Panchayat Poll 2023 Live : বিজেপি কোনও টাকা আটকায়নি, চুরি আটকেছে, বললেন শুভেন্দু

Panchayat Poll 2023: কোচবিহার থেকে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি থেকে হুগলি.. পঞ্চায়েত নির্বাচনের সমস্ত খবর জানতে নজর থাকুক এবিপি লাইভ বাংলায়।

ABP Ananda Last Updated: 01 Jul 2023 11:49 PM
Suvendu Adhikari: বিজেপি কোনও টাকা আটকায়নি, চুরি আটকেছে, বললেন শুভেন্দু

মমতা ভোট এলেই চোট পায়। চোরমুক্ত পঞ্চায়েত গড়তে হবে। বিজেপি কোনও টাকা আটকায়নি, চুরি আটকেছে। বিজেপির পঞ্চায়েত নয়, মানুষের পঞ্চায়েত হবে। আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ, সর্বত্র চুরি হয়েছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে একবছরে শূন্যপদ পূরণ। বিজেপি ক্ষমতায় এলে মেধার ভিত্তিতে চাকরি: শুভেন্দু অধিকারী।

Koustav Bagchi: কমিশন বারবার হাইকোর্টের অর্ডারটাকে আনওয়ার্কেবল করে দেওয়ার চেষ্টা করছে: কৌস্তভ

যেভাবে রাজ্য নির্বাচন কমিশন বারবার হাইকোর্টের অর্ডারটাকে আনওয়ার্কেবল করে দেওয়ার চেষ্টা করছে, হাইকোর্ট বারং বার রাজ্য নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার পরও যে অনাস্থার জায়গাটা তারা তৈরি করছে, আমরা এটা কোর্টের কাছে তুলে ধরব।আমরা দেখব যে কনটেম্পটে আমাদের যে রাজ্য নির্বাচন কমিশনার আছে তাঁর যেন জেল হয়: কৌস্তভ বাগচি।

Sukanta Majumdar: ওরা বলেছিল খেলা হবে, এখন ইডি-সিবিআই খেলছে, সুকান্তর নিশানায় তৃণমূল

ওরা বলেছিল খেলা হবে। এখন ইডি-সিবিআই খেলছে। তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 

Firhad Hakim: রাজনৈতিক স্বার্থে ইডি-সিবিআই-কে ব্যবহার, বীরভূম থেকে সরব ফিরহাদ

রাজনৈতিক স্বার্থে ইডি-সিবিআই-কে ব্যবহার। অথচ ঋণখেলাপিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে না এজেন্সি। বিজেপির এখন খুব মেজাজ। চোররা বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে সাদা হয়ে বেরোচ্ছে, বীরভূম থেকে সরব ফিরহাদ।

CV Ananda Bose: মানুষকে ভয়মুক্ত করতে হবে, কোচবিহারে বললেন রাজ্যপাল

বিভিন্ন জায়গায় ভয়ের ছবি ধরা পড়েছে। অনেকে আতঙ্কের মধ্যে রয়েছে। মানুষকে ভয়মুক্ত করতে হবে, কোচবিহার থেকে বললেন রাজ্যপাল।

Firhad Hakim: তৃণমূলে থেকেও সিপিএম, কংগ্রেসের টিকিট চান অনেকে, এঁদের কোনও নীতি-আদর্শ নেই: ফিরহাদ

তৃণমূলে থেকেও সিপিএম, কংগ্রেসের টিকিট চান অনেকে। এঁদের কোনও নীতি-আদর্শ নেই। মানুষের কাজ করতে টিকিট লাগে না। সিপিএম-কংগ্রেস মীরজাফর। গুন্ডামি করলে, শক্ত হাতে মোকাবিলা, বীরভূমে বললেন ফিরহাদ হাকিম।

Abhishek Banerjee: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নিলেন না প্রধানমন্ত্রী? প্রশ্ন অভিষেকের

"২০ হাজার কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রীর প্রাসাদ তৈরি হয়েছে। অথচ বাংলার মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী বলছেন, দুর্নীতি বন্ধ করতে বদ্ধপরিকর। অথচ যাকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে, তাঁকে সম্পদ করে রেখেছেন প্রধানমন্ত্রী। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নিলেন না প্রধানমন্ত্রী? দুর্নীতি রুখতে এই গ্যারান্টারকে কি বিশ্বাস করবেন?", ফালাকাটায় বললেন অভিষেক।

Abhishek Banerjee: বিজেপি জিতলে অধিকার থেকে বঞ্চিত হবেন, বললেন অভিষেক

বিজেপি জিতলে আপনি অধিকার থেকে বঞ্চিত হবেন। স্থানীয় সাংসদ জন বার্লা দিল্লির পা চেটে নম্বর বাড়াচ্ছেন। বিজেপির সাংসদ-বিধায়করা রাজ্যের টাকা বন্ধ করতে দিল্লিতে দরবার করছেন, ফালাকাটায় অভিষেক।

