বিটন চক্রবর্তী, তমলুক: পঞ্চায়েত ভোটের আবহে ফের শুভেন্দু অধিকারী সভা ঘিরে জটিলতা (Panchayat Elections 2023)। বুধবার তমলুকের রামতারকহাটে শুভেন্দু অধিকারীর সভা হওয়ার কথা (Suvendu Adhikari)। বিজেপি (BJP) নেতৃত্বর দাবি, পুলিশের তরফে জানানো হয়েছে ওই জায়গায় একই দিনে একই সময়ে তৃণমৃলের অনুমতি নেওয়া রয়েছে। গেরুয়া শিবিরের অভিযোগ, শাসকদলের চাপে পড়ে পুলিশ  শুভেন্দুর সভার অনুমতি দেয়নি (TMC)।


পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ


তৃণমূলের অবশ্য দাবি, কার সভা হবে তা জানা ছিল না (Tamluk News)। আগামী ৫ জুলাই সভা করার জন্য বাজার কমিটি এবং জায়গার মালিকের কাছ থেকে আগেই অনুমতি নেওয়া হয়। পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশও। পুলিশের একটি সূত্রের দাবি, নিয়ম মেনেই তৃণমূলকে সভা করার অনুমতি দেওয়া হয়েছে।


আর মাত্র পাঁচ দিন বাকি পঞ্চায়েত নির্বাচনে। তার আগে ক্রমশ পারদ চড়ছে রাজ্য রাজনীতির। শেষ পর্যায়ের প্রচারে ব্যস্ত তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, ISF সব দলই। সেই আবহে শাসকদলের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দুর সংঘাত চরমে পৌঁছেছে। পরস্পরের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছেন দুই পক্ষই। 


আরও পড়ুন: Panchayat Election 2023: 'শুধুমাত্র ভোটের সময় কেন এসেছেন?' সিঙ্গুরে গ্রামবাসীদের প্রশ্নের মুখে লকেট


বনগাঁয় শুভেন্দুর সভায় গিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় রবিবার তাঁকে নিশানা করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। গাফিলতির অভিযোগ তুলে শুভেন্দুকে নিশানা কুণালের। তাঁর দাবি, একটু সতর্ক হলেই প্রাণটা বাঁচানো যেত। কুণাল বলেন, "বিরোধী দলনেতার সভায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। বিরোধী দলনেতার অযোগ্যতার জন্য় আর কত প্রাণ যাবে?"


এদিন ২০২২-এ আসানসোল কম্বলকাণ্ডের প্রসঙ্গ তুলেও ট্যুইট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল। এর পাল্টা বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন যে, খুনের রাজনীতি করছে তৃণমূল।


শুভেন্দুর সভায় গিয়ে মৃত্যু এক ব্যক্তির


উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার বনগাঁয় বিজেপি-র নির্বাচনী সভায় গিয়ে ৭৭ বছরের এক ব্যক্তির মৃত্যু। সভায় অব্য়বস্থার ফলে মৃত্যু, এই অভিযোগ তুলে থানার দ্বারস্থ মৃতের পরিবার। ঘটনায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করেছে বনগাঁ থানার পুলিশ। গতকাল গাইঘাটার পাঁচপোতা হাইস্কুলের মাঠে বিজেপির নির্বাচনী সভা ছিল। সভায় গিয়ে অসুস্থ পড়েন সুটিয়ার বাসিন্দা হারাধন বিশ্বাস। বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ৭৭ বছরের ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।