Panchayat Elections 2023 Live Updates: হিংসা-বিধ্বস্ত উত্তর থেকে দক্ষিণ, ভোটের আগের রাতেও একাধিক প্রাণহানি রাজ্যে
WB Panchayat Polls News Live: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন।
ভোটের আগের রাতেই দলবদল নিয়ে বুথে শাসক দলের প্রার্থীরা। কাঁকসায় দলবদল নিয়ে বুথে ঢুকে পড়লেন ২ তৃণমূল প্রার্থী। ভোটকর্মীদের প্রভাবিত করার চেষ্টা, অভিযোগ বিরোধীদের। ভোটকর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে বুথে, দাবি ২ তৃণমূল প্রার্থীর।
রাত পোহালেই ভোট, তার আগে রণক্ষেত্র হাসনাবাদ। হাসনাবাদে বিজেপি কর্মীদের মারধর, জখম ৪। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, প্রতিবাদে অবরোধ। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের, অভিযোগ অস্বীকার করে দাবি তৃণমূলের
ভোটের আগের রাতে সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের ইসলামপুর। ভোটার স্লিপ বিলি নিয়ে তৃণমূল-সিপিএম সংঘর্ষ, ৮জন আহত। আহত ৮জনের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক।
ভোটের আগের রাতে সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের ইসলামপুর। ভোটার স্লিপ বিলি নিয়ে তৃণমূল-সিপিএম সংঘর্ষ, ৮জন আহত। আহত ৮জনের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক।
ভোটের আগে বুথের বাইরেই বেলাগাম সন্ত্রাস! আউশগ্রামে বুথের বাইরে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। আউশগ্রামের ২ নম্বর ব্লকের বিষ্ণুপুর এফপি স্কুল। বিষ্ণুপুর এফপি স্কুল ৩টি বুথ, গেটের বাইরে সংঘর্ষ। বুথের সুরক্ষায় শুধু ৩জন সশস্ত্র রাজ্য পুলিশ, এখনও নেই কেন্দ্রীয় বাহিনী! ভোটের আগেই সন্ত্রাস, কেন্দ্রীয় বাহিনীর দাবি ভোটকর্মীদের। কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা না পেলে ভোটের কাজে যোগ না দেওয়ার হুঁশিয়ারি
ভোটের আগের দিন, নদিয়ার শান্তিপুরে, পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীর বাড়িতে পাঠানো হল সাদা থান! সঙ্গে পাঠানো হয়েছে তুলসি গাছ, গীতা, ধূপকাঠি। বিজেপি প্রার্থীর অভিযোগ, এ কাজ তৃণমূলের। ভয় দেখাতে ভোটের আগে এসব করছে শাসকদল। যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল।
গ্রামীণ এলাকায় বহু জায়গায় কাল কিন্তু প্রতিরোধ হবে, হুঙ্কার শুভেন্দুর। 'এই প্রতিরোধই কিন্তু বাংলার গণতন্ত্র রক্ষার শেষ আশা-ভরসা', অতীতের মতোই কালকের ভোটে রুখে দাঁড়ানোর ডাক শুভেন্দুর। 'কে কোন দলের দেখার দরকার নেই, গণপ্রতিরোধ করতে হবে', তৃণমূল ছাড়া সবাই এক হয়ে ভোট লুঠ রুখতে হবে, বার্তা শুভেন্দুর।
রাত পেরোলেই পঞ্চায়েত ভোট। চোখ-কান খোলা রেখেছি আমরা। চোখ-কান খোলা থাক আপনাদেরও। এবার ভোটাররাও গণতন্ত্রের প্রহরী। ভোটার-ই Reporter। ভোটের সময়, আশেপাশে কোনও ঘটনা ঘটতে দেখলেই নাম, ঠিকানা-সহ ছবি তুলে হোয়াটসঅ্য়াপ করুন 9073930194 নম্বরে। সেই ছবি আমরা দেখাব এবিপি আনন্দে।
