কলকাতা : ২০২১-এর বিধানসভা ভোটের পর, ২০২৪-এর লোকসভা নির্বাচনেও গেরুয়া নয়, বাংলায় উঠল সবুজ ঝড়। লক্ষ্যমাত্রার বহু দূরেই থামল বিজেপির আসন সংখ্যা। ৩০ আসনকে টার্গেট করে এগিয়ে যাওয়া বিজেপি দুপুর ১২ টায় ১০ আসনে ভোট সংখ্যায় এগিয়ে রইল। বিজেপির বড় বড় নেতারা পিছিয়ে পড়লেন বাংলায়। দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার, দেবশ্রী চৌধুরী থেকে লকেট চট্টোপাধ্যায়, সকলেই তৃণমূল প্রার্থীদের থেকে রইলেন পিছিয়ে। আর বেশ কিছু কেন্দ্রে বিরাট ব্যবধানে এগিয়ে রইলেন তৃণমূল প্রার্থীরা।
আরও পড়ুন :
রাজ্যের ৪২ আসনের রায় কার পক্ষে, কার বিপক্ষে? ভোট গণনার লেটেস্ট আপডেট
দুপুর ১২ টার হিসেব অনুসারে, বসিরহাটে ১ লক্ষ ৪২ হাজারের বেশি ভোটে এগিয়ে রইলেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল । এমনকী সন্দেশখালি বিধানসভা কেন্দ্রেও এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী। ডায়মন্ড হারবারে ১ লক্ষ ৭৮ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, যাদবপুরে ৪৫ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। জয়নগরে ৫১ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। মথুরাপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী বাপি হালদার। উত্তর কলকাতায় ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। কলকাতা দক্ষিণে ৬৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মালা রায়। কৃষ্ণনগরে ৫৩ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র । হাওড়ায় ২১ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়ায় ১৬ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। তৃণমূলের এই সাফল্যের পর দিকে দিকে শুরু হয়েছে সবুজ আবির খেলা। উল্লাসে মেতেছে ঘাসফুল শিবির। জয় বাংলা স্লোগানে মেতে উঠেছে জেলা-জেলার তৃণমূল সমর্থকরা।
দুপুর ১২ টা অবধি ট্রেন্ড যা বলছে, আগেরবার নিজেদের পাওয়া আসনেরও, ধারেকাছে পৌঁছোতে পারছে না বিজেপি। ভোটের ময়দানে বলে বলে বিজেপিকে গোল দিয়েছে তৃণমূল। ২০১৯ এর ভোটে একেবারে তৃণমূলের ঘাড়ের কাছে উঠে এসেছিল বিজেপি। সেখানে এবার দুই অঙ্কের আশেপাশে ঘুরছে মোদি, অমিত শাহর দল। ঊনিশের লোকসভা ভোটের সাফল্যের মুখ দেখার পর একুশের বিধানসভা ভোটে বিজেপির ফল খারাপ হয়েছিল। অর্থাৎ আশানুরূপ জায়গায় পৌঁছতে পারেনি, এবার লোকসভা ভোটে তার চেয়েও আরও নিচে নেমে যাবে কি পদ্মশিবির? কিছুