কলকাতা: ভোটের মুখে আরও এক তৃণমূল নেতাকে (TMC Leader) এনআইএ তলব (NIA)। ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে আরেক তৃণমূল নেতাকে নোটিস। আগামীকাল এনআইএ দফতরে হাজিরার জন্য অপরেশ সাঁতরাকে নোটিস।
NIA-র নজরে একের পর এক তৃণমূল নেতা
প্রসঙ্গত, হাতে গুণে আর মাত্র কয়েক প্রহর। তারপরেই রাজ্যের জেলায় জেলায় পঞ্চায়েত ভোট। আর তার আগেই ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে পড়ছেন একের পর এক তৃণমূল নেতা। আজ ৫ জুলাই। আর আজই জেলা পরিষদের তৃণমূল প্রার্থী মানব বড়ুয়াকে তলব করেছিল এনআইএ। এদিকে ঠিক ৪৮ ঘণ্টা আগেই হাজির নির্দেশ ছিল তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলাইচরণ মাইতিকে। আর ঠিক ৭২ ঘণ্টা আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তৃণমূল পঞ্চায়েত সদস্য চন্দন বরকে।
ঠিক কী হয়েছিল ?
ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে বাড়ি বাজি তৈরির সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এমনটাই অভিযোগ জানিয়ে সেসময় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন নিহত তৃণমূল নেতার স্ত্রী। তিনি দাবি জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরেই তাঁদের বাড়িতে এই বাজি তৈরির কাজ হত, কিন্তু কোনও কর্ণপাত করেননি তার স্বামী।
উঠে এসেছে এই প্রশ্নগুলি
পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে তৃণমূল নেতা সহ তিনজনের। কিন্তু যেখানে বিস্ফোরণ ঘটেছিল, তার থেকে অনেকদূরে নিহতদের দেহ উদ্ধার হয়েছিল। বিস্ফোরণস্থল থেকে বেশ কিছুটা দূরে, তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তৃণমূল কর্মী লালু মান্না এবং বিশ্বজিৎ গায়েনের দেহ উদ্ধার করে ছিল সেদিন পুলিশ। কিন্তু কী করে মৃতদেহ পৌঁছল ওখানে ? তাহলে কী মৃতদেহ লোপাটের চেষ্টা চলছিল ? আর এখানেই উঠেছে প্রশ্ন। যে রহস্যভেদ করতেই ময়দানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
বোমা বাধতে গিয়ে দুর্ঘটনার শিকার আজও
তবে শুধু ভূপতিনগর নয়, মুর্শিদাবাদের বুকে এদিন ফের আরও একটি মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে। সেখানে বাজি তৈরির কারখানা না হলেও, বোমা বাধতে গিয়ে জখম হয়েছেন দুই জন। প্রসঙ্গত, গত কয়েক মাসের মধ্যে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তা সে বোমাবাজি হোক, কিংবা বাজি কারখানার ইস্যু হোক, বারবার মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজ্যের বুকে। কে পাবেন এর পরের ডাক ? ভোটের একেবারে দোরগড়ায় একের পর এক তলবে, ক্রমশ চাপ বাড়ছে রাজনৈতিক দলগুলির অন্দরে।