পঞ্চায়েত ভোটের আগের দিন ফের বিস্ফোরক আব্দুল করিম চৌধুরী। তৃণমূল এখন বেইমান দলে পরিণত হয়েছে, মন্তব্য বিদ্রোহী আব্দুল করিম চৌধুরীর। ভোটে কেন্দ্রীয় বাহিনী না থাকলে অশান্তির আশঙ্কা প্রকাশ করে নিজের দলকেই নিশানা । তৃণমূলের সঙ্গে নির্দল সমর্থকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করিম চৌধুরীর। 'তৃণমূলের লোকেদের হাতে বন্দুক আছে। ইসলামপুরে নির্বিঘ্নে ভোট করতে পারবে না পুলিশ, কেন্দ্রীয় বাহিনী দরকার', দাবি ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর
ভোটের আগের দিনও দিকে দিকে সন্ত্রাস। শেষলগ্নে উড়িয়ে আনা হল বাকি কেন্দ্রীয় বাহিনী। বুথে বুথে পৌঁছতে শুরু করেছেন ভোটকর্মীরা
ভোটের আগের দিনও উত্তপ্ত ভাঙড়। ভাঙড়ের ভগবানপুরে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা। শুধু ভগবানপুরই নয়, ভাঙড়ের বিভিন্ন জায়গায় বিরোধী প্রার্থীদের বাড়িতে হামলা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, অস্বীকার শাসক দলের।
রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। শুধুমাত্র নিজের ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যেই গতিবিধি সীমিত রাখতে বলা হয় শুভেন্দুকে।
নিজের ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যেই গতিবিধি সীমাবদ্ধ রাখতে হবে শুভেন্দু অধিকারীকে। আদালতে স্বস্তি পেলেন না শুভেন্দু অধিকারী।
কাল পঞ্চায়েত ভোট, বাকি ৪৮৫ কোম্পানির মধ্যে রাজ্যে এল ১৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যে আসছে বাকি কেন্দ্রীয় বাহিনী। রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। লেহ্ থেকে এয়ার লিফ করে আনা হচ্ছে ৫ কোম্পানি এবং ২ প্লাটুন কেন্দ্রীয় বাহিনী।
১ থেকে ২টি বুথে মোতায়েন থাকবে ৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ৩ থেকে ৪টি বুথ আছে এমন ভোটকেন্দ্রে মোতায়েন থাকবে ৮ জন জওয়ান। ৫ থেকে ৬টি বুথ আছে এমন ভোটকেন্দ্রে থাকবে ১২ জন জওয়ান। ৭ এবং ৭-এর অধিক বুথে মোতায়েন থাকবে ১৬ জন জওয়ান। স্ট্রং রুমে মোতায়েন থাকবে ১ কোম্পানি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর ৮০ জন জওয়ান। স্পর্শকাতর বুথগুলিকে দেওয়া হবে অগ্রাধিকার।
কাল পঞ্চায়েত ভোট, যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যে আসছে বাকি কেন্দ্রীয় বাহিনী। রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। লেহ্ থেকে এয়ার লিফটিং করে আনা হচ্ছে ৫ কোম্পানি এবং ২ প্লাটুন কেন্দ্রীয় বাহিনী। লেহ্ থেকে আজই রওনা দিয়েছে, কলকাতা নয় পৌঁছবে পানাগড়ে। সেখান থেকেই তাদের নির্দিষ্ট জায়গায় মোতায়েন করা হবে।
দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহারের পর এবার মুর্শিদাবাদে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আজ সকালে কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে চেপে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন রাজ্যপাল। সকাল ১০.১৮ নাগাদ বহরমপুর কোর্ট স্টেশনে নামেন তিনি। এরপরে গত ১৫ জুন নবগ্রামে নিহত তৃণমূল নেতার বাড়ি যান সি ভি আনন্দ বোস। কথা বলেন নিহতর আত্মীয়দের সঙ্গে। এরপর খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখের বাড়ি পৌঁছেছেন রাজ্যপাল। এরপর বেলডাঙা, ডোমকল যাওয়ার কথা রয়েছে তাঁর।
