WB Election 2021: নিজের এলাকা পর্ণশ্রীতে কালো পতাকা শোভন-বৈশাখীকে
চার জায়গায় বিক্ষোভ দেখানো হল তাঁদের। কোথাও দেখানো হল কালো পতাকা। কোথাও শোভন-বৈশাখীকে দেখে খেলা হবে গান বাজানো হয়। পাল্টা জয় শ্রীরাম স্লোগান উঠল বিজেপির তরফ থেকে।
![WB Election 2021: নিজের এলাকা পর্ণশ্রীতে কালো পতাকা শোভন-বৈশাখীকে West Bengal Election 2021: BJP Leader Sovan Chatterjee facing protest near his home with Baisakhi Banerjee WB Election 2021: নিজের এলাকা পর্ণশ্রীতে কালো পতাকা শোভন-বৈশাখীকে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/28/53f67048c466468a619a8760cb413837_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: মহেশতলার পর এবার পর্ণশ্রী। এবার নিজের এলাকায় বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। আজ, রবিবার বিকেলের দিকে রোড শো ছিল শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই তাঁদের কালো পতাকা দেখানো হয়।
চার জায়গায় বিক্ষোভ দেখানো হল তাঁদের। কোথাও দেখানো হল কালো পতাকা। কোথাও শোভন-বৈশাখীকে দেখে খেলা হবে গান বাজানো হয়। পাল্টা জয় শ্রীরাম স্লোগান উঠল বিজেপির তরফ থেকে।
উল্লেখ্য, চলতি মাসেই মহেশতলায় কালো পতাকা দেখানো হয় শোভন চট্টোপাধ্যায়কে। শ্বশুরবাড়ির এলাকার পর নিজের এলাকা পর্ণশ্রীতেও ক্ষোভের মুখে পড়লেন শোভন-বৈশাখী। সাড়ে তিন বছর পর, ২ ফেব্রুয়ারি বেহালায় পা রেখেছিলেন স্থানীয় বিধায়ক তথা কলকাতা জোনের বিজেপি পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় ও সহ আহ্বায়ক বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেদিন তাঁদের রোডশো ছিল ডায়মন্ডহারবার রোডে। শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে অনেকটা দূরে।
আর এদিন একেবারে নিজের ওয়ার্ড, ১৩১- নম্বরের রবীন্দ্রনগরে সভা ছিল তাঁদের। সেখানে যাওয়ার পথেই বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়েন তাঁরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)