Panchayat Elections 2023 Live Updates: রাজ্যে পঞ্চায়েত ভোটের আগেই সন্ত্রাসের বলি আরও ১,চোপড়ায় গুলিবদ্ধ সিপিএম কর্মীর মৃত্যু
WB Panchayat Polls Live: জেনে নিন নির্বাচন সংক্রান্ত যাবতীয় খবরের আপডেট।
LIVE
Background
১। সুপ্রিম কোর্টে (Supreme Court) ধাক্কা খেয়ে নতুন কৌশল রাজ্য নির্বাচন কমিশনের (WB Election Commission) ! সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের নির্দেশ আদালতের (Central Forces)। তাও জেলাপিছু মাত্র ১ কোম্পানি বাহিনী চাইল কমিশন!
২। বাইশ জেলায় মাত্র মাত্র বাইশশো জওয়ানে কীভাবে বুথ রক্ষা? শাসকের অংগুলিহেলনে প্রহসন কমিশনের, আক্রমণে বিরোধীরা। রাষ্ট্রসঙ্ঘের বাহিনী এলেও জিতব, পাল্টা তৃণমূল (TMC)।
৩। ২০১৩-য় এক জেলায় যা বাহিনী, ২০২৩-এ গোটা রাজ্যে তার চেয়েও কম বাহিনী চায় কমিশন (Panchayat Elections 2023 Live Updates)।
৪। মনোনয়নের শুরু থেকে প্রত্যাহারের শেষ দিনেও অশান্তি। ভোট মানেই হিংসার লাইসেন্স নয়, অবাধ ও সুষঠু নির্বাচন হচ্ছে কোথায়? রাজ্য় ও কমিশনের উদ্দেশে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের।
৫। জয়নগরের পর কাঁথি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও সাদা থান-সন্ত্রাস! দিনহাটা, ভাঙড়, রহড়ায় আক্রান্ত সিপিএম। মুর্শিদাবাদে কংগ্রেস প্রার্থীর বাড়িতে হুমকি পোস্টার।
৬। দিকে দিকে সন্ত্রাস। হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশ। ভাঙড়-কাশীপুর-বসিরহাটে মনোনয়নের ব্যবস্থা করতে ব্যর্থ পুলিশ, পর্যবেক্ষণ বিচারপতি মান্থার। ১০ দিনে রাজ্যের জবাব তলব।
৭। কেষ্টহীন বীরভূমে ভোটের আগেই ৫ পঞ্চায়েত সমিতি দখল তৃণমূলের। প্রার্থী দিয়েও প্রত্যাহার বিরোধীদের। নানুর, লাভপুর, বোলপুর, ইলামবাজার, সিউড়ি ২ নম্বর পঞ্চায়েত সমিতি জয় জোড়াফুলের।
৮। দুটি আসনে নির্দল প্রার্থী দিয়েও প্রত্যাহার। ভোটের আগেই চোপড়ায় ৮টি গ্রাম পঞ্চায়েতের ২১৭ আসনে জয় তৃণমূলের। পঞ্চায়েত সমিতির ২৪ আসনেও বিনাপ্রতিদ্বিতায় জয়ী শাসক শিবির।
প্রার্থী নিয়ে সংঘাত। জেলা সভানেত্রীকে না সরালে দলেরই পার্টি অফিস ঘেরাওয়ের হুমকি হুমায়ুনের।
Malda Panchayat Election: মালদায় রক্তক্ষরণ অব্যাহত
মনোনয়ন পর্ব শেষে হলেও মালদায় তৃণমূলে রক্তক্ষরণ অব্যাহত। কংগ্রেসে যোগ দিলেন জেলা পরিষদের সদস্যা মমতাজ বেগম, তাঁর স্বামী তৃণমূল নেতা আমিনুল হক, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্র-সহ প্রায় ২০০ জন নেতা, কর্মী। টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছে তৃণমূল। দুর্নীতিতে ভরে গিয়েছে দল, তাই কংগ্রেসে যোগদান, দাবি তৃণমূলত্যাগী নেতা, কর্মীদের। দল থেকে সমস্ত সুযোগ-সুবিধা নিয়েও টিকিট না পেয়ে অন্য দলে গিয়েছেন, এতে আমাদের কোনও ক্ষতি হবে না, প্রতিক্রিয়া জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সীর।
Mayureswar Congress: ময়ূরেশ্বরে আক্রান্ত কংগ্রেস
ভোটের আগে অব্যাহত অশান্তি, ময়ূরেশ্বরে আক্রান্ত কংগ্রেস। দুই কংগ্রেস প্রার্থীর আত্মীয়কে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত ২ কংগ্রেস কর্মী ভর্তি রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি।
Panchayat Election: নির্দল প্রার্থীর সমর্থনে মিছিল তৃণমূল বিধায়কের
দলের নির্দল প্রার্থীদের সমর্থনে মিছিল করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। যে কোনও মূল্য নির্দলদের জিতিয়ে আনার চ্যালেঞ্জ নিলেন প্রকাশ্যে।
Panchayat Elecrion 2023: বিস্ফোরক বলাগড়ের বিধায়ক
তৃণমূলে 'মনোকষ্টে' মনোরঞ্জন, বিস্ফোরক বলাগড়ের বিধায়ক। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মনোরঞ্জন ব্যাপারী।
Panchayat Election: সিপিএম প্রার্থীর মনোনয়ন বিকৃত করার অভিযোগ
উলুবেড়িয়ার ২ সিপিএম প্রার্থীর মনোনয়ন বিকৃত করার অভিযোগ।