Abhishek Banerjee: চোখে দেখে ভোট দিন, কানে শুনে নয়, কেন্দ্র ১০০ দিনের টাকা দিচ্ছে না, বললেন অভিষেক

"চোখে দেখে ভোট দিন, কানে শুনে নয়। ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না। আলিপুদুয়ারে ৬ লক্ষ ৬১ হাজার পরিবার ১০০ দিনের কাজে নির্ভরশীল। কিন্তু ১০০ দিনের সাড়ে ৭ হাজার কোটি টাকা মোদি সরকার আটকে রেখেছে", ফালাকাটায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek on BJP : বিজেপি জিতলে আপনি অধিকার থেকে বঞ্চিত হবেন : অভিষেক

'চোখে দেখে ভোট দিন, কানে শুনে নয়'। '১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না'। 'আলিপুদুয়ারে ৬ লক্ষ ৬১ হাজার পরিবার ১০০ দিনের কাজে নির্ভরশীল'। 'কিন্তু ১০০ দিনের সাড়ে ৭ হাজার কোটি টাকা মোদি সরকার আটকে রেখেছে'। 'বিজেপি জিতলে আপনি অধিকার থেকে বঞ্চিত হবেন'। 'স্থানীয় সাংসদ জন বার্লা দিল্লির পা চেটে নম্বর বাড়াচ্ছেন'। 'বিজেপির সাংসদ-বিধায়করা রাজ্যের টাকা বন্ধ করতে দিল্লিতে দরবার করছেন'। 'বিজেপিকে ভোট দিয়ে আচ্ছে দিনের নমুনা দেখছেন'। '৪০০ টাকার রান্নার গ্যাস ১২০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে'। '৫০ টাকার পেট্রোল ১০০ টাকায় কিনতে হচ্ছে'। 'বিজেপি মানুষকে ভাঁওতাবাজি দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে'। 'তৃণমূল আলিপুরদুয়ারে না জিতলেও চা শ্রমিকদের স্বার্থে কাজ করছে'। ফালাকাটার সভায় মন্তব্য অভিষেকের...
'

Panchayat Poll 2023 : ব্যারাকপুরে বিজেপি প্রার্থীর বাড়ি ভাঙচুর !

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ২ নম্বর ব্লকের মোহনপুরে বিজেপি প্রার্থীর বাড়ি ভাঙচুর। ভাঙা হল জানলার কাচ। বিজেপি প্রার্থী পঞ্চানন বন্দ্যোপাধ্যায় লড়ছেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান নির্মল করের বিরুদ্ধে। সেই কারণেই বিজেপি প্রার্থীর বাড়িতে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। মোহনপুর থানায় অভিযোগও দায়ের হয়েছে। যদিও তৃণমূলের দাবি, বিজেপি প্রার্থী চিটফান্ডের কারবারে যুক্ত ছিলেন। টাকা ফেরত চেয়ে পাওনাদাররা হামলা চালিয়েছে। 


 

Sujan on Suvendu : 'সাপ খোলস বদলালেও বিষ তো বদলায় না', শুভেন্দুকে কটাক্ষ সুজনের

'শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা-মন্ত্রী ছিলেন। এখন দল বদলে বিজেপি-তে গেছেন। সাপ খোলস বদলালেও বিষ তো বদলায় না।' বিরোধী দলনেতার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। তাঁর দাবি, তাঁদের ঘোষিত নীতিই হল সারা দেশে বিজেপির বিরোধিতা আর এরাজ্যে তৃণমূলের দুর্নীতির বিরোধিতা।

Suvendu Adhikari : 'পাটনায় সীতারাম ইয়েচুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিশফ্রাই খেয়েছেন', তোপ শুভেন্দুর

বাম কর্মী-সমর্থকদের এবার বিজেপিকে ভোট দিতে আহ্বান শুভেন্দু অধিকারীর। 'পাটনায় সীতারাম ইয়েচুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিশফ্রাই খেয়েছেন। আপনাদের ভোট দেওয়া মানে চোর তৃণমূলকে ভোট দেওয়া। পশ্চিমবঙ্গে তৃণমূলের বি টিম সিপিএম এবং কংগ্রেস। দিল্লিতে কংগ্রেসের বি টিম হল তৃণমূল ও সিপিএম। কেরলে আবার মুখোমুখি সিপিএম এবং কংগ্রেস। একমাত্র বিজেপির কোনও সেটিং নেই।' হেড়িয়ায় প্রচারে গিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর।

Sukanta on Ballot Template : সংবিধান বহির্ভূত কাজ করছেন বলে রাজ্যপালকে পাল্টা আক্রমণে তৃণমূল