ভোট হিংসায় ৩০ দিনে ১৮ জনের মৃত্যু। মুর্শিদাবাদের রানিনগরের রায়পুর গ্রামে কংগ্রেস কর্মী খুন। নিহত কংগ্রেস কর্মীর নাম অরবিন্দ মণ্ডল। পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে পাল্টা কংগ্রেসের ওপরেই হামলার অভিযোগ তৃণমূলের।
এবার ভোটকর্মীদের জন্য কন্ট্রোল রুম খুলল সংগ্রামী যৌথ মঞ্চ। সমস্ত জেলাকে কয়েকটি জোনে ভাগ করে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ভোটকর্মীরা সমস্যার পড়লে অভিযোগ জানাচ্ছেন সেখানে। সেই অভিযোগ রাজ্য নির্বাচন কমিশন সহ বিভিন্ন সংশ্লিস্ট দফতরে পৌঁছে দেওয়া হচ্ছে। শহিদ মিনারের ডিএর ধর্নামঞ্চ থেকে চলছে মনিটারিং।
কোচবিহারের গুড়িয়াহাটি ১ গ্রাম পঞ্চায়েতে বিজেপি কর্মীর বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার। সকালে বিজেপি কর্মীর বাড়ির পাশে দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ এসে বোমা দুটি উদ্ধার করে নিয়ে গিয়েছে।
দিনহাটার ভেটাগুড়িতে বাইশগুড়ি অঞ্চলে রাতভর বোমাবাজি। 'এলাকায় আতঙ্ক ছড়াতেই বোমাবাজি করছে তৃণমূল', এমনটাই অভিযোগ তুলেছে বিজেপি। সকালেও বেশ কয়েকটি বোমা উদ্ধার হয় এলাকায়। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
দিনহাটার গ্রাম পঞ্চায়েতে এক তৃণমূল কর্মীকে মারধর। গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ।
অভিযোগ, দুষ্কৃতীদের ছোড়া পাথর মাথায় লেগে আহত হয়েছে শিশুও। তৃণমূলের পাল্টা অভিযোগ, তাদের পাঁচজন কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে আইএসএফ- সিপিএমের দুষ্কৃতীরা।
সিপিএম প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম কর্মীদের মারধরের পাশাপাশি প্রার্থীর বাড়িতে ভাঙচুর। উত্তেজনা দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতে।
দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে ভোট-হিংসায় কংগ্রেসকর্মীর মৃত্য়ুর জেরে গ্রেফতার ৪। ধৃতদের মধ্যে ২ জন তৃণমূল প্রার্থীর ২ ছেলে। গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ। গত সোমবার নির্দল প্রার্থীর হয়ে ভোট প্রচারের সময় হামলা হয়। অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের।
আহত তৃণমূল প্রার্থীর নাম সাইফুল ইসলাম বিশ্বাস। রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল প্রার্থীকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় আতঙ্ক, পৌঁছেছে পুলিশ।
ভোট প্রচার করে ফেরার পথে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা, পরে ধারাল অস্ত্রের কোপ। গুরুতর আহত গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী। মুর্শিদাবাদের ডোমকলের গড়াইমারি পঞ্চায়েতে উত্তেজনা। হামলার অভিযোগ সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ফের অশান্ত দিনহাটা, বিজেপি কর্মী-সহ ৩জন গুলিবিদ্ধ। দিনহাটার কালমাটিতে দফায় দফায় বোমা-গুলি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, জখম ৪ বিজেপি কর্মী। গুলিবিদ্ধ ৩জন, মাথা ফাটল ফাটল ১ বিজেপি কর্মীর।
দিনহাটার ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতে ২ কংগ্রেস কর্মীকে মারধর, ধারাল অস্ত্রের কোপ। হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, ভোটের আগে এলাকায় উত্তেজনা।
