Telangana Election Result 2023: 'লক্ষ্যে পৌঁছতে পারলাম না', তেলঙ্গানায় ক্ষমতা হারিয়ে নিজেকেই ট্রোল করলেন KTR

KTR : ২৪ ঘণ্টারও কম সময় আগে অর্থাৎ ভোট গণনার আগে আত্মবিশ্বাসী কে টি রামা রাও নিজের একটি বন্দুক তাক করে থাকা ছবি দিয়েছিলেন সোশাল মিডিয়ায়

হায়দরাবাদ : তেলঙ্গানায় ক্ষমতা হারাল বিআরএস। ভাল ফল করে ক্ষমতায় কংগ্রেস। এই পরিস্থিতিতে নিজেরই করা একটি X পোস্ট তুলে ধরে নিজেকেই বিঁধলেন তেলঙ্গানার বিদায়ী মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর

Related Articles