কলকাতা : কলকাতা হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করানোর রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। বৃহস্পতিবার আদালতের বাহিনী-নির্দেশের পরই রাতের দিকে কমিশন ছেড়ে বেরোনোর সময় আদালতের দেওয়া নির্দেশ মেনে চলার বার্তাই দিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiva Sinha)। অবশ্য ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ১৮০ ডিগ্রি বদল ঘটল অবস্থানে। কালই সুপ্রিম কোর্টে আবেদন রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের। এডিজি আইনশৃঙ্খলা ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কমিশনের বৈঠকের পরেই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্য সরকারের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনও কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছে। মনোনয়ন পর্বের হিংসার একাধিক ছবি দেখে ও কমিশন-রাজ্যের স্পর্শকাতর এলাকা বেছে নিয়ে কেন্দ্রীয় বাহিনী ডেকে না পাঠানোয় ক্ষুব্ধ হয়ে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। গতকালের নির্দেশে আদালত জানিয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রের কাছে কেন্দ্রীয় বাহিনীর জন্য আবেদন জানাতে হবে কমিশনকে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর খরচ কেন্দ্র বহন করবে বলেও নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
আদালতের যে নির্দেশ দেওয়ার মাঝেই তাঁদের পর্যবেক্ষণে জানিয়েছিল, কমিশন বা রাজ্য (West Bengal Government) চাইলে উচ্চতর আদালতে যেতেই পারে। যারপরই ওয়াকিবহাল মহলে প্রশ্ন ঘুরতে শুরু করেছিল, রাজ্য বা কমিশন কি সেই পদক্ষেপ নেবে ? প্রসঙ্গত, শুক্রবার কাকদ্বীপ থেকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে পাশে দাঁড় করিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। আর সন্ধের দিকে, সূত্র মারফত জানা যায় পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্য়ালেঞ্জ করতে চলেছে রাজ্য় সরকার ও রাজ্য় নির্বাচন কমিশন।
বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট ঐতিহাসিক রায়ে জানায়, এবারের পঞ্চায়েত ভোটে রাজ্যের সমস্ত জেলাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। সেই রায়ের বিপক্ষে সরকার ও কমিশন যে সুপ্রিম কোর্টে যেতে পারে তা আঁচ করে, আগে থেকেই, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ও জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী। শেষপর্যন্ত কেন্দ্রীয় বাহিনী সুপ্রিম কোর্টে কী সিদ্ধান্ত হবে ? সেদিকেই নজর রাজনৈতিক মহলের ও রাজ্য়বাসীর।