এক্সপ্লোর
Advertisement
‘মনীষীদের গায়ে হাত দিলে ছাড়ব না, বিজেপির কাজে লজ্জিত’ মন্তব্য মমতার, ‘অশান্তির নেপথ্যে তৃণমূলের চক্রান্ত’ পাল্টা অমিত
অমিত শাহর রোড শো ঘিরে আজ রণক্ষেত্র হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর ও বিধান সরণি। কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। অভিযোগ, বিদ্যাসাগর কলেজের ভিতর ঢুকে ব্যাপক ভাঙচুর চালান বিজেপি সমর্থকেরা। আগুন লাগিয়ে দেওয়া হয় বাইকে, আছড়ে ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তিও।
‘মনীষীদের গায়ে হাত দিলে ছাড়ব না। বিজেপির কাজে আমরা লজ্জিত। পড়ুয়াদের মারধর করা হয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক’- বিদ্যাসাগর কলেজে গিয়ে সাংবাদিক সম্মেলন করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অমিত শাহর রোড শো ঘিরে আজ রণক্ষেত্র হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর ও বিধান সরণি। কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। অভিযোগ, বিদ্যাসাগর কলেজের ভিতর ঢুকে ব্যাপক ভাঙচুর চালান বিজেপি সমর্থকেরা। আগুন লাগিয়ে দেওয়া হয় বাইকে, আছড়ে ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তিও।
‘বাংলার ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। শিক্ষকসমাজ ও ছাত্ররা এর জবাব দেবে’, বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সমস্ত ঘটনার জন্য আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। ‘অশান্তির নেপথ্যে তৃণমূলের চক্রান্ত। পদপৃষ্ট করানোর ছক ছিল তৃণমূলের’- অভিযোগ অমিত শাহের। নিজের প্রোফাইল থেকে টুইট করে অমিত শাহ বলেন, ‘এই ঘটনায় নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। আর মানুষের কাছে অনুরোধ করবো মানুষ এর জবাব ভোটবাক্সে দেবেন।’
‘বিজেপি কলেজের বাইরে ছিল, ক্যাম্পাসে ইউনিয়ন রুম থেকে বের করে মূর্তি ভেঙেছে তৃণমূলই’, অভিযোগ রাহুল সিংহের। প্রায় এই একই সুরে কথা বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘মূর্তি ভাঙা হয়েছে কলেজের ভেতর থেকে’। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে আজ কলেজ স্ট্রীট থেকে হেদুয়া অবধি প্রতিবাদ মিছিল করবেন বামেরা। মিছিলে উপস্থিত থাকবেন প্রকাশ কারাট, সীতারাম ইয়েচুরি। 'তৃণমূল ও বিজেপির চরিত্র আজ স্পষ্ট,' মন্তব্য সূর্যকান্ত মিশ্রের। বাংলার সংস্কৃতি বিপদের মুখে, ঘটনা প্রসঙ্গে মন্তব্য সোমেন মিত্রের। ‘কথা বলার কোনও ভাষা খুঁজে পাচ্ছিনা। অধঃপতনের কোন স্তর পর্যন্ত পৌঁছাতে হবে তা জানি না’- ঘটনায় প্রতিক্রিয়া শঙ্খ ঘোষের। অমিত শাহর রোড শোর প্রতিবাদে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটের সামনে জড়ো হন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। টিএমসিপির বিক্ষোভ, কালো পতাকা আড়াল করতে পাল্টা বিজেপির কর্মীরা মোদির বিশাল ফ্লেক্স টাঙায়। অমিত শাহের রোড শো বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছলে গন্ডগোল চরম আকার নেয়। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে থাকা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন বিজেপির কর্মী, সমর্থকরা। ক্যাম্পাসের গেট বন্ধ করে দেওয়া হলে বাইরে থেকে লাঠি, বোতল, ইট, জুতো, চায়ের ভাঁড় ছোড়া হয়। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের একপ্রস্থ ধস্তাধস্তি হয়। পাল্টা গেটের ভিতর থেকে গো ব্যাক স্লোগান তোলেন ছাত্র-ছাত্রীরা। এরপর রোড শো কলেজ স্ট্রিট পেরিয়ে বিধান সরণি ঢোকার পর আর এক প্রস্থ অশান্তি। বিজেপির মিছিল থেকে বিদ্যাসাগর কলেজে ছোড়া হয় ইট। কলেজের ভিতরে ঢুকে বিজেপি কর্মীরা ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। বিদ্যাসাগর কলেজ হস্টেলে থাকা কয়েকজন পড়ুয়া জখম হন। তাঁদের অভিযোগ, বিজেপির রোড শো থেকে হামলা চালানো হয়।कोलकाता के रोडशो में उमड़े जनसैलाब से हताश होकर ममता बनर्जी के गुंडों ने रोडशो पर हमला किया।
मुझे बंगाल की जनता पर विश्वास है कि वो इस हिंसा का जवाब अपने मत से TMC को उखाड़ कर देगी। मैं आशा करता हूँ कि चुनाव आयोग TMC के गुंडों को गिरफ़्तार कर बंगाल में शांति बहाल करेगा। pic.twitter.com/WxlASaVFj8 — Chowkidar Amit Shah (@AmitShah) May 14, 2019
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement