চাইছে বিজেপি। মতাদর্শগত মিল না থাকলেও মিলিজুলি বোর্ড গঠনে আপত্তি নেই বামেদেরও। এনিয়ে বাম-বিজেপিকে নিশানা করেছে তৃণমূল।


ISF প্রার্থীর বাড়িতে 'হামলা' দেগঙ্গায় পরাজিত আইএসএফ প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, দোকান ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল প্রার্থীর নেতৃত্বে হামলার অভিযোগ। নিজেরাই ভাঙচুর করেছে, পাল্টা দাবি শাসকদলের জয়ী প্রার্থীর।

সাক্ষীকে 'খুনের চেষ্টা' : একুশের বিধানসভা ভোটের পর বারাসাতের বিজেপি নেতা মহম্মদ আলি খুনের অন্যতম প্রত্যক্ষদর্শী ও সাক্ষীকেই খুনের চেষ্টার অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত তৃণমূলকর্মী। যা নিয়ে শুরু রাজনৈতিক তরজা।


রাজারহাটে বোমা উদ্ধার : রাজারহাটের হুদেরাইট এলাকায় ৮ টি তাজা বোমা উদ্ধার। ফাঁকা মাঠের মধ্যে ব্যাগ ভর্তি বোমাগুলি পড়ে ছিল। রাজারহাট থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে। (টুলটুল)


সিঙ্গুরেও পুনর্নির্বাচন : ভোট গণনার দিন তৃণমূলের বিরুদ্ধে ব্য়ালট লুঠের অভিযোগে স্থগিত হয়ে যায় গণনা। সিঙগুরের সেই বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর সংসদে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত রাজ্য় নির্বাচন কমিশনের।

সিপিএম সমর্থকদের বাড়িতে হামলা : এবার হুগলির হরিপালে ভোট পরবর্তী হিংসার। তৃণমূলের বিজয় মিছিল থেকে সিপিএম সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ উঠেছে। শাসকদলকে বদনাম করার চক্রান্ত, পাল্টা দাবি করেছে তৃণমূল। 

আক্রান্ত কর্মীদের পাশে : বাসন্তীতে ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং কমিটির সদস্য়রা। কেন্দ্রীয় প্রতিনিধিদের কাছে দলে দলে অভিযোগ জানালেন আক্রান্ত বিজেপি কর্মীরা। কর্মীদের একাংশের ক্ষোভের মুখেও পড়লেন বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিমের সদস্য়রা।


বিস্ফোরণে জখম ৪ : ফের বিস্ফোরণে কাঁপল ভাঙড়। চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের চকমরিচা গ্রামে বিস্ফোরণে জখম ৪ আইএসএফ কর্মী। বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ, প্রাথমিক অনুমান পুলিশের।


তৃণমূলকর্মীর বাড়িতে 'বোমাবাজি' : কুলপিতে তৃণমূলকর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। ভোটে জয়ের পর তাঁদের প্রার্থীরাই ভয়ে ঘরছাড়া, পাল্টা দাবি কংগ্রেসের। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


আজ কোচবিহারে কেন্দ্রীয় দল : আজ কোচবিহারে বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিমের সদস্য়রা। যাবেন ভোট পরবর্তী হিংসায় আক্রাম্ত দলীয় কর্মীদের বাড়ি। কথা বলবেন আক্রান্ত ও নিহতদের পরিবারের সদস্য়দের সঙ্গে।

অবশেষে ঘরে ফেরা : ভোট পরবর্তী হিংসা থেকে প্রাণে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন অসমে। ৫দিন পর অবশেষে বিজেপি ও সিপিএমের কর্মী ও প্রার্থীদের ঘরে ফেরাল কোচবিহার পুলিশ। বাড়ি ফিরলেও তাড়া করছে আতঙ্ক।

আক্রান্ত বিজেপি কর্মীর মৃত্য়ু : ভোট সন্ত্রাসে মৃত্য়ুর সংখ্যা ফের বাড়ল। কোচবিহারের এম জি এন মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্য়ু হল আক্রান্ত বিজেপি কর্মী জয়ন্ত বর্মনের। ভোটের আগের রাতে তৃণমূলের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ ওঠে।


গণনাকেন্দ্রে পড়ে ব্য়ালট পেপার : গণনাকেন্দ্রের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে ব্য়ালট পেপার। মাটিতে লুটাচ্ছে বিরোধী প্রার্থী ভোট পাওয়া ব্য়ালট পেপার ও বাতিল হওয়া ব্য়ালট পেপার। সাঁতুড়িতে, মুরাডি আরএসবিপি হাইস্কুলের ছবি ঘিরে তুঙ্গে বিতর্ক। এনিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর।

সার্টিফিকেট ফেরাতে 'চাপ' : বানারহাটে প্রশাসন ও তৃণমূলের বিরুদ্ধে দলের জয়ী ২ প্রার্থীকে সার্টিফিকেট ফেরাতে চাপ দেওয়ার অভিযোগ সিপিএমের। আতঙ্কে ঘরছাড়া সিপিএম প্রার্থীরা। অভিযোগ অস্বীকার শাসক দলের। তবে প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.