কংগ্রেস কর্মী-সমর্থকদের নিয়ে রাতের খাওয়া-দাওয়া চলাকালীন হামলা, অভিযোগ কংগ্রেস প্রার্থীর স্ত্রী-র।
কুলপিতে কংগ্রেস নেতার মৃত্যু, পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল। দঃ ২৪ পরগনা, কোচবিহারের পর এবার মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যপাল। আজ সকালেই সন্ত্রাস বিধ্বস্ত মুর্শিদাবাদের পথে রওনা দেন রাজ্যপাল। বহরমপুর, খড়গ্রাম, বেলডাঙা, ডোমকল যাওয়ার কথা রাজ্যপালের।
পঞ্চায়েত ভোটে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কোথাও অতিরিক্ত বাহিনী প্রয়োজন হলে, তারও ব্যবস্থা করতে হবে। শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় এই নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
প্রেক্ষাপট
ফের অশান্ত দিনহাটা (Dinhata)। বোমা-গুলি। ৩ বিজেপি কর্মী-সহ (BJP) আহত ৪। মাথা ফাটল একজনের। কুড়ুল দিয়ে হামলা, ঝাড়গ্রামে (Jhargram) নির্দল প্রার্থী-সহ ২ জন আক্রান্ত।
কাল পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন নিয়ে এখনও টানাটানি। ১ জন জওয়ান নয়, প্রাণহানির অশান্তির আশঙ্কায় এক সেকশন চায় কেন্দ্রীয় বাহিনী।
ভোটের পরে হিংসার আশঙ্কা। গণনার ১০ দিন পরেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। অতীত উদাহরণ টেনে নির্দেশ হাইকোর্টের (High Court)। ৪৮৫ কোম্পানি নিয়ে এখনও ধোঁয়াশা।
সন্ত্রাসের পরেও স্পর্শকাতর বুথে নয় বাড়তি বাহিনী। বুথে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের সঙ্গে রাজ্যের ১ সশস্ত্র পুলিশ। ভোটের লাইনের দায়িত্বে সিভিক।
২৯ দিনে রাজ্যে প্রাণ গেল ১৭ জনের! কুলপিতে (Kulpi) আক্রান্ত কংগ্রেস নেতার (Congress Leader) মৃত্যু। বীরভূমে বিজেপি নেতাকে খুনের অভিযোগ। বেলডাঙায় ফের বিস্ফোরণে মৃত্যু।
ভোটের আগেই বেলাগাম হিংসা। মহাভারত থেকে রবীন্দ্রনাথ, শেক্সপিয়র। বাছা বাছা বিশেষণে কমিশনকে বোসের (CV Ananda Bose) বাউন্সার।
কৃষ্ণের মতো শান্ত থেকে কংসের মতো আচরণ করবেন না। কমিশনকে আক্রমণে রাজ্যপাল (Governor)। গঙ্গাজলেও হাতের রক্ত ধুতে পারবেন না বলে হুঁশিয়ারি।
নকল ব্যালট নিয়ে বিরোধীদের আশঙ্কা এবার রাজ্যপালের গলায়। কমিশনকে তদন্তের নির্দেশ।
রাজধর্ম নিয়ে কমিশনকে রাজ্যপালের কড়া বার্তা। পাল্টা জবাব অভিষেকের।
দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহারের পর আজ মুর্শিদাবাদে (Murshidabad) যাচ্ছেন রাজ্যপাল। কথা বললেন কুলপির নিহত কংগ্রেস প্রার্থীর পরিবারের সঙ্গে।
সংঘাত এবার সম্মুখসমরে। নন্দীগ্রামে মুখোমুখি শুভেন্দু-কুণাল। চোর চোর স্লোগানের পাল্টা প্রায় চলন্ত গাড়ি থেকে নেমে হুঁশিয়ারি।
ভোট লুঠ আটকাতে বিরোধী এজেন্টদের একজোট হওয়ার ডাক শুভেন্দুর। প্রার্থী দিতে না পারার ব্যর্থতা ঢাকতে অশুভ জোটের চক্রান্ত, পাল্টা অভিষেক।
ভোটের দিন নন্দীগ্রামের নন্দনায়েকবাড়ে নিজের বুথ ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না শুভেন্দু। নোটিস দিল পুলিশ। মানব আইন, কিন্তু কেউ আক্রান্ত হলে পাশে দাঁড়াব, বললেন শুভেন্দু।
তৃণমূল হারলেও, সরকারি পরিষেবা মেলার আশ্বাস অভিষেকের। ভিন্ন সুর নেতাদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -