ফের শুভেন্দুর নিশানায় নির্বাচন কমিশনার:
আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) চেয়ে ফের চিঠি দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commissioner)। এদিকে ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুরের নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। এই পরিস্থিতিতে ভোটের দফা বাড়ানোর দাবি জানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) একই সঙ্গে ফের রাজ্য নির্বাচন কমিশনারকে নিশানা করলেন তিনি। বিরোধী দলনেতার বক্তব্য, "যদি ২০১৩০-র মতো কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট করতে হয় এবং গ্রামীণ বুথগুলোকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে হয়, দফা বাড়ানো ছাড়া কোনও বিকল্প নেই। গতবারে ২০১৩-তে রাজ্য সরকারকে টাকা দিতে হয়েছিল। এবারে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে, আমরা জোগান দিয়ে দেব। ইতিমধ্যে ৩১৫ কোম্পানির অনুমোদন রাজ্য সরকার পেয়ে গেছে। সমস্যাটা হচ্ছে রাজীব সিনহাকে নিয়ে । তিনি কিছুতেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা-কথা-নির্দেশের বাইরে যেতে চাইছেন না। রাজ্য নির্বাচন কমিশনের সরানো বা তার উপরে নজরদারি করার জন্য স্পেশাল অবজার্ভার নিয়োগ করা ছাড়া এর সমাধান হতে পারে না। কারণ, রাজ্য নির্বাচন কমিশনের লোকেরাই আমাদের বলছে, আমরা কিছু জানি না। সঞ্জয় বনসাল, রাজীব সিনহা বসে সবটা করছেন।"
দেশের বাইরে থেকেও কী ভাবে মনোনয়ন জমা, কমিশনের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট:
৪ জুন দেশের বাইরে, ১২ জুন কীভাবে মনোনয়ন জমা মিনাখাঁর তৃণমূল প্রার্থীর? তদন্ত করে ২৮ জুন রাজ্য নির্বাচন কমিশনকে রিপোর্ট জমার নির্দেশ হাইকোর্টের। পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারির আগেই ৪ জুন দেশ ছাড়েন মোহারুদ্দিন গাজি, আদালতে জানাল অভিবাসন দফতর। তা হলে কী করে হাজির হয়ে মনোনয়নপত্র জমা দিলেন এই তৃণমূল প্রার্থী? প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার। এই ঘটনার তদন্ত করবে কমিশন, ২৮ জুন রিপোর্ট জমা দিতে হবে, মন্তব্য বিচারপতি অমৃতা সিন্হার। রিপোর্ট দেখে আদালত সিদ্ধান্ত নেবে মনোনয়ন বাতিল হবে কি না, আরও জানালেন বিচারপতি। প্রসঙ্গত, সৌদি আরবে বসেই মনোনয়ন জমা দিয়েছিলেন মিনাখাঁর কুমারজোল পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন গাজি, অভিযোগে তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় সিপিএম।
নির্বাচনী নথি বিকৃতি মামলায় CBI তদন্তের উপর স্থগিতাদেশ
আগামী সোমবার পর্যন্ত সিবিআই (CBI) তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। উলুবেড়িয়া ১-এর সিপিএম প্রার্থীদের নথি বিকৃত করার অভিযোগ ওঠে বিডিও-র বিরুদ্ধে। সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। চ্যালেঞ্জ করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলার শুনানি শেষ হল, রায়দান আগামী সোমবার।
ক্যানিংয়ে ২৭৪ আসনে নেই বিরোধীরা, মামলা আদালতে...
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের একেবারে শুরু থেকেই বারবার সন্ত্রাসের অভিযোগ এনেছে বিরোধী দলগুলি। একই অভিযোগ উঠেছে ক্যানিংয়েও। ক্যানিং ১ নম্বর ব্লকে, বিভিন্ন পঞ্চায়েতের মোট ২৭৪টি আসনে বিরোধীরা মনোনয়নপত্রই জমা দিতে পারেনি। এই ঘটনায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হার দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি। একটি জনস্বার্থ মামলাও হয়েছে। প্রার্থী না থাকলে, ভোটাররা কীভাবে ভোট দেবেন? এই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা করেছেন গ্রামবাসীদের একাংশ। এদিনই যা শুনানি হওয়ার কথা।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিজ্ঞপ্তি জারি স্বরাষ্ট্রমন্ত্রকের...
রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আরও ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর প্রক্রিয়া শুরু। এর আগে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছিল। এখনও পর্যন্ত রাজ্যে মোট ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জন্য বিজ্ঞপ্তি জারি।
আরও পড়ুন:প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?