WB Election 2021 LIVE Updates: সারদাকাণ্ডে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ কর পুরকায়স্থকে তলব ইডির
West Bengal Assembly Election 2021 LIVE Updates: ঢাক নিয়ে প্রচার বিজেপি প্রার্থী বাবুলের
গরু পাচারকাণ্ডে এবার যুব তৃণমূল নেতার রাসবিহারীর বাড়ি বাজেয়াপ্ত করল ইডি। কেন্দ্রীয় সংস্থা সূত্রে দাবি, গরু ব্যবসায়ী এনামূল হকের থেকে ৬ কোটি টাকা নিয়ে শেয়ার কিনেছিলেন বিনয় ও বিকাশ মিশ্র।
সারদাকাণ্ডে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ কর পুরকায়স্থকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি।
ঢাক নিয়ে প্রচার বিজেপি প্রার্থী বাবুলের।
মহিলাদের পোশাক নিয়ে সচেতন থাকতে হবে। কোথায় যাচ্ছেন, সেই মেনেই পোশাক পরতে হবে। শ্রাদ্ধ বাড়ির পোশাক, আর ভিড় ট্রেনে ওঠার পোশাক। কোথায় কী পরবেন, পরিস্থিতি দেখে ঠিক করতে হবে। নারী-সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে ফের বিতর্কিত চিরঞ্জিত। রাজ্যে মহিলাদের যথেষ্ট সুরক্ষা আছে বলে তৃণমূল প্রার্থীর দাবি।
কোচবিহারের নাটাবাড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী মিহির গোস্বামীকে ‘দুর্যোধন’ বলে সম্বোধন করলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। সবার সব কথার জবাব মানুষই ভোটবাক্সে দেবে, পাল্টা বিরোধী শিবিরের যোদ্ধাকে কটাক্ষ নাটাবাড়ির বিজেপি প্রার্থীর।
প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিজেপির অন্দরে চলছে বিক্ষোভ। শুক্রবারও রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে রোষের আঁচ। অচিরেই বিক্ষোভ মিটবে, আশা বিজেপি নেতৃত্বের। আর এনিয়ে ফের কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।
বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন পার্থ চট্টোপাধ্যায়। টালিগঞ্জের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন অরূপ বিশ্বাস। ১০ এপ্রিল চতুর্থ দফায় টালিগঞ্জ, বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে ভোট
কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি পুলিশও থাকুক বুথে। এই মর্মে আজ নির্বাচন কমিশনে আবেদন জানাল তৃণমূল। একইসঙ্গে এখনও অবধি নির্বাচন কমিশনের আচরণ পক্ষপাতদুষ্ট বলে ফের সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। যথারীতি এই ইস্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল তরজা।
বেলগাছিয়ার তৃণমূল বিধায়কের স্বামীর নাম বিজেপির প্রার্থী তালিকায়। সেই তরুণ সাহাকে পাশে বসিয়ে বিজেপিকে নিশানা করলেন ফিরহাদ হাকিম।
তৃণমূলের পর এবার নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপি। বিকেল ৫ দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল।
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার এগরা, পটাশপুর ও মেচেদায় জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। মেচেদার সভায় তিনি বলেন, ‘শিক্ষকদের সংখ্যা দ্বিগুণ করা হবে। ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল কর্মী বাড়ানো হবে। কোনও বুথকর্মীকে যাতে কিনতে না পারে সেদিকে নজর রাখতে হবে। ভিভি প্যাট মেশিন ভালো করে দেখে নেবেন।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার এগরা, পটাশপুর ও মেচেদায় জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। মেচেদার সভায় তিনি বলেন, ‘এই বিজেপি স্বৈরাচারী দল। সব মানুষের জন্য কোভিডের টিকা দেয়নি। কেন্দ্রীয় সরকারের কাছে চাইলেও দেয়নি। আমরা বিনাপয়সায় মানুষকে টিকা দিতে চেয়েছিলাম।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার এগরা, পটাশপুর ও মেচেদায় জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। মেচেদার সভায় তিনি বলেন, ‘কৃষকদের জমি কেড়ে নিচ্ছে বিজেপি। অসমে ১৪ লক্ষ বাঙালির নাম বাদ দিয়েছে। দিল্লিতে হিংসায় বহু লোক মারা গেছে।’
