দক্ষিণ ২৪ পরগনা: ছাপ্পা ভোটের (False Vote) অভিযোগ তুলে ট্যুইটে 'ডায়মন্ড হারবার মডেল'কে নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন দুপুরে ১৩৭ নং বুথ কেন্দ্রে পোলিং অফিসারের কার্যকলাপের ভিডিও আপলোড করে গুরুতর অভিযোগ তুললেন তিনি। একেই পঞ্চায়েত ভোট ঘিরে হিংসা চারিদিকে। তার উপরে ছাপ্পা ভোট নিয়ে কড়া নজর সব দিকেই। তবুও এর মাঝেই রিগিংয়ের অভিযোগ তুললেন শুভেন্দু। মূলত বরাবরই ডায়মন্ড হারবারকে নিয়ে গর্ব করতে দেখা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে এদিন কারও নামে না করলেও, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ব্লক নং ১ নিয়ে ট্যুইটে  অভিযোগ তুললেন শুভেন্দু।


প্রসঙ্গত,  ডায়মন্ড হারবারে ভোটকর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে ভোট লুঠের অভিযোগ ওঠে এদিন। অভিযুক্ত তৃণমূল। প্রতিবাদে ব্যালট বাক্স ফেলা হয় পুকুরে বলে অভিযোগ। অসহায় প্রিসাইডিং অফিসার, পুলিশ। কোচবিহারেও এদিন চলে ভোট-সন্ত্রাস। খুন, বোমাবাজি, গুলির অভিযোগ। প্রার্থীর বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। বুথে তাণ্ডব, মাঠে ব্যালট বাক্স। এমনকি প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ ওঠে। ভোট লুঠের অভিযোগে আগুন।


অপরদিকে, ভোট শুরু হতেই বুথ দখলের চেষ্টা অভিযোগ ওঠে। দিনহাটায় তছনছ বুথ। নথিতে আগুন। জ্যাংড়ায় বুথের মধ্যেই মারামারি। জঙ্গল থেকে ব্যালট বাক্স উদ্ধার হয়। বিরোধীদের মেরে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। ভোটের শুরুতেই বুথ দখলব্যারাকপুরে বাহিনীর সামনেই অবাধে ছাপ্পাভোট চলার অভিযোগ ওঠে। বোমাবাজি-গুলি। নির্দল প্রার্থীর ক্যাম্প ভাঙচুর।  আমডাঙায় টেবিলে বোমা রেখে ভোট লুঠ। বন্দুক উঁচিয়ে তাড়া পুলিশের। পাশাপাশি ভোটের সকালেও উত্তপ্ত ভাঙড়। তৃণমূল-আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর আসে।  


আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 


পঞ্চায়েত ভোটের আগেও একের পর এক অভিযোগ উঠেছে রাজ্যের নানাদিকে। এর আগে গতবারের জেলাভিত্তিক ভোটের ছায়াই কি ফিরল ফের ? যদিও একুশের বিধানসভায় ছিল কেন্দ্রীয় বাহিনী। এদিকে কলকাতা পুরভোটে ছিল রাজ্য পুলিশ। বিশেষ করে বিরোধীরা আদালতে দ্বারস্থ হলেও, কলকাতা পুরভোটে সেবার কেন্দ্রীয় বাহিনী নামানো হয়নি। কিন্তু কোথাও যেনও রিগিং, হিংসা এসবের অভিযোগ না ওঠে, রাজ্য পুলিশের উপর দায়িত্ব বর্তিয়ে শর্ত সাপেক্ষে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টে। তবে তারপরেও সিসিটিভি আওতায় বড়সড় অভিযোগ উঠেছিল। কিন্তু এবার পঞ্চায়েত ভোটে কড়া নিরাপত্তা হলেও, দিকে দিকে ফের ছাপ্পার ভোটের খবর উঠে আসছে। আর এবার অভিষেকের নাম না করে,  'ডায়মন্ড হারবার মডেল'কে নিয়ে খোঁচা দিলেন শুভেন্দু।