কলকাতা: গতকাল ট্রেন থেকে পড়ে মৃত্যু, আজও লোকালে বাদুড় ঝোলা ভিড় (Sealdah Train Service Disrupted )। শিয়ালদা শাখায় নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে। দুই স্টেশনের মাঝে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ট্রেন। সম্প্রসারণের কাজের জন্য বন্ধ শিয়ালদা স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম। আগামীকাল দুপুর পর্যন্ত বন্ধ ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। বাতিল বহু লোকাল, শতাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এদিকে রেলের তরফে অতিরিক্ত বাস না দেওয়া নিয়ে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। কী বলছেন ফিরহাদ হাকিম ?


রেলওয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, রাজ্য সরকারকে জানানো হয়েছিল, দমদম স্টেশন থেকে অতিরিক্ত বাস দেওয়ার জন্য। কিন্তু সেটা তাঁরা দেয়নি। কী বলবেন ?


ফিরহাদ বলেন, কিছুই জানায়নি। কোথায় জানিয়েছে, চিঠি কোথায় ? কোন ডিপার্টমেন্টে জানিয়েছে ? পরিবহণকে জানিয়েছে ? প্রশ্ন তুলেছেন তিনি।


সপ্তাহের শেষেও চরম ভোগান্তিতে নিত্য় যাত্রীরা


মূলত সম্প্রসারণের কাজের জন্য শিয়ালদা স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম বন্ধ থাকায় সপ্তাহের শেষেও চরম ভোগান্তিতে নিত্য় যাত্রীরা। কাল দুপুর পর্যন্ত বন্ধ ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। ফলে শিয়ালদা ডিভিশনের একাধিক শাখায় ব্যাহত হচ্ছে রেল পরিষেবা। দেরিতে ঢুকছে ট্রেন। বাতিল হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন। ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।


১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, কলকাতা স্টেশন থেকে  কোন কোন ট্রেন যাতায়াত করছে ?


শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস এবং আসানসোল এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে যাতায়াত করছে। ১২ কামরার ট্রেনের উপযোগী প্ল্যাটফর্ম তৈরির জন্য বৃহস্পতিবার মাঝরাত থেকে বন্ধ রয়েছে শিয়ালদা স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম। সম্প্রসারণের কাজ শেষ হলে জুলাইয়ের শুরুতেই শিয়ালদার প্রতিটি প্ল্যাটফর্মে ১২ বগির ট্রেন ঢুকতে ও বেরোতে পারবে বলে আশা করছেন রেলের কর্তারা।   


আরও পড়ুন, অগ্নিমিত্রা জানলেন কী করে, কে আসন বদলের সিদ্ধান্ত নিয়েছেন? ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলীপের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)