WB Election 2021 Voting LIVE: সব রোড শো-র্যালিতে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের
West Bengal Election 2021, Sixth Phase Voting Percentage LIVE Updates: আজ রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন। ৪ জেলার মোট ৪৩টি আসনে ভোট হবে। উত্তর ২৪ পরগনার ১৭, পূর্ব বর্ধমানের ৮, উত্তর দিনাজপুর ও নদিয়ার ৯টি আসনে ভোটগ্রহণ। ৪ জেলার এক তৃতীয়াংশেরও বেশি বুথ অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।
সব রোড শো-র্যালিতে নিষেধাজ্ঞা কমিশনের। আজ সন্ধে ৭টা থেকে সমস্ত রোড শো, পদযাত্রায় নিষেধাজ্ঞা। বাইক, সাইকেল র্যালিতেও আজ থেকে কমিশনের নিষেধাজ্ঞা। সামাজিক দূরত্ব মেনে সভা করা যাবে সর্বোচ্চ ৫০০জনকে নিয়ে। আগে দেওয়া সমস্ত র্যালির অনুমতিও বাতিল, জানাল কমিশন।
বাগদায় গুলি চালিয়েছে পুলিশ, জানাল কমিশন। বাগদার ঘটনায় কমিশন জানিয়েছে, হামলাকারীদের থেকে বাঁচতেই গুলি চালানো হয়েছিল।
লাফিয়ে বাড়ছে করোনা। কী প্রস্তুতি শেষ দু দফার ভোটে? আগামীকাল সপ্তম ও অষ্টম দফা নিয়ে জরুরি বৈঠকে বসবে কমিশন। আগামীকাল সিইও-র সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ।
পিপিই কিট পরে ভোট দিলেন করিমপুরের করোনা আক্রান্ত বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ। কেঁচুয়াডাঙা প্রাথমিক বিদ্যালয়ে তিনি ভোট দেন।
কাল রাজ্যে প্রচারে আসছেন না নরেন্দ্র মোদি। ‘করোনা পরিস্থিতি পর্যালোচনায় কাল উচ্চ পর্যায়ের বৈঠক। সেই বৈঠকের কারণেই বাংলা সফর বাতিল’, ট্যুইট করে জানালেন প্রধানমন্ত্রী। তবে, ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখার সম্ভাবনা। এদিকে, আজ দুটি সভা বাতিল করে দিল্লি ফিরেছেন অমিত শাহ। গাজোল ও দুর্গাপুরের সভা বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
দিদি এখন কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করছেন। বাংলায় শান্তিতে ভোট হচ্ছে। ষষ্ঠ দফাতেই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বিজেপি। মালদার চাঁচলের জনসভা থেকে দাবি অমিত শাহর। কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে কয়েকটি আসন পেতে পারে বিজেপি, ২৯৪টি আসন নয়। বাংলায় বিজেপি জিততে পারবে না, পাল্টা মমতা।
অশোকনগরের ট্যাংরায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বুথের সামনে বোমাবাজি। ভোট কর্মীদের বাস ভাঙচুর। তৃণমূল প্রার্থীর দাবি, সিআরপিএফ গুলি চালায়। তৃণমূলের দুই কর্মী গুলিবিদ্ধ হন বলে অভিযোগ। অশোকনগরে গুলি চলেনি, জানাল কমিশন।
বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৭৯.০৯ শতাংশ। নির্বাচন কমিশনের তরফে এমনটাই জানানো হয়েছে। জেলাওয়াড়ি হার-- উত্তর দিনাজপুর - ৭৭.৭৬ শতাংশ। নদিয়া - ৮২.৬৭ শতাংশ। উত্তর ২৪ পরগনা - ৭৫.৯৪ শতাংশ। পূর্ব বর্ধমান - ৮২.১৫ শতাংশ।
শেষের মুখে ভোট, এখনও পোস্টাল ব্যালট না মেলার অভিযোগ।ভাটপাড়ায় কমিশনের অফিসের বাইরে আশা কর্মীদের বিক্ষোভ
ফের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ।বিজেপিকে ভোট না দেওয়ায় ভোটারদের ‘মারধর’। ভয় দেখানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।হাবড়া বিধানসভা এলাকার ৭ নম্বর বুথের ঘটনা।ঘটনাস্থলে তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। অন্যদিকে, ৫৪ ও ৫৫ নম্বর বুথ দখলের চেষ্টার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।
কাঁচরাপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর। বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায় হেরে যাবেন, এই ভয়েই হামলা চালিয়েছে গেরুয়া শিবির। অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিকের। পাল্টা শুভ্রাংশুর দাবি, তৃণমূল কর্মীরাই প্রথমে হামলা চালিয়েছে। তারই প্রতিবাদে স্থানীয় মানুষ ভাঙচুর চালিয়েছেন।