ঝাড়গ্রামে বিনপুরের জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘বহিরাগতদের কাছে আত্মমর্পণ করবে না বাংলা। বাংলাকে ভাতে মারতে পারবে না দিল্লি। ১০ লক্ষ টাকা ৪ শতাংশ সুদে ছাত্ররা পাবে উচ্চশিক্ষার জন্য। একর প্রতি ১০ হাজার টাকা পাবে কৃষকরা।’
ঝাড়গ্রামে বিনপুরের জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘ বিজেপির সভায় কোটি কোটি টাকা খরচ করে লোক আনছে। ২০১৯ সালে বিজেপি ভুল বুঝিয়েছিল। বিজেপির উন্নয়নের অর্থ বেকারত্ব আর গণধর্ষণ। তৃণমূলের বাংলা প্রগতি, শান্তি, উন্নতির।’
ঝাড়গ্রামে বিনপুরের জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ২০১৪ থেকে ২০২১ সাল এই সাত বছর কেন্দ্র ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার। মোদিজি, আপনার রিপোর্ট কার্ড কোথায়?’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার এগরা, পটাশপুর ও মেচেদায় জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। পটাশপুরের সভায় তিনি বলেন, ‘বিজেপি কৃষক বিরোধী, মা-বোনদের ওপর অত্যাচারী সরকার। বামপন্থীদের দিয়ে ভোট নষ্ট করবেন না। কংগ্রেসকে দিয়ে ভোট নষ্ট করবেন না।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার এগরা, পটাশপুর ও মেচেদায় জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। পটাশপুরের সভায় তিনি বলেন, ‘ইভিএম মেশিনের দিকে খেয়াল রাখুন। ইভিএম খারাপ বলে নতুন মেশিন এলে আবার টেস্ট করুন। কেন্দ্রীয় বাহিনি যাই-ই বলুক ভোটবাক্স নিজেরা পাহারা দিন। আমরা এখানে জিতে দিল্লিতে পরিবর্তন আনব।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার এগরা, পটাশপুর ও মেচেদায় জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। পটাশপুরের সভায় তিনি বলেন, ‘বিজেপি সরকার কোনও উন্নয়ন করেনি। আমি চাই না আমার বাংলার কোনও মানুষের নাম বাদ যাক। আমি এরাজ্যে এনপিআর হতে দেব না।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার এগরা, পটাশপুর ও মেচেদায় জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। পটাশপুরের সভায় তিনি বলেন, ‘মানুষের জন্য স্বাস্থ্যসাথী কার্ড আমরা চালু করছি। আমরা থাকলে আবার দুয়ারে সরকার আসবে। কৃষকদের দশহাজার টাকা করে দেওয়া হবে। দ্বাদশের ছাত্র-ছাত্রীদের স্মার্ট ফোনের জন্য দশহাজার টাকা দেওয়া হচ্ছে।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার এগরা, পটাশপুর ও মেচেদায় জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। এগরার সভায় তিনি বলেন, ‘পায়ে চোট করে দিয়েছে, খুব যন্ত্রণা হয়। আমার যন্ত্রণা মা-বোনেদের হাতে ছেড়ে দিয়েছি। নির্বাচন এলেই বিজেপি বলে হরি হরি, পিছনে ডাকাতি করি। মাথায় তিলক লাগিয়ে বলছে একে-ওকে মারব। বাংলা বাংলায় থাকবে, এটা বিজেপির ঘর নয়।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার এগরা, পটাশপুর ও মেচেদায় জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। এগরার সভায় তিনি বলেন, ‘গদ্দাররা ছিল, অনেক বেইমানি করেছে, এবার আর হবে না। গদ্দাররা এবার বিজেপির প্রার্থী। বিজেপির পুরনো লোকেরা নেই, ঘরে বসে কাঁদছে। সিপিএমের হার্মাদ ও তৃণমূলের কিছু লোক বিজেপিতে গিয়ে ছড়ি ঘোরাচ্ছে। বিজেপিতে সুরক্ষিত নয় মহিলারা।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার এগরা, পটাশপুর ও মেচেদায় জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। এগরার সভায় তিনি বলেন, ‘তৃণমূল ক্ষমতায় এলে সব মহিলাকে এবার মাসে ৫০০ টাকা করে হাতখরচা। এবার থেকে স্টুডেন্ট কার্ড, ৪ শতাংশ হারে সুদে ১০ লক্ষ টাকা।