ঋত্বিক প্রধান, কাঁথি : ২০০ টাকা ও ২টি বিস্কুটের প্যাকেটের বিনিময়ে বোমা (Bomb) বাঁধছিলেন ! কাঁথিতে ২ দুষ্কৃতীকে মারধর করে, পুলিশের (Police) হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। কিন্তু কারা দিয়েছিল বোমা তৈরির বরাত ? তা নিয়ে তুঙ্গে তরজা।


২০০ টি টাকা আর সঙ্গে বিস্কুটের দু'টি প্যাকেট। এটাই বোমা বাঁধার পারিশ্রমিক ! পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে বোমা বাঁধতে গিয়ে হাতেনাতে পাকড়াও দুই দুষ্কৃতী। কাঁথি (Contai) ২ নম্বর ব্লকের বসন্তিয়া এলাকায় বাগানের মধ্য়ে এই একচালা বাড়িতে রবিবার সকালে ২ জন অপরিচিত ব্য়ক্তিকে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় বাড়ির ভিতর গিয়ে দেখেন সেখানে তৈরি হচ্ছে বোমা। সেখান থেকে উদ্ধার হয় সঙ্গে বোমা তৈরির সরঞ্জাম। সঙ্গে বানানো বোমাও। পরে দুই দুষ্কৃতীকে মারধর করে তুলে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।


জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানিয়েছেন, ২ হাজার টাকার বিনিময়ে তাদের বোমা বাধার বরাত দেওয়া হয়। অভিযুক্ত জানিয়েছে, ২ হাজার টাকার। কিন্তু ২০০ টাকা দিয়েছে, ২ টো বিস্কুটের প্য়াকেট দিয়েছে। আর কিছু দেয়নি এখনও পর্যন্ত। কেন তারা বোমা বাঁধছিলেন, জানতে চাইলে অভিযুক্তরা বলেছে, 'যুদ্ধ করবে। বলেছে ভোট আছে সামনে, বোমা বাঁধতে হবে।'


পাশাপাশি অভিযুক্তের দাবি, শাসকদলের তরফেই এসেছিল বোমা তৈরির বরাত। যাঁদের নাম উঠে আসছে, তাঁদের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। রাজ্যের শাসকদলকে নিশানা করে বিজেপি নেতা দিলীপ ঘোষের আক্রমণ, '২ মাস - ৩ মাস আগে থেকে বোমা, বন্দুক মজুত করা হচ্ছে। আমরা যেমন বিয়েতে টাকাপয়সা জোগাড় করি, ধানচাল জমা করে রাখি, আর ওঁরা বোম রেখেছেন। রোজ বস্তা বস্তা বোমা পাওয়া যাচ্ছে। পুলিশ সব জানে। কোথায় বোমা আছে, বন্দুক আছে। যেদিন থেকে ভোট ঘোষণা হয়েছে, সেদিন থেকে বোমা ফাটছে। নির্বাচন কমিশনার আছেন, তিনি রাতকানা, বলছে কেউ মারা যায়নি।'


আরও পড়ুন- বিজেপি বিধায়কের মা, বাবা, ভাইকে বেধড়ক মারধর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তপ্ত নদিয়া


ভোট ঘোষণা হওয়ার পর, মাত্র ১৬ দিনে রাজ্য়ে প্রাণ গেছে ১০ জনের। প্রশ্ন উঠছে, বাংলায় সু্ষঠু ও অবাধ ভোট কি শুধুই সোনার পাথরবাটি ?       


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial