নয়াদিল্লি : লোকসভা ভোটের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি (Arrest of Delhi CM Arvind Kejriwal) নিয়ে এমনিতেই সরগরম জাতীয় রাজনীতি। একাধিক দেশও এনিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। এই পরিস্থিতিতে এবার বার্তা এল রাষ্ট্রসংঘের তরফেও। UN-এর তরফে সেক্রেটারি জেনারেলের এক মুখপাত্র বলেছেন, ভারত-সহ যেসব দেশে ভোট রয়েছে, সেখানে সাধারণ মানুষের রাজনৈতিক ও নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে এবং প্রত্যেকে শান্তিপূর্ণ ও অবাধ ভোট দিতে পারবেন বলে তারা আশাবাদী।
অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি ও কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জেরে ভারতে লোকসভা ভোটের মুখে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেলের মুখপাত্র স্টেফানি দুজারিক মন্তব্য করেন। তিনি বলেন, 'আমরা আশা করছি ভারত-সহ যেসব দেশে ভোট আছে, সেখানে প্রত্যেক নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে। রাজনৈতিক ও নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে। প্রত্যেকেই যাতে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে সে ব্যাপারে রাষ্ট্রসংঘ আশাবাদী।'
একই ইস্যুতে আমেরিকা প্রতিক্রিয়া জানানোর পর দিনই রাষ্ট্রসংঘের এই বক্তব্য। কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে আমেরিকার এক সিনিয়র কূটনীতিককে ভারত ডেকে পাঠানোর পরপরই, বুধবার ওয়াশিংটন পুনরায় এনিয়ে মতামত প্রকাশ করে বলে, তারা অবাধ, স্বচ্ছ ও নির্দিষ্ট সময়ে আইনি প্রক্রিয়াকে উৎসাহ দেয়। দিল্লিতে আমেরিকার কূটনীতিককে ডেকে পাঠানোর পর আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, 'আমি কোনো প্রাইভেট স্তরের কূটনৈতিক আলোচনা নিয়ে কোনো কথা বলব না। কিন্তু, আমরা প্রকাশ্যে যেটা বলেছি সেটাই এখানে বলছি। তা হচ্ছে, আমরা ন্যায্য, স্বচ্ছ ও সময়ে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আশা করছি। আমার মনে হয় না, এনিয়ে কারো কোনো আপত্তি থাকতে পারে। আমরা ব্যক্তিগত স্তরেও এই বিষয়টি পরিষ্কার করে দেব।' অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক মন্তব্য নিয়ে বৃহস্পতিবারই নিজেদের আপত্তির কথা জানিয়ে দেয় ভারত। জোর দিয়ে এও বলা হয়, ভারত নিজেদের স্বাধীন ও মজবুত গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে গর্বিত। বাইরের যে কোনো প্রভাব থেকে তাকে সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর।
আরও পড়ুন ; ED-সামনে রেখে তোলাবাজি BJP-র, ফাঁদে ফেলা হচ্ছে তাঁকে, আদালতে বললেন কেজরিওয়াল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে