নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোড়া চ্যালেঞ্জকে গ্রহণ করে বিজেপি জানিয়ে দিল, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলনেত্রী চাইলে বারাণসী থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। ভোটের লড়াইয়ে তিনি স্বাগত। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর ট্যুইটের জবাবে জানাল বিজেপি। শুধু তাই নয়, গেরুয়া শিবিরের তরফে এ-ও জানিয়ে দেওয়া হয়, তেমনটা হলে, মমতার নামে কখনই 'বহিরাগত' তকমা সেঁটে দেওয়া হবে না। 


গোটা ঘটনার সূত্রপাত গতকাল। গতকাল ছিল রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আর গতকালে ভোটের সকলের নজর ছিল নন্দীগ্রামে। এই আসনে জোর টক্কর চলছিল মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর একদা সহযোগী শুভেন্দু অধিকারীর মধ্যে। 


আরও পড়ুন:


WB Election 2021: "অন্য কোনও আসন থেকে দাঁড়াচ্ছেন না মমতা", জানিয়ে দিল তৃণমূল


ঠিক পার্শ্ববর্তী জেলায় জোর প্রচার চালাচ্ছিলেন নরেন্দ্র মোদি। হাওড়া উলুবেড়িয়াতে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে বৃহস্পতিবার জোর জল্পনা উস্কে দেন প্রধানমন্ত্রী। 


তিনি বলেন, দিদি নন্দীগ্রামে হারবেন বুঝে কি আপনি অন্য কোনও আসন থেকে লড়বেন? অতীতেও, নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ - একযোগে বারবার দাবি করছেন, নন্দীগ্রামে হারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তৃণমূল নেত্রী জোর গলায় ভবিষ্যদ্বাণীর সুরে বলে চলেছেন, শুধু নন্দীগ্রামে নয়, গোটা বাংলায় জিতবেন তিনিই! এরইমধ্যে বৃহস্পতিবার বাংলায় প্রচারে এসে, নন্দীগ্রামের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য কোনও আসন থেকে ভোটে দাঁড়ানোর জল্পনা উস্কে দেন নরেন্দ্র মোদি! 


 



 


এই ইস্যুতে তৃণমূল ইতিমধ্যেই মোদির বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারের অভিযোগে সরব হয়েছে। গতকালই, দলের সাংসদ সুখেন্দুশেখর রায় জানিয়ে দেন, মমতা কোনও দ্বিতীয় আসন থেকে লড়বেন না। কারণ, তিনি নন্দীগ্রামে জিতবেনই। সুব্রত মুখোপাধ্যায় বলেন, এই সব সিদ্ধান্ত এভাবে হয় না। ভুল রটাচ্ছে মোদি। ওরা এবার জ্যেতিষীর কাছে যাক।


নরেন্দ্র মোদির পাল্টা এবার তাঁর ওপরই চাপ তৈরির চেষ্টা করল ঘাসফুল শিবির। তৃণমূলের অফিসিয়াল হ্যান্ডেল থেকে ট্যুইট করে অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে বলা হয়েছে, দিদি নন্দীগ্রাম থেকে জিতছেনই। তাই অন্য কোনও আসন থেকে তাঁর লড়াইয়ের কোনও প্রশ্নই ওঠে না। নরেন্দ্র মোদি, আপনি বাংলার মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করুন, মনোনয়ন জমা দেওয়া শেষ হলেই, আপনার মিথ্যাচার প্রকাশ্যে এসে পড়বে। আপনি ২০২৪-এ নিজের জন্য নিরাপদ একটি আসন খুঁজে নিন। কারণ, আপনি বারাণসীতে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন।



শুধু তাই নয়। তৃণমূলল সাংসদ মহুয়া মৈত্র তো খুল্লমখুল্লা জানিয়ে দেন, জানতে চান মমতা দ্বিতীয় আসনে লড়ছেন কি না? মিস্টার প্রাইম মিনিস্টার, তিনি (মমতা) লড়বেন।  বারাণসী থেকে। প্রস্তুত থাকুন।



উত্তর দিতে দেরি করেনি বিজেপি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ বলেন, বারাণসীতে স্বাগত মমতা। আপনাদের ও আপনাদের নেত্রীর বিরুদ্ধে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক মাধ্য়মেই লড়াই হবে। আর হ্যাঁ, মমতাকে এখানে বহিরাগত তকমা শুনতে হবে না। বাংলায় আপনারা যেমন ১৪০ বিজেপি কর্মীকে হত্যা করেছেন, তেমন আপনাদের কোনও কর্মীকে হত্যা বা ঝুলিয়ে দেওয়া হবে না। 


প্রধানমন্ত্রী জল্পনা উস্কে দেওয়ার পর  মমতা বন্দোপাধ্যায় সম্ভবত আর দ্বিতীয় কোনও আসনে দাঁড়াবেন না।  আজ  নিউটাউনে  এক চা চক্রে যোগ দিয়ে এই দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।  তাঁর ব্যাখ্যা,  তৃণমূলনেত্রী দ্বিতীয় কোনও আসনে ভোটে দাঁড়ানোর কথা যদি ভেবেও থাকেন, নরেন্দ্র মোদি সেই জল্পনা উস্কে দেওয়ার পর সম্ভবত তিনি আর তা করবেন না।


পাশাপাশি, রাজ্য বিজেপির সহকারী ভারপ্রাপ্ত নেতা অমিত মালব্যও বলেন, তৃণমূল যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের বিষয়ে এতটাই নিশ্চিত হয়, তাহলে সরকারিভাবে ঘোষণা করুক। তিনি যোগ করেন, সত্য় হল, গতকাল তিনি নিজের পরাজয় নিশ্চিত জেনে একটি বুথে নিজেকে আটকে রেখে অযথা বিতর্ক সৃষ্টির মাধ্য়মে অজুহাত তৈরি করলেন।