কলকাতা: গতবছর 'ডিসেম্বর ডেডলাইনের' হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ-বঙ্গ বিজেপির শীর্ষ নের্তৃত্ব (Sukanta Majumdar)। যদিও তৃণমূলের সরকার পড়েনি। আর এবার ভোট সন্ত্রাসের মাঝে যখন পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের পর জেলায় জেলায় সবুজ ঝড়, ঠিক তখন নতুন করে মমতার সরকারের ভবিষ্যতবাণী করেছেন সুকান্ত মজুমদার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ৫-৬ মাসেই তৃণমূল সরকার পড়ে যাবে।' এতদিন এই প্রসঙ্গে চুপ থাকলেও আজ পাল্টা নিশানা করেন মুখ্যমন্ত্রীও। এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তীব্র কটাক্ষ করে বলেন, 'বালতি ওল্টানোর ক্ষমতা নেই, সরকার ফেলবে।'


মূলত বছরটা ছিল ২০২২। গতবছরই গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। নিয়োগ দুর্নীতি-সহ একাধিক মামলায় জেরবার হয় শাসকদল। আর গতবছরই ডিসেম্বর ডেডলাইন দিয়েছিল বিজেপির শীর্ষ নের্তৃত্ব সুকান্ত-শুভেন্দুরা। অর্থাৎ মমতার সরকার পড়ে যাবে, এই ভবিষ্যতবাণী দেওয়া হয়েছিল। তবে শাসকদলের একের পর এক হেভিওয়েট গ্রেফতার হলেও, ডিসেম্বর ডেডলাইন বাস্তবে ঘটেনি। আর চলতি বছরের লোকসভা ভোটের আগে সেমিফাইনাল পঞ্চায়েত ভোটেও সবুজ ঝড়।


আর এমনই এক পরিস্থিতিতে, সুকান্তর পাশাপাশি 'আগামী ৫ মাসের মধ্যে রাজ্যে তৃণমূলের সরকার পড়ে যাবে', বিস্ফোরক দাবি তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও (Shantanu Thakur)।কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, 'বাংলায় শাসকদল যে ভাবে পঞ্চায়েত ভোট করিয়েছে, তাতে গণতন্ত্র চলতে পারে না। তৃণমূল সন্ত্রাস না করলে বিজেপি ১০ গুণ ভোট পেত। এরা ভেবে নিয়েছে এরা চিরস্থায়ী। কিন্তু এরা চিরস্থায়ী নয়, আগামী ৫ মাসেই এদের মেয়াদ শেষ হয়ে যাবে।' 


প্রসঙ্গত এর আগে সুকান্ত এর আগে বলেছিলেন, 'মুখ্যমন্ত্রীর চিন্তার একটাই কারণ, সেটা হচ্ছে বিজেপি। আমরা মুখ্যমন্ত্রীকে চিন্তাতেই রাখব। চিন্তার কিছু নেই। ডিসেম্বর হোক, জানুয়ারি হোক, ফেব্রুয়ারি হোক, ঠান্ডাও পড়বে, সরকার কাঁপবে।' দিলীপ ঘোষ আবার বলেন, 'ভোট হয়ত নেই এখন। তবে ডিসেম্বরের পরে হতেও পারে। বিধানসভার ভোটটা হতে পারে আবার। এই সরকারের কোনও ভরসা নেই। পদ্মপাতায় জলের মতো। এই আছে, এই নেই।'


আরও পড়ুন, 'মমতা দুর্নীতির সঙ্গে যুক্ত..TMC-র আরও একটি চুরি ফাঁস করব', হুঁশিয়ারি শুভেন্দুর


তবে এবার এল উত্তর মুখ্যমন্ত্রীর তরফে।  এসএসকেএম-এ (SSKM) ভোট হিংসায় (Panchayat Poll Violence) আহত দলীয় কর্মীদের দেখতে যান মুখ্যমন্ত্রী (CM)। সেখানে গিয়ে সাংবাদিকদের তরফে এই প্রসঙ্গ উঠতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হেসে বলেন, বলুন আগে একটা বালতি ওল্টাতে, তারপর সরকার ফেলবে। খেয়ে দেয়ে কাজ নেই, কর্ম নেই। তোমাদের সরকার উল্টে গেছে অলরেডি। কাল থেকে তো ভয়ে থর থর করে কাঁপছো।'