সংবিধান বহির্ভূত কাজ করছেন বলে রাজ্যপালকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। 

Governor on Election Commissioner : পাণ্ডবেশ্বরে ২ বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ, পুলিশের সঙ্গে কথা কাটাকাটি অগ্নিমিত্রার

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদ প্রার্থী সুজিত মুখোপাধ্যায়। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। ওসি-র হস্তক্ষেপে শেষপর্যন্ত অবরোধ উঠলেও, অভিযুক্তরা গ্রেফতার না হলে, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।

Sukanta on Ballot Template : 'ব্য়ালটের টেমপ্লেট থানার আইসিদের কাছে রাখা হচ্ছে', অভিযোগ সুকান্তর

পঞ্চায়েতের ভোটের আর একসপ্তাহ বাকি। এবার শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরীর পর ডবল ব্যালটের অভিযোগে নতুন মাত্রা যোগ করলেন সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, ব্যালট ছাপার পর তার টেমপ্লেট ধ্বংস করার নিয়ম থাকলেও, থানার আইসি-দের কাছে নিয়ম বহির্ভূতভাবে টেমপ্লেট রেখে দেওয়া হচ্ছে। সুকান্ত বলেন, 'ব্যালটের টেমপ্লেট ছাপা হয়ে যাওয়ার পর ধ্বংস করে দেওয়ার কথা। কিন্তু, সেই ব্য়ালটের টেমপ্লেট থানার আইসিদের কাছে রাখা হচ্ছে।'


হার নিশ্চিত বুঝে এসব অজুহাত দিচ্ছে বিজেপি, পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল।

Governor on Election Commissioner : 'কমিশনার যথেষ্ট যোগ্য আধিকারিক, কিন্তু সিস্টেমকেও যোগ্য হয়ে উঠতে হবে', বার্তা রাজ্যপালের

পঞ্চায়েত ভোট ঘোষণার ১৯ দিনের মধ্যেই রাজ্যে ১১ জনের মৃত্যু। শুধুমাত্র কোচবিহারেই মৃত্যু হয়েছে ২ জনের। সন্ত্রাস বিধ্বস্ত ক্যানিং ও ভাঙড়ের পর আজ কোচবিহারে রাজ্যপাল। কোচবিহার থেকেও হিংসার উদ্বেগজনক খবর আসছে। 'আমি আক্রান্তদের সঙ্গে দেখা করতে চাই'। 'রাজভবনকে ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি'। 'রাজভবনের শান্তিকক্ষকেও ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি'। 'মানুষ চাইলে রাস্তায় আমায় দাঁড় করিয়ে কথা বলতে পারবেন'। 'দুষ্কৃতীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে'। 'বাংলায় এই ধরনের হিংসা আর বরদাস্ত করা হবে না'। 'রাজ্য নির্বাচন কমিশনার যথেষ্ট যোগ্য একজন আধিকারিক'। 'কিন্তু সিস্টেমকেও যোগ্য হয়ে উঠতে হবে'। কোচবিহারে পৌঁছে কড়া বার্তা রাজ্যপালের


 

Madan on Governor : '১১ তারিখে দিল্লির টিকিট কাটতে হবে সি ভি আনন্দ বোসকে', দাবি মদনের

রাজ্যপালকে ফের বেলাগাম আক্রমণ মদন মিত্রর। ১১ তারিখে দিল্লির টিকিট কাটতে হবে সি ভি আনন্দ বোসকে, দাবি তৃণমূল বিধায়কের।

Kajal Seikh on BJP : 'যারা ধর্ম নিয়ে রাজনীতি করবে, তাদেরকে দেখে নেব', হুঁশিয়ারি কাজলের

অনুব্রতহীন বীরভূমে বিজেপিকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিলেন, তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী কাজল শেখ। নানুরের কর্মিসভা থেকে বললেন, 'খেলা হবে।' দিলেন দেখে নেওয়ার হুঁশিয়ারি। পাল্টা, জবাব দিয়েছে বিজেপিও। এদিন নানুরের বাসাপাড়ায় কর্মিসভা করে তৃণমূল। এখানে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল। তাঁদের উপস্থিতিতেই বিজেপির উদ্দেশে হুঁশিয়ারি দেন তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী। কাজল শেখ বলেন, 'যদি ধরতে পারে, রাতের অন্ধকারে, এখন কথাটা বলব না। তখন তোমরা বুঝতে পারবে। রাতের অন্ধকারে প্রচার করতে নয়। বিজেপির কাছে প্রচুর টাকা আছে। রাতের অন্ধকারে যারা আমার আদিবাসী সম্প্রদায়ের ভাই আছে, যাদের মধ্যে শিক্ষার হারটা কম আছে, তাদেরকে অর্থের প্রলোভন দেখিয়ে, মদে আসক্ত করে, ভুল পথে যারা পরিচালনা করবে, তাদেরকে দেখে নেওয়ার কথা বলেছি। যারা ধর্ম নিয়ে রাজনীতি করবে, তাদেরকে দেখে নেব, কথা বলেছি। দেখে নেবই।'


বিস্তারিত পড়ুন ; অনুব্রতহীন বীরভূমে এবার কাজলের গলায় 'খেলা হবে' হুঁশিয়ারি, কী বলছে বিজেপি ?

