Tripura Meghalaya Nagaland Election Result: আজ তিন রাজ্য়ের বিধানসভা ভোটের ফল প্রকাশ। সকাল আটটা থেকে শুরু হবে গণনা। ত্রিপুরা, মেঘালয়, নাগাল্য়ান্ডের পাশাপাশি জানা যাবে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলও।
বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্যে উত্তর-পূর্বের ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে ভোটগণনা হবে। গত ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ড ও মেঘালয়ে সম্পন্ন হয়েছে বিধানসভা নির্বাচন। অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় ব্যালটে জনমত দিয়েছে ত্রিপুরাবাসী। আজ ২ মার্চ একসঙ্গে তিন রাজ্যের ফল ঘোষণা। সেই সঙ্গে রাজ্যের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলও জানা যাবে। বিকেলের আগেই জানা যাবে কার ভাগ্য ফেরাল বৃহস্পতি।
Tripura Election Result: ফের পদ্ম ফুটবে ত্রিপুরায় ?
ত্রিপুরা বিধানসভায় ৬০টি আসন। ম্য়াজিক ফিগার ৩১। ২০১৮ সালের বিধানসভা ভোটে, আড়াই দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে,৪৪টি আসন পেয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি-IPFT জোট। সিপিএম পেয়েছিল ১৬টি আসন। ৬০টি কেন্দ্রের জন্য ৬০টি আলাদা আলাদা কাউন্টিং হল থাকবে আজ। প্রতিটি গণনা কেন্দ্র ঘিরে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়।
Meghalaya Election Result: মেঘালয়ে মমতা ম্যাজিক ?
মেঘালয় বিধানসভাতেও মোট আসন ৬০টি। ম্য়াজিক ফিগার ৩১। ২০১৮ সালের বিধানসভা ভোটে মেঘালয়ে NPP পেয়েছিল ২০টি আসন। কংগ্রেস পেয়েছিল ২১টি আসন। বিজেপি জিতেছিল ২টি আসনে। অন্য়ান্য় দলের ঝুলিতে গেছিল ১৭টি আসন। মেঘালয় বিধানসভা ভোটের ফলের দিকেও নজর রয়েছে বঙ্গবাসীর। কারণ এই রাজ্য়ে বারবার প্রচারে গেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।
Nagaland Election Result: কী ফল দেখাবে নাগাল্যান্ড ?
৬০ আসনের নাগাল্য়ান্ড বিধানসভার ভোটে, ২০১৮ সালে নাগাল্যান্ড পিপলস ফ্রন্ট বা NPF পেয়েছিল ২৬টি আসন। ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি বা NDPPর সঙ্গে জোট BJP’র। তার মধ্যে NDPP পেয়েছিল ১৮টি আসন এবং বিজেপি ১২ । কংগ্রেসের হাত শূন্য ছিল। অন্যান্য দল ৪টি আসন পেয়েছিল।
Election Result 2023: আজ সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ফল
তিন রাজ্য়ের বিধানসভা ভোটের ফলের সঙ্গেই প্রকাশিত হবে রাজ্য়ের সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ফল। ২০২১ সালের বিধানসভা ভোটে এই কেন্দ্রে জিতেছিলেন তৃণমূলের সুব্রত সাহা। নিকটতম বিজেপি প্রার্থীকে ৫০ হাজারের কিছু বেশি ভোটে হারিয়েছিলেন তিনি। ২৪৬ টি বুথ ও ১৬টি টেবিলে মোট ১৬টি রাউন্ড গণনা হবে এই আসনে। সুব্রত সাহার মৃত্য়ুর পর এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা থেকে সাগরদিঘিতে শুরু হবে গণনা। নিয়মমাফিক স্ট্রং রুমের লাগোয়া তৈরি হয়েছে গণনাকেন্দ্র। বাইরে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।
Election Result 2023: কত শতাংশ ভোট পড়েছে ?
ত্রিপুরায় মোট ভোটারদের ৮৯.৯৫ শতাংশ ভোট দিয়েছেন। যেখানে, নাগাল্যান্ডে মোট ভোটারের ৮৪ শতাংশ ও মেঘালয়ে ৭৬.২৭ শতাংশ ভোটবাক্সে জনমত জানিয়েছেন। আজ সেই ফলই দেখা যাবে গণনাকেন্দ্রে।