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার এগরা, পটাশপুর ও মেচেদায় জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। এগরার সভায় তিনি বলেন, ‘বিনা পয়সায় রেশন পেতে আর যেতে হবে না, এবার পাবেন দুয়ারেই। আগামীতে কৃষকরা বছরে ১০০০০ টাকা করে পাবেন। স্বাস্থ্যসাথী কার্ডে ৫ লক্ষ টাকার চিকিৎসার সুবিধা পাবেন।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার এগরা, পটাশপুর ও মেচেদায় জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। এগরার সভায় তিনি বলেন, ‘বিনা পয়সায় রেশন পেতে আর যেতে হবে না, এবার পাবেন দুয়ারেই। আগামীতে কৃষকরা বছরে ১০০০০ টাকা করে পাবেন। স্বাস্থ্যসাথী কার্ডে ৫ লক্ষ টাকার চিকিৎসার সুবিধা পাবেন।’
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার এগরা, পটাশপুর ও মেচেদায় জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। এগরার সভায় তিনি বলেন, ‘নন্দীগ্রামে ভূমি আন্দোলনের শুরু। নন্দীগ্রামে এবার প্রার্থী আমি। অনেকে বলেছিল কেন নন্দীগ্রাম থেকে লড়ছ ? ‘আমি বলেছি, বাংলার যে প্রান্তেই যাই সেটাই আমার ঘর।’
আলিপুরদুয়ারে প্রার্থী বদল করেছে বিজেপি। আগে এই কেন্দ্রে অশোক লাহিড়ির নাম ঘোষণা করা হলেও পরে সুমন কাঞ্জিলালকে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করে। জেলা বিজেপি সভাপতির দাবি, নতুন প্রার্থীর নাম ঘোষণার পর ওই কেন্দ্রের বিজেপি নেতা কর্মীদের মধ্যে ভালই সাড়া পড়েছে। এর আগে যাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছলি, সেই অশোক লাহিড়ির রাজ্যের ভোটার তালিকায় নাম নেই বলে বিজেপি সূত্রে খবর।
কসবায় এবার সংযুক্ত মোর্চার তরফে সিপিএমের প্রার্থী শতরূপ ঘোষ। আজ সকালে তিনি ঢাকুরিয়ার ব্যানার্জি পাড়া এলাকায় প্রচার করেন। পায়ে হেঁটে প্রচার সারেন সিপিএম প্রার্থী। তাঁর দাবি, এলাকার মানুষ তাঁকে চেনেন। প্রচারে ভালই সাড়া পাচ্ছেন।
রাসবিহারী কেন্দ্রে এবার প্রার্থী বদল করেছে তৃণমূল। শোভনদেব চট্টোপাধ্যায়ের বদলে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবাশিস কুমার। আজ সকালে তৃণমূল প্রার্থী রাসবিহারী কেন্দ্রের টালিগঞ্জ রোড এলাকায় প্রচার করেন। পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
বেলেঘাটা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী পরেশ পাল সকালেই বেরিয়ে পড়েন প্রচারে। সুভোষ সরোবরে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথা বললেন তিনি। খোঁজ নেন তাঁদের সুবিধা অসুবিধার।
মানিকতলা বিধানসভা কেন্দ্রে এবার সংযুক্ত মোর্চার তরফে সিপিএমের প্রার্থী রূপা বাগচী। তিনি আজ শ্যামবাজার এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন।
সাগর বিধানসভা কেন্দ্রে এবার সংযুক্ত মোর্চার তরফে সিপিএম প্রার্থী মুকুলেসুর রহমান। এবারই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আজ কয়েকশো কর্মী সমর্থক নিয়ে সাগর বিধানসভার মৌসুনী দ্বীপে প্রচার করেন।
গোসাবা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বরুণ প্রামাণিক আজ হুডখোলা গাড়িতে প্রচার করেন। গোসাবার বালি দ্বীপে প্রচার করেন বিজেপি প্রার্থী।
বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় আজ প্রচার করলেন রাজা রামমোহন রায় রোড, পঞ্চাননতলা এলাকায়। গাড়িতে করে প্রচার করেন তিনি। তাঁর দাবি, প্রচারে ভালই সাড়া পাচ্ছেন।
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্ট প্রচার সেরে ফেরার পথে তাঁর গাড়ির ওপর হামলা হয়। গাড়ির কাচ ভাঙে। গতকাল রাত ১০টা নাগাদ বেলদা থানা এলাকার রামা গ্রামে ওই ঘটনা ঘটে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই দলীয় প্রার্থীর গাড়ির ওপর হামলা চালিয়েছে। ঘটনায় দলের এক কর্মী আহত হয়েছে বলে দাবি তৃণমূলের। পাল্টা বিজেপির অভিযোগ, তৃণমূল প্রার্থীই দলবল নিয়ে তাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। ভাঙচুর করা হয়েছে একটি দোকানে। বিজেপির দাবি, দলের এক কর্মী আহত হওয়ায় তাঁকে বেলদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’পক্ষই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে।