Panchayat Election Live Updates : শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে কড়া টক্কর দিতে পারে বিজেপি

শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে কড়া টক্কর দিতে পারে বিজেপি। তৃণমূল পেতে পারে ৩১ থেকে ৪১ আসন, বিজেপি ৩০ থেকে ৩৬ আসন। আভাস সি ভোটারের ওপিনিয়ন পোলে।

প্রেক্ষাপট

কলকাতা : রাজ্যের একাধিক জেলায় একাধিকবার গোষ্ঠীদ্বন্দ্ব খবর সামনে এসেছে। এমনকী দলের হুঁশিয়ারি উড়িয়ে নির্দল প্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন একাধিক তৃণমূল বিধায়ক। জেলায় জেলায় এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কি পঞ্চায়েতে তৃণমূলের ফল খারাপ হতে পারে? সি ভোটার সমীক্ষায় উঠে এসেছে, ৬৪ শতাংশ মনে করছেন হ্যাঁ। না মনে করছেন ২৫ শতাংশ। বলতে পারব না ১১ শতাংশ। 


হাওড়া জেলা পরিষদে মোট আসন ৪২টা। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, তৃণমূল পেতে পারে ২৭ থেকে ৩৫টা আসন। বিজেপি পেতে পারে ৫ থেকে ৯টা আসন। সিপিএম এবং কংগ্রেস পেতে পারে ৩ থেকে ৫টি আসন। এর আগের বছর, অর্থাৎ ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে হাওড়ার মোট আসন ছিল ৪০টা। এরমধ্যে তৃণমূল জয় করেছিল ৩৯টি আসনই। বিজেপি, সিপিএম ও কংগ্রেস... তিন দলেরই প্রাপ্ত আসনের সংখ্যা ছিল শূন্য। অন্যান্যরা পেয়েছিল মাত্র ১টি আসন।


আলিপুরদুয়ারে পঞ্চায়েত ভোটে তৃণমূলকে হারাতে বিরোধী ঐক্য! বিজেপি-সিপিএম-কংগ্রেসের পতাকা নিয়ে একসঙ্গে মিছিল! আলিপুরদুয়ারের বিবেকানন্দ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে এমনই নজিরবিহীন ছবি সামনে এল। সেখানে ১৫৪ নম্বর বুথে প্রার্থীই দেয়নি কোনও বিরোধী দল। বদলে নির্দল প্রার্থী বিউটি নাগকে সমর্থন করছে বিজেপি-সিপিএম-কংগ্রেস। চলছে নির্দল প্রার্থীর হয়ে প্রচার। এলাকার অনুন্নয়নকে সামনে রেখেই জোটবদ্ধ হয়েছেন বলে দাবি বিরোধীদের। এদের সঙ্গে মানুষ নেই, উন্নয়নের জন্য তৃণমূলকেই প্রয়োজন, দাবি শাসকদলের প্রার্থীর।


ফের পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। কাঁকসার তৃণমূল নেতার মাথায় পুলিশকর্মীর ছাতা ধরে থাকার ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা ট্যুইটে লেখেন, 'আরও এক উদাহরণ, যাতে বোঝা যাচ্ছে মমতা পুলিশ কতটা পক্ষপাতদুষ্ট। কিছু আধিকারিক আঞ্চলিক দল তৃণমূলের রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ করছেন, মনোনয়ন প্রত্যাহার না করায় কিছু জন বিজেপি প্রার্থীদের মারধর করছে এবং মঞ্চে তৃণমূল নেতা বক্তব্য রাখার সময় কেউ দাসের মতো ছাতা ধরে রাখে।' তিনি আরও লিখেছেন, 'একজন পুলিশকর্মী ছাতা ধরে আছেন, যখন পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের টিএমসি ট্রেড ইউনিয়ন নেতা প্রভাত চট্টোপাধ্যায় মঞ্চে রাজনৈতিক ভাষণ দিচ্ছেন।' অবাধ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে শুভেন্দু অধিকারী লিখেছেন, 'এটা ঘটছে যখন আদর্শ আচরণ বিধি জারি রয়েছে এবং আমরা আশা করি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও বাকি পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবে।' দেখতে হবে আদৌ উনি পুলিশকর্মী কিনা, পাল্টা তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.