পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: চৈত্রের চড়া রোদ। তাপমাত্রা যত বাড়ছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আর এই উত্তাপের আবহে দিনভর বাঁকুড়ায় প্রচার সারলেন তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়। দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে এদিন প্রচার করেন তিনি। পাশাপাশি এদিন প্রচারে ঝড় তুললেন বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের সং যুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী রাধারানী বন্দ্যোপাধ্যায়।
শনিবার সাত সকালে দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে জুনবেদিয়া অঞ্চলে প্রচারে বেরিয়ে পড়েন বাঁকুড়ার তৃণমূলের ওই তারকা প্রার্থী। মূলত হুডখোলা গাড়িতে করে এদিন প্রচার শুরু করেন সায়ন্তিকা। তবে মাঝে মধ্যেই এলাকার মানুষের সেলফির আবদার মেটাতে হুড খোলা গাড়ি থেকে নামতে হয়েছে সায়ন্তিকাকে। নেমে গ্রামের মানুষের ভিড়ে মাঝে মাঝেই তাঁকে এদিন অত্যন্ত সাবলীল ভাবেই মিশে যেতে দেখা যায়।
আরও পড়ুন: WB Elections 2021: বিজেপির সঙ্গে আছি প্রার্থীর সঙ্গে নয়, ক্ষুব্ধ দাড়িভিটের মৃত দুই ছাত্রের পরিবার
প্রচারের মাঝেই সায়ন্তিকা বলেন, বাংলার মানুষের থেকে ভালবাসা পেয়েই সায়ন্তিকা হয়েছি। এখন আর অন্য কোনও চরিত্র নেই। এখন একটাই চরিত্র সায়ন্তিকা। এই রোদ গরম তেমন প্রভাব ফেলছে না প্রচারে। কারণ শ্যুটিংয়ে এর থেকে অনেক বেশি প্রতিকূল আবহাওয়ার মোকাবিলা করতে হয় তাঁদের। তিনি বলেন, মানুষকে কাছে টেনে নিতে হবে। সেটাই করছি। মানুষের ভালোবাসার প্রতি আস্থা আছে। রিল লাইফে অন্য চরিত্রে সায়ন্তিকাকে যেভাবে মানুষ ভালোবেসেছে রিয়েল লাইফের সায়ন্তিকাকেও সেভাবেই মানুষ সায়ন্তিকাকে ভালোবাসছে। আমি আপ্লুত।
অন্যদিকে এই কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী রাধারানী বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে প্রচারে ঝড় তুললেন তিনি। আজ সাত সকালেই কংগ্রেস ও বাম নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বাঁকুড়া শহর লাগোয়া জগদল্লা গোড়াবাড়ি এলাকায় প্রচারে বেরিয়ে পড়েন রাধারানী বন্দ্যোপাধ্যায়। প্রবল রোদ ও গরমকে উপেক্ষা করে ব্যান্ড পার্টি সহযোগে আজ গ্রামে ঘুরে ঘুরে প্রচার চালান কংগ্রেসের ওই প্রার্থী। সংযুক্ত মোর্চার প্রার্থীর দাবি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ করছে। প্রচারে যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের ভালো সাড়া পাচ্ছি। ২০ বছরের কাউন্সিলর। আগে প্রতি বছর টেট, এসএসসি, পিএসসি হতো। এখন বন্ধ। হলেও নিজেদের কোটায় লোক নিয়োগ হচ্ছে। মানুষের ন্যূনতম দাবি মেটেনি। আমি নিশ্চিত এই লড়াইয়ে জয় আমাদেরই হবে।