উত্তর দমদম পুরসভায় বিজেপি ও তৃণমূল কর্মীদের হাতাহাতি। উত্তেজনা। বিষরপাড়ায় ছাপ্পা ভোটের অভিযোগ ঘিরে অশান্তি।
বাগদার ৩৫ নম্বর বুথে গুলি চালানোর অভিযোগ।পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ।৩ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ। বেপরোয়া লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ স্থানীয়দের।
কালিয়াগঞ্জে তৃণমূল বুথ এজেন্টকে মারধর। হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পুলিশকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। হামলার অভিযোগ ওড়াল বিজেপি।
দুপুর তিনটে পর্যন্ত চার জেলায় ভোটদানের হার ৭০.৪২ শতাংশ। দক্ষিণ দিনাজপুরে ৭১.৯৬ শতাংশ, নদিয়ায় ৭৪.০১ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৬৫.০৮ শতাংশ ও পূর্ব বর্ধমানে ৭৫.২০ শতাংশ ভোট পড়েছে।
কাঁচরাপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর। অভিযোগ বিজেপির দিকে। রাস্তায় ফেলে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। বিজেপির অভিযোগ, তাদের কর্মীদের আগে মারধর করা হয়। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়।
খড়দার বন্দিপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর। হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপির পাল্টা দাবি, ভোটদানে বাধা দেয় তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করায় তাদের উপরেই হামলা চালানো হয়, দাবি বিজেপি কর্মীদের। এক বিজেপি এজেন্টের মাথা ফেটেছে বলে দাবি বিজেপির
টিটাগড়ের মিলনগড়ে দফায় দফায় বোমাবাজির অভিযোগ।বোমাবাজিতে আহত ৩ জন বিজেপি সমর্থক।তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ বিজেপির।বিজেপির ক্যাম্প অফিসও ভাঙচুরের অভিযোগ। এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
পূর্বস্থলী দক্ষিণের খড়শগ্রামের কালীবালা হাইস্কুলের ১২৫ নম্বর বুথে ইভিএম বিভ্রাট। প্রথমবার খারাপ হয়ে য়াওয়ার পর পাল্টে আনা হয় নতুন ইভিএম। সেটিও খারাপ হয়ে যায়। অগত্যা ঘণ্টাদুয়েক লাইনে দাঁড়িয়ে ভোট না দিয়েই ফিরে যান ভোটাররা।
কৃষ্ণনগর উত্তরের কালীনগরে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর। কমিশনে অভিযোগ দায়ের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও করেছেন তিনি।
দুপুর ১টা পর্যন্ত ৪ জেলায় ভোটদানের হার – ৫৭.৩০ শতাংশ।নদিয়ায় ৫৯.০১ শতাংশ, উত্তর দিনাজপুরে ৬০.৪৫ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৫১.৯৬ শতাংশ, পূর্ব বর্ধমানে ৬২.৭২ শতাংশ ভোট পড়েছে।
কেতুগ্রামের খাসপুরে বিজেপি প্রার্থীকে বুথে আটকে রাখার অভিযোগ।বিজেপি প্রার্থী মথুরা ঘোষকে বুথে আটকে রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।কেন্দ্রীয় বাহিনী গিয়ে উদ্ধার করল প্রার্থীকে, গ্রেফতার তৃণমূল কর্মী।
কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়কে ঘিরে 'জয় শ্রীরাম' স্লোগান, বিজেপি কর্মীদের বিক্ষোভ। বহিরাগতদের এনেছেন এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি। পরিকল্পনামাফিক বিক্ষোভ, দাবি তৃণমূল প্রার্থীর।
ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা।
বাদুড়িয়ায় কংগ্রেসের এজেন্টকে বুথে বসতে ‘বাধা’।তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ কংগ্রেসের।কংগ্রেসের অভিযোগ অস্বীকার তৃণমূলের।
অশোকনগরের ট্যাংরায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বুথের সামনে বোমাবাজি, ভোট কর্মীদের বাস ভাঙচুর। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তৃণমূল প্রার্থীর। ২ তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি। তাঁদের বারাসতে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। অশোকনগরে গুলি চলেনি, জানাল কমিশন।