প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষে এবার কোচবিহারে দলবদল। বুনিয়াদপুরে দলীয় অফিসে তাণ্ডব চালালেন বিজেপি কর্মীরা। এনিয়ে জানতে চলে যাব কোচবিহার স্টুডিওয় মনিকার কাছে।
মোতিউর রহমানকে হরিশ্চন্দ্রপুরে বিজেপি প্রার্থী করায় ফুঁসছেন বিজেপি কর্মীরা। প্রতিবাদে বিজেপি পার্টি অফিস ভাঙচুর চালান দলীয় কর্মীরা। খুলে ফেলা হয় দলের পতাকা। রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রে পার্থসারথি চট্টোপাধ্যায়কে প্রার্থী করায় দলীয় অফিসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
শুধু কলকাতা নয়, বিজেপির প্রার্থী তালিকা অসন্তোষ তীব্র হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে। নিজেদের অফিসে ভাঙচুর চালালেন বিজেপি কর্মীরা। কেন এত ক্ষোভ জেনে নেব বহরমপুর স্টুডিও থেকে।
পঞ্চম থেকে অষ্টম দফার বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরপরই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্ষোভের আগুন। কোথাও দলের পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিলেন বিজেপি কর্মীরা। কোথাও প্রার্থী বদলের বিরোধিতায় উঠল স্লোগান। যদিও বিক্ষোভ আমল দিচ্ছে না বিজেপি।
প্রেক্ষাপট
মালদা, জলপাইগুড়ি থেকে জগদ্দল, দুর্গাপুর। প্রার্থী তালিকা ঘোষণা হতেই জেলায় জেলায় বিজেপি কর্মীদের বিক্ষোভ। পার্টি অফিস ভাঙচুর। দলের সব পদ ছাড়লেন তপন শিকদারের ভাইপো সৌরভ।
কলকাতার ২ কেন্দ্র নিয়ে অস্বস্তিতে বিজেপি। আপত্তি সত্বেও প্রার্থী, দাবি চৌরঙ্গীর প্রার্থী শিখা মিত্রের। বিজেপিতেই যোগ দিইনি, দাবি কাশীপুরের তৃণমূল বিধায়কের স্বামী তরুণ সাহার। সমন্বয়ের অভাব মানলেন রাহুল।
ভবানীপুরে রুদ্রনীলকে দাঁড় করিয়ে চমক দিল বিজেপি। বেহালা পশ্চিমে প্রার্থী হওয়ার পরেই দেওয়াল লিখন শ্রাবন্তীর। বরানগরে পার্নো। আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা, বালিতে বৈশালী, মানিকতলায় কল্যাণ চৌবে।
কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থী মুকুল রায়, বীজপুরে শুভ্রাংশু। ভাটপাড়ায় অর্জুন-পুত্র পবন। শান্তিপুরে জগন্নাথ, বিধাননগরে সব্যসাচী, হাবড়ায় রাহুল, রাজারহাটে শমীক। নাটাগুড়িতে মিহির, কালনায় বিশ্বজিৎ।
বঙ্গের ভোটের প্রচারেও এবার পুলওয়ামা, বাটলা হাউসের প্রসঙ্গ টেনে মমতাকে আক্রমণে মোদি। কিছু না পেয়ে সেনার আশ্রয়, খোঁচা তৃণমূলের।
ভোট লুঠ করতে বিজেপির নেতারা বেরিয়েছে। লুঠেরা এলে হাতা-খুন্তি নিয়ে তেড়ে যান, গড়বেতায় হুঙ্কার মমতার।
পুরুলিয়ার সভা থেকে তৃণমূল-মাও যোগে আক্রমণে প্রধানমন্ত্রী। মাওবাদীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ। হিংসার পথ থেকে মূল স্রোতে মাওবাদীদের ফিরিয়েছেন তো মমতাই, অভিযোগ উড়িয়ে পাল্টা ফিরহাদ।
ভোটের আগেই রণক্ষেত্র নন্দীগ্রাম। দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। শুভেন্দু সোনাচূড়া ছাড়তেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ। দু’পক্ষের বেশ কয়েকজন আহত। প্রতিবাদে অবরোধ।
ঘাটালে আক্রান্ত বিজেপি প্রার্থী। লাঠি, জুতো দিয়ে মারধর। পায়ের ক্ষতে এখনও জমে রক্ত। গড়বেতার সভায় নিজেই জানালেন মুখ্যমন্ত্রী। ৭দিন পরে নন্দীগ্রামের ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ ফরেন্সিকের।
ভোটের মুখে অর্জুন সিংয়ের বাড়ির কাছে বোমাবাজি। পুরুলিয়ার সভা থেকে হুঙ্কার মোদির। মিথ্যে তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা, পাল্টা জ্যোতিপ্রিয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -