কলকাতা : রাত পোহালেই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (By Election 2021)। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মোট ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হয়েছে। উৎসবের মধ্যে বাংলায় আরও এক ভোটযুদ্ধ। উত্তর ২৪ পরগনার খড়দা (Khardah), দক্ষিণ ২৪ পরগনার গোসাবা (Gosaba), নদিয়ার শান্তিপুর (Shantipur) ও কোচবিহারের দিনহাটায় (Dinhata) উপনির্বাচন। শুধু শান্তিপুরে লড়াই চতুর্মুখী, বাকি তিন কেন্দ্র ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। বিধানসভা ভোটে ৪ কেন্দ্রের স্কোরশিট ছিল ২-২। একঝলকে দেখে নেওয়া যাক চার কেন্দ্র ও সেখানকার প্রার্থীদের সম্পর্কে-


দিনহাটা- 


দিনহাটায় গড়রক্ষার লড়াইয়ে বিজেপির বাজি অশোক মণ্ডল। আসন ছিনিয়ে নিতে তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ। ফরওয়ার্ড ব্লকের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুর রউফ। 



খড়দা- 


উপনির্বাচনে এবার অন্যতম নজরকাড়া কেন্দ্র খড়দা। যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মন্ত্রিসভার এক সদস্য। খড়দায় তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপির হয়ে লড়ছেন জয় সাহা। বিধানসভা ভোটের সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস, উপনির্বাচনেও আছেন লড়াইয়ে।



শান্তিপুর- 


এখানেই একমাত্র লড়াই চর্তুমুখী। তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। লড়ছেন বাম ও কংগ্রেস প্রার্থীও।



গোসাবা- 


জল-জঙ্গল ঘেঁষা গোসাবাতেও লড়াই ত্রিমুখী। আসন ধরে রাখতে তৃণমূলের প্রার্থী সুব্রত মণ্ডল। বিজেপির প্রার্থী পলাশ রানা ও আরএসপি হয়ে লড়ছেন অনিলচন্দ্র মণ্ডল।