গ্রামবাসীরা ভোট দিতে পারছেন না। সংশ্লিষ্ট দুটি বুথে ৭০০ ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে খুবই কম ভোটার ভোট দিতে পেরেছেন বলে অভিযোগ। এই অভিযোগে গলসিতে বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাসের অবস্থান বিক্ষোভ।
জগদ্দল বিধানসভার ক্ষুদিরাম কলাবাগান এলাকার ৭০-এ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট বিজয় রায়কে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীকে জানিয়েও কাজ হয়নি বলে দাবি বিজেপি পোলিং এজেন্টের। ঘটনাস্থলে যাচ্ছেন জগদ্দলের বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
হেমতাবাদের শেরপুর লাইনপাড়া এলাকায় ব্রিজের দাবিতে ভোট না দেওয়ার সিদ্ধান্ত ১২৯ ও ১২৯-এ বুথের হাজারখানেক ভোটারের। দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও কাজ হয়নি, তাই ভোট না দেওয়ার সিদ্ধান্ত।
মঙ্গলকোটে গুলি-বোমাবাজির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে গুলি-বোমাবাজির অভিযোগ বিজেপির।
বুথ দখলের জন্য বীরভূম থেকে তৃণমূল দুষ্কৃতী পাঠাচ্ছে বলে অভিযোগ বিজেপির। ঘটনাস্থলে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী।
মঙ্গলকোটের নিগন পূর্বপাড়ায় বিজেপির পোলিং এজেন্টকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ তৃণমূলের বিরদ্ধে। পোশাক ছিঁড়ে দেওয়া হয়। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
মঙ্গলকোটের বাড়গ্রামের ৯ নম্বর বুথে মারধরে মাথা ফাটল তৃণমূল পোলিং এজেন্টের। খেতে বেরনোয় বুথের বাইরে দেখতে পেয়ে বিজেপি কর্মীরা মারধর করে বলে অভিযোগ। গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
সকাল ১১ টা পর্যন্ত সামগ্রিক ভোটের হার ৩৭.২৭ শতাংশ।
নদিয়ায় ৩৮.১১ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ৪৯.৯৭ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৩২.৮৮ শতাংশ ও পূর্ব বর্ধমানে ৪১.০৪ শতাংশ ভোট পড়েছে।
জগদ্দলের মেঘনা জুটমিল মজদুর ক্লাব বুথে সকাল থেকে তৃণমূলের ৭ এজেন্টের খোঁজ মিলছে না বলে দাবি। তৃণমূল প্রার্থীর অভিযোগ, নেপথ্যে বিজেপির হাত রয়েছে। ওই এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছিল। ঘটনাটি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ব্যারাকপুরের শাঁখারিপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল ক্যাম্প অফিস থেকেই উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ।
আমডাঙার রংমহলে বুথের কিছুটা দূরে বোমা উদ্ধার।বুথ থেকে ২০০ মিটার দূরে ৩টি তাজা বোমা উদ্ধার।ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ।
দমদম উত্তরের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ।নিউ ব্যারাকপুরে তন্ময় ভট্টাচার্যকে ঘিরে বিজেপি কর্মীদের।ভোটারদের প্রভাবিত করার অভিযোগে বিক্ষোভ। তন্ময় ভট্টাচার্যের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ‘সকলকে নমস্কার করেছি, এটাই বাঙালির সংস্কার’, প্রতিক্রিয়া তন্ময় ভট্টাচার্যর।
পূর্বস্থলীতে বুথের মধ্যে ‘জয় শ্রীরাম’ স্লোগান! তৃতীয় পোলিং অফিসারের ‘জয় শ্রীরাম’ স্লোগান।অভিযুক্ত পোলিং অফিসারকে সরিয়ে দিল কমিশন।
ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত গলসির মনোহর সুজাপুর গ্রাম। আতঙ্কিত ভোটারদের বুথে নিয়ে গেল পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। তাঁদের বাড়িতে নিরাপত্তা দিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।
বীজপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর-মারধর।বিজেপি কর্মীকে বেধড়ক মার, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।
বিজেপি কর্মীর বয়ষ্ক মাকেও বেধড়ক মারধর। ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।
