পূর্ব মেদিনীপুর: বাংলায় বিজেপি (BJP) ক্ষমতায় এলে মহিলাদের (Women) জন্য ২ হাজার টাকা করে দেওয়া হবে, নন্দীগ্রামের (Nandigram Meeting) সভা থেকে প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তাঁর কথায়, 'বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী মহিলাদের ৩ হাজার টাকা করে দেন। শিবরাজ সিংহ চৌহ্বান মধ্যপ্রদেশের মহিলাদের ২ হাজার টাকা করে দেন। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ৫০০ নয়, মহিলাদের ২ হাজার টাকা করে দেওয়া হবে।' একই সঙ্গে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়েও কড়া সমালোচনা শোনা যায় তাঁর মুখে। বলেন, 'স্বাস্থ্য সাথীর ভুয়ো কার্ডের জন্য ৭ হাজার কোটি টাকা জলে ফেলছে রাজ্য সরকার। স্বাস্থ্য স্বাথীর কার্ড দেখিয়েও কেউ চিকিৎসার সুযোগ পান না। বাইরের রাজ্যেও চলে না।' বিজেপি বাংলায় এলে আয়ুষ্মান ভারত চালু করা হবে, আশ্বাস তাঁর।


সমালোচনায় পাটনার বৈঠকও...
এদিন পাটনায় বিরোধীদের বৈঠক নিয়েও বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়কে একসারিতে বসিয়ে আক্রমণ করেন তিনি। সিপিএমকে ভোট দেওয়া মানেই পরোক্ষে তৃণমূলকেই ভোট। চুরির তদন্ত বন্ধ করাই তৃণমূলের লক্ষ্য। তোপ দাগেন বিরোধী দলনেতা। পাল্টা জবাব দিয়েছে বাম-কংগ্রেস। প্রসঙ্গত, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটের মহড়া সম্প্রতি হয়ে গিয়েছে পাটনায়।এবার সেই বৈঠককে সামনে রেখেই কংগ্রেস-সিপিএম-তৃণমূলের আতাঁতের বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা। কেন্দ্র থেকে মোদি সরকারকে উৎখাত করতে শুক্রবার, পাটনায় এক ছাতার তলায় এসে বৈঠক করেছে তৃণমূল, কংগ্রেস, সিপিএমের মতো বিজেপি বিরোধী দলগুলি। সেইদিনই, বাংলায় কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্ত নিয়ে রীতিমতো উষ্মাপ্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। রবিবার, দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন শুভেন্দু অধিকারী। বলেন, 'দিল্লিতে যদি মোদিজি না থাকেন, তবে সমস্ত দুর্নীতির তদন্ত বন্ধ হবে।  দিল্লি থেকে সরকার বদল করে পশ্চিমবাংলায় সিবিআই, ইডি, এনআইএ...চুরির তদন্ত বন্ধ করতে চায়। সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। তৃণমূলকে ভোট দেওয়া মানে চুরির তদন্ত বন্ধ হওয়া।' পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল-সহ বিরোধী দলগুলিও। তবে পঞ্চায়েত ভোটের আগে বিরোধী দলনেতার গলায় মহিলাদের প্রত্যেকের জন্য ২ হাজার টাকার প্রতিশ্রুতিতে অন্য তাৎপর্য খুঁজে পাচ্ছেন কেউ কেউ।


আগেও শোনা গিয়েছে...
গত বছর নভেম্বরেও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখে এই ধরনের প্রতিশ্রুতির কথা শোনা যায়। ‘বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ২০০০ টাকা করে অনুদান’। ‘৫০০ টাকায় কি সংসার চলে? তাই বিজেপি ক্ষমতায় এলেই ২ হাজার টাকা’, দুর্গাপুরের সভা থেকে আশ্বাস দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি।' স্বপ্ন দেখছেন ভালো', খোঁচা দেয় তৃণমূল। দলীয় সাংসদ শান্তনু সাংসদের কটক্ষা, 'প্রমাণ হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তাঁরা সব সময় অনুসরণ করতে চান।'


আরও পড়ুন:লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা