কলকাতা: কেন্দ্রীয় বাহিনী (Central Forces) নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) যেতে পারে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন (WB Election Commission)। এই আশঙ্কায় ক্যাভিয়েট দাখিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শীর্ষ আদালত যাতে একতরফা ভাবে রাজ্য সরকার এবং কমিশনের বক্তব্য শুনে কোনও নির্দেশ যাতে না দেয়, তার জন্যই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল শুভেন্দুর (Panchayat Elections 2023)।
ন্যূনতম ৮০ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে নির্দেশ
পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে টানাপোড়েন চলছে। আদালতের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার এবং কমিশন যথেষ্ট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন জানায়নি। সেই নিয়ে গতকালই কলকাতা হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে রাজ্য এবং কমিশন। ২০১৩-র তুলনায় বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত। ন্যূনতম ৮০ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যের স্পেশালাইজড ফোর্স মোতায়েন করতে বলা হয়।
কিন্তু হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েও রাজ্য এবং রাজ্যের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যেতে পারে বলে আশঙ্কা বিজেপি-র। তাই আগেভাগে ক্যাভিয়েট দাখিল করে রাখলেন শুভেন্দু। ক্যাভিয়েট হল এক ধরনের আইনি নোটিস, যা আদালত বা পাবলিক অফিসারের কাছে দাখিল করা যায়। ক্যাভিয়েট দাখিল করা ব্যক্তির আবেদন না শুনে, অন্য পক্ষের আর্জি নিয়ে এগনো যায় না এক্ষেত্রে।
গতকাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দেশ দিতে গিয়ে, ২০১৩ সালের পঞ্চায়েত ভোটকে কার্যত মাপকাঠি হিসেবে বেঁধে দেয় কলকাতা হাইকোর্ট। এক দশক আগে সেই পঞ্চায়েত ভোটের সময়, কেন্দ্রীয় বাহিনীর জন্য় সুপ্রিম কোর্ট অবধি গিয়েছিলেন তৎকালীন রাজ্য় নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। পঞ্চায়েত ভোট পরিচালনার ক্ষেত্রে কমিশনই যে শেষ কথা, সেকথাও বারবার বুঝিয়ে দিয়েছিলেন তিনি, যা আজও গোটা দেশে নজির হয়ে রয়েছে।
২৪ ঘণ্টার মধ্যে সব জেলায় বাহিনী মোতায়েনের নির্দেশ
সেই উদাহরণ টেনেই নামমাত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর 'কৌশল' পুরোপুরি খারিজ করে দিয়েছে আদালত। ২৪ ঘণ্টার মধ্যে সব জেলায় মোতায়েন করার জন্য কেন্দ্রের কাছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে কমিশনকে। নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।