পূর্ব বর্ধমানে কেতুগ্রামে অশান্তি। কেতুগ্রামের বামুনডিতে বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ।তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপির। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ, ইটবৃষ্টি উত্তেজিত জনতার। পরে পুলিশ ও কেন্দ্রী বাহিনী গিয়ে বিশৃঙ্খলাকারীদের তাড়া করে।
সকাল ৯ টা পর্যন্ত সামগ্রিকভাবে ভোট পড়েছে ১৭.১৯ শতাংশ।উত্তর দিনাজপুরে ১৮.৮৪ শতাংশ,
নদিয়ায় ১৮.২০ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ১৪.৮২ শতাংশ ও পূর্ব বর্ধমান-১৮.৯৩ শতাংশ ভোট পড়েছে।
করিমপুরে ভোট দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
চাপড়ার এলেমনগরে বুথের কাছে গ্রেফতার সন্দেহভাজন। অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি।প্রথমে সন্দেহভাজনকে আটক করে কেন্দ্রীয় বাহিনী। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
আমডাঙায় আইএসএফ কর্মীদের হুমকি দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে আসেন আইএসএফ প্রার্থী।
ব্যারাকপুরের লালকুঠি এলাকায় রাজ চক্রবর্তীকে ‘গোব্যাক’ স্লোগান। তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে ঘিরে বিজেপি কর্মীদের ‘গোব্যাক’ স্লোগান
হিংসা-মুক্ত হল না ষষ্ঠ দফার ভোটও। ভোটের আগে রাতে চোপড়ার খুনিয়া এলাকায় দুষ্কৃতী তাণ্ডব। ভোটারদের সন্ত্রস্ত করতে ৭-৮টি জায়গায় গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাস্তায় পড়ে গুলির খোল। এমনকি এক ভোটারের বাড়ি লক্ষ্য করেও গুলি চালানো হয় বলে অভিযোগ। দরজা ভেদ করে গুলি ঢুকলেও কেউ হতাহত হননি। ঘটনাস্থলে এখনও কেন্দ্রীয় বাহিনী না পৌঁছনোয় ভোট দিতে যেতে ভয় পাচ্ছেন গ্রামবাসীরা। কোনও গুলি চলার ঘটনা ঘটেনি জানাল কমিশন।
পূর্ব বর্ধমানে কেতুগ্রামে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ।বুথের বাইরে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা ঘিরে উত্তেজনা।
আউশগ্রামের প্রতাপপুরে পুলিশকে হুমকি তৃণমূল নেতা অরূপ মিদ্যার। ৩ দিন পর আমাদের সরকার আসবে, তখন আপনাকে দেখে নেব। এটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। শীতলকুচি করার ইচ্ছে আছে? আমাদের গ্রামে ভোট মানে উত্সব। হুঁশিয়ারির সুরে মন্তব্য তৃণমূল নেতার
আমডাঙার বইচগাছিতে আইএসএফ প্রার্থীকে বুথে ঢুকতে ‘বাধা’। তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ আইএসএফ প্রার্থীর। আইএসএফ সমর্থকদেরও ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ।এ ব্যাপারে তৃণমূলের অভিযোগ, অশান্তিতে প্ররোচনা দিচ্ছে আইএসএফ।
খড়দার কল্যাণনগরে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ।বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের ভূমিকায় ক্ষোভ বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত।
বিজেপির সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত গলসির মনোহর সুজাপুর গ্রামে। অভিযোগ, ২১৩ ও ২১৪ নম্বর বুথে বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার পাশাপাশি, এক বিজেপি কর্মীকে মারধর করা হয়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী।
ভোট ঘিরে অশান্তি উত্তর দিনাজপুরের চোপড়ায়। চোপড়ায় ভোটারের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গভীর রাতে গুলি চলে বলে খবর। এখনও ঘটনাস্থলে পৌঁছয়নি কেন্দ্রীয় বাহিনী।
ভোটের দিন সকালে হাবড়া বিধানসভার জমিদারগেট এলাকায় উদ্ধার অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত মৃতদেহ। খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মাথার পিছনে গুরুতর আঘাত রয়েছে বলে খবর। স্থানীয়দের ধারনা, কেউ ওই ব্যক্তিকে খুন করে ফেলে দিয়ে গেছে। ব্যক্তিগত আক্রোশ নাকি রাজনৈতিক কারণে খুন খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার রিপোর্ট চাইল কমিশন।
