কলকাতা: পঞ্চায়েত ভোটের সকাল থেকেই জেলায় জেলায় হিংসা, ছাপ্পা ভোটের অভিযোগ নিয়ে সরব রাজ্যের বিরোধীরা। শুভেন্দু থেকে অধীরের প্রশ্নেবাণের মুখে রাজ্যের শাসকদল (TMC)। যদিও এদিন গোধূলিবেলায়  শাসকদলের তরফে নয়া সমীকরণ, কী প্রতিক্রিয়া শশী পাঁজার ?


শশী পাঁজা (Shashi Panja) এদিন বলেন, বিরোধী দল চেষ্টা করেছিলেন যাতে সুষ্ঠু নির্বাচন না হয়। মানুষের সহযোগিতা নিয়ে ১৩-১৪টি জেলাতে নির্বিঘ্নে ভোট চলেছে। ৬১৫৩৯ মোট বুথে ভোট। কয়েকটা মাত্র বুথে ঝামেলা, সেটাও হওয়া উচিত না।' যদিও এর পরেই কেন্দ্রীয় বাহিনীর ইস্যুতেই রাজ্যের বিরোধী দলগুলিকে তোপ দাগলেন তিনি। তাঁর কথা অনুযায়ী , 'ঝামেলা'ও কেন হবে ? যেখানে উপস্থিত রয়েছে কেন্দ্রীয় বাহিনী।


তিনি বলেন,' সব বিরোধীই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি চেয়েছিলেন। বাহিনী এল, তাঁদের ভূমিকা কী ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।' যদিও তিনি এদিন সীমান্ত রক্ষী বাহিনী নিয়েও নিশানা করেছেন। শশী পাঁজা দলের তরফে বলেন,' বাংলার সীমান্তে বিএসএফ ছিল। তারা নিজেরা প্রভাব খাটাচ্ছেন কোন দলে ভোট দিতে হবে। আমাদের নজরে এসেছে। প্রতিটি মৃত্যু দুঃখজনক, দলমত নির্বিশেষে মৃত্যু কাম্য নয়। বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে।


এদিকে অপরদিকে,  ছাপ্পা ভোটের অভিযোগ তুলে এদিন ট্যুইটে 'ডায়মন্ড হারবার মডেল'কে নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দুপুরে ১৩৭ নং বুথ কেন্দ্রে পোলিং অফিসারের কার্যকলাপের ভিডিও আপলোড করে গুরুতর অভিযোগ তুললেন তিনি। একেই পঞ্চায়েত ভোট ঘিরে হিংসা চারিদিকে। তার উপরে ছাপ্পা ভোট নিয়ে কড়া নজর সব দিকেই। তবুও এর মাঝেই রিগিংয়ের অভিযোগ তুললেন শুভেন্দু। মূলত বরাবরই ডায়মন্ড হারবারকে নিয়ে গর্ব করতে দেখা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে এদিন কারও নামে না করলেও, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ব্লক নং ১ নিয়ে ট্যুইটে অভিযোগ তুললেন শুভেন্দু। 


প্রসঙ্গত, এদিন পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা, মালদা, কোচবিহার-সহ একাধিক জেলায় আজ উঠে এসেছে ছাপ্পা ভোটের অভিযোগ উঠে এসেছে। হিংসার অভিযোগও জেলায় জেলায়। ভোট শুরু হতেই বুথ দখলের চেষ্টা অভিযোগ ওঠে। দিনহাটায় তছনছ বুথ। নথিতে আগুন। জ্যাংড়ায় বুথের মধ্যেই মারামারি। জঙ্গল থেকে ব্যালট বাক্স উদ্ধার হয়। বিরোধীদের মেরে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। ভোটের শুরুতেই বুথ দখল ব্যারাকপুরে বাহিনীর সামনেই অবাধে ছাপ্পাভোট চলার অভিযোগ ওঠে। বোমাবাজি-গুলি। নির্দল প্রার্থীর ক্যাম্প ভাঙচুর।  আমডাঙায় টেবিলে বোমা রেখে ভোট লুঠের অভিযোগ উঠেছে।  


আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 


হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের পশ্চিম বেলশুঁড় প্রাথমিক বিদ্যালয়ের বুথের ভিতরে ঢুকে গুলি করার অভিযোগ ওঠে দুষকৃতীদের বিরুদ্ধে। কয়েকজন ভোটার জখম হন বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে পাশের বাড়িতে আশ্রয় নেন ভোট কর্মীরা। স্থানীয়দের দাবি, বুথ দখল করে দেদার ছাপ্পা মারা হয়। কিছু ব্যালট লুঠ করে পুকুরে ফেলে দেওয়া হয়।