অরিন্দম সেন, আলিপুরদুয়ার:  আলিপুরদুয়ারের ফালাকাটায় তৃণমূলের প্রচার সভায় রাজবংশী সম্প্রদায়ের মানুষকে নিয়ে এলাহি খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। যা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে গেরুয়া শিবির। ভোটের মুখে তুঙ্গে উঠেছে তৃণমূল ও বিজেপির চাপানউতোর।


হাত লাগালেন রান্নায়। নিজের হাতে পরিবেশনও করলেন। ইনি, ফালাকাটার তৃণমূল প্রার্থী সুভাষ রায়। সোমবার দুপুরে রাজবংশী সম্প্রদায়ের মানুষকে নিয়ে ফালাকাটার কালিপুর স্পেশাল কেডার প্রাইমারি স্কুলের প্রাঙ্গনে প্রচার সভার আয়োজন করে তৃণমূল। সেখানেই এলাহি খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। রান্নার কাজে হাত লাগান তৃণমূলের প্রার্থী নিজেই। বুথের ভোটারদের পরিবেশনও করেন তিনি। ফালাকাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুভাষ রায় বলেন, ‘‘শুধু উন্নয়নই নয়, রাজবংশীদের কৃষ্টি-সংস্কৃতির জন্য আমরা ভাবি, এটা বোঝাতেই এই উদ্যোগ৷’’


আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা হাতানোর অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল


আর, এই নিয়েই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব হয়েছে বিজেপি। নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে গেরুয়া শিবির। আলিপুরদুয়ারের বিজেপি সহ সভাপতি জয়ন্ত রায় বলেন, ‘‘যে উন্নয়নের কথা বলে, সেই উন্নয়নের নিরিখে মানুষ তাদের ভোট দেবে না। কারণ, উন্নয়ন শুধু তৃণমূল নেতাদেরই হয়েছে। তাই ভোটারদের প্রভাবিত করতেই ঘুষ দিচ্ছেন। কমিশনে অভিযোগ করা হবে। কালচিনিতেও এরকম করেছিল।’’


উত্তরবঙ্গে রাজবংশী ভোট প্রায় ৩৪ শতাংশ। ফালাকাটা বিধানসভায় প্রায় ৪৫ শতাংশ। অর্থাৎ‍, উত্তরবঙ্গ দখলে রাখতে গেলে রাজবংশী ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবস্থায়, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি ঘোষণা করেছিলেন। তার পাল্টা পঞ্চানন বর্মার মূর্তি তৈরির ঘোষণা করেন অমিত শাহ। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে রাজবংশী ভোটকেই হাতিয়ার করছে সব দল।