এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
তাঁর রোড শো-তে 'মোদি-মোদি' স্লোগান তোলা বিজেপি সমর্থকদের সঙ্গে হাত মিলিয়ে সেলফি তুললেন প্রিয়ঙ্কা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে স্লোগান তুলে প্রিয়ঙ্কা গাঁধীকে কটাক্ষ করতে শুরু করেন কিছু বিজেপি সমর্থক। শুনতে পেয়ে গাড়ি থেকে নেমে তাঁদের সঙ্গে হাত মেলাতে এগিয়ে আসেন কংগ্রেস নেত্রী। শুধু তাই নয়। গেরুয়া সমর্থকদের আবদার মেনে তাঁদের সঙ্গে সেলফিও তোলেন তিনি।
ভাটিন্ডা: চলতি লোকসভা নির্বাচনে একে অপরের বিরুদ্ধে লাগাতার কাদা ছোঁড়াছুঁড়ি করে চলেছে বিভিন্ন রাজনৈতিক দল। তার মধ্যেই রাজনৈতিক সৌহার্দ্যের নিদর্শন রাখলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী। এদিন রোড শো করছিলেন প্রিয়ঙ্কা। সেখানে রাস্তার ধারে দাঁড়িয়ে কিছু বিজেপি সমর্থক 'মোদি-মোদি' স্লোগান তুলে নেত্রীকে কটাক্ষ করছিলেন।
শুনতে পেয়ে গাড়ি থেকে নেমে তাঁদের দিকে এগিয়ে আসেন প্রিয়ঙ্কা। গেরুয়া সমর্থকদের অবাক করে দিয়ে, তিনি তাঁদের সঙ্গে হাত মেলান। বলেন, আপনারা আপনাদের জায়গায়, আমি আমার জায়গায়। তাঁর এই অভিব্যক্তিতে আপ্লুত হয়ে যান বিরোধী সমর্থকরাও। স্লোগান বন্ধ করে, তাঁরা প্রিয়ঙ্কাকে উল্টে শুভেচ্ছা জানান। শুধু তাই নয়। তাঁদের কয়েকজন সেলফি তোলার আবদার করলে সানন্দে তাঁদের সঙ্গে পোজ দেন নেত্রী।इंदौर में प्रियंका गांधी मोदी मोदी के नारे लगाने वालों से रूककर मिलीं @abpnewstv @Anurag_Dwary @AshishSinghLIVE @vikasbha @rasheedkidwai @IamRajnishAhuja pic.twitter.com/caqOX78L9v
— Brajesh Rajput (@brajeshabpnews) May 13, 2019
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement