ঢাকা: বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফের একবার ভারতীয় দলের (INDW vs BANW) ব্যাটিং বিপর্যয়। গত ম্যাচে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল শতরানের গণ্ডিও পার করতে পারেনি। আজ, কোনওক্রমে শতরান তুলল ভারতীয় মহিলা দল। নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটের বিনিময়ে মাত্র ১০২ রান করেছে ভারত। দলের হয়ে ব্যাট হাতে একমাত্র লড়াই করলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)।


রাবেয়া খাতুন ও সুলতানা খাতুনের দুরন্ত বোলিংয়ে ভর করেই ভারতকে অল্প রানের মধ্যেই আটকাতে সক্ষম হল বাংলাদেশ। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। শুরুতেই চাপে পড়ে যায় ভারতীয় দল। দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা, উভয়কেই সাজঘরে ফেরত পাঠান সুলতানা। স্মৃতি এক ও শেফালি ১১ রানে সাজঘরে ফেরেন। মাত্র ২০ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। তবে এরপর দলের দুই অভিজ্ঞ খেলোয়াড় হরমনপ্রীত কৌর ও জেমাইমা রডরিগেজ ভারতীয় দলের হয়ে ইনিংসের হাল ধরেন।


জেমাইমা ২৮ রানের ইনিংস খেলেন। তিনিই একমাত্র ভারতীয় ব্যাটার যিনি শতাধিক স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। তিনি ও হরমনপ্রীত তৃতীয় উইকেটে ৪৫ রান যোগ করেন। নবম ওভারে ৫০ রানের গণ্ডি পার করে ভারত। ঠিক যখন ভারতীয় দল ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করছিল, তখনই জেমাইমাকে ফিরিয়ে ভারতকে বড় ধাক্কা দেন শোর্না আখতার। চতুর্থ উইকেটে হরমনপ্রীতকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন ইয়াস্তিকা ভাটিয়া। দুইজনে ২৬ রান যোগ করেন।


ইনিংসের 'ডেথ ওভারে' রানের গতি বাড়ানোর লক্ষ্যে হরমনপ্রীত আগ্রাসী মেজাজে ব্যাটিং করার চেষ্টা করেন। সেই লক্ষ্যেই স্টেপ আউট করে বড় শট মারার চেষ্টা করেন হরমনপ্রীত। তবে দুর্ভাগ্যবশত ১৭তম ওভারে ফাহিমা খাতুনের বলে স্টাম্প হন তিনি। ইয়াস্তিকা ভাটিয়া ১২ রান করেন। শেষমেশ কোনওক্রমে শতরানের গণ্ডি পার করে ভারত। অবশ্য প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারত। তাই এটি নিয়মরক্ষার ম্যাচই বটে।   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে যান আপনি? সর্বক্ষণ শরীরে থাকে ঝিমানি ভাব? সমস্যা এড়াতে রোজ কী কী করতে পারেন