ইটাহারে বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন। বড়সড় অশান্তির কোনও খবর নেই।
চাপড়া বিধানসভার মহেশনগরে তৃণমূলের ক্যাম্প অফিস থেকে চা-জলখাবার খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল কর্মীরা চা-জলখাবার বিলি করছিলেন। পুলিশ পৌঁছতেই সকলে পালিয়ে যায়।
চাপড়া বিধানসভার বড় আন্দুলিয়ায় বেআইনি জমায়েত হঠাতে সকাল থেকে অভিযান চালায় পুলিশ।
ভাটপাড়ায় ছেলে পবন সিংহকে সঙ্গে নিয়ে ভোট দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ
কাঁচরাপাড়ায় ভোট দিলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায়
প্রথমবার ভোটে লড়ছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। ভোটের দিন সকাল থেকেই বেরিয়ে পড়েছেন তিনি। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রাজ।
বনগাঁ উত্তর বিধানসভায় দলীয় পতাকা দিয়ে ক্যাম্প অফিস সাজানোর সময় তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটে বনগাঁ পুর এলাকার ১০৭ নম্বর বুথে। তৃণমূলের দাবি, মারধরে জখম তাদের এক কর্মী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়িতে ঢুকেও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ।
ভোট শুরু হতে না হতেই বীজপুরে অশান্তি। কাঁচরাপাড়ায় তৃণমূল নেতাকে মার, ফাটল মাথা। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
দমদম উত্তরের পদ্মপুকুর এলাকায় বিজেপির ব্যানার, ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। গতকাল রাতের ঘটনা। এনিয়ে উত্তেজনা ছড়ায়। বামেদের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
দমদম উত্তরের ফতুল্লাপুরে ৭০ ও ৭১ নম্বর বুথে বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের। খবর পেয়ে সেখানে গিয়ে এজেন্টকে বুথে বসান বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার।
ভোটের আগের রাতে আমডাঙায় বোমাবাজি। গতকাল মাঝরাতে সাধনপুর গ্রাম পঞ্চায়েতের রাহানা ১ নম্বর এলাকায় রাতভর বোমাবাজি হয়। স্থানীয়দের দাবি, প্রায় ১০-১২টি বোমা ফাটানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আমডাঙা থানার পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভার সবকটি কেন্দ্রই স্পর্শকাতর। এই পরিস্থিতিতে সুষ্ঠু ও অবাধ ভোট করানো নির্বাচন কমিশনের পক্ষে বড় চ্যালেঞ
খড়দার রুইয়ায় ২ বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
ভোট শুরুর আগেই বিভিন্ন বুথে ভোটারদের লাইন চোখে পড়েছে।
ভোটের আগের রাতে অশান্ত নদিয়ার নবদ্বীপ। গতকাল নবদ্বীপ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিজেপির যুব মোর্চার কার্যালয়ে হামলা ও কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই বিজেপি কর্মী। অন্যদিকে, তৃণমূলের দাবি এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। মত্ত অবস্থায় বিজেপি যুব মোর্চার কর্মীরা হুমকি দিতে শুরু করায় স্থানীয় বাসিন্দারা প্রতিরোধ গড়ে তোলে। পালানোর সময় পড়ে গিয়ে ২ বিজেপি কর্মী আহত হন বলে শাসক শিবিরের দাবি।
সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু।
প্রেক্ষাপট
ভোট ষষ্ঠীতে উত্তর ২৪ পরগণা, নদিয়া, পূর্ব বর্ধমান ও উত্তর দিনাজপুর, এই ৪ জেলার মোট ৪৩টি আসনে ভোটগ্রহণ।
উত্তর ২৪ পরগনায় ১৭টি আসন, নদিয়ায় ৯টি আসন, পূর্ব বর্ধমানের ৮টি আসন ও উত্তর দিনাজপুরের ৯টি আসনে ভোট।
জেলাভিত্তিক যে যে বিধানসভায় ভোটগ্রহণ-
উত্তর ২৪ পরগনা (১৭)-
বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর।
নদিয়া (৯)-
করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ।
পূর্ব বর্ধমান (৮)-
ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।
উত্তর দিনাজপুর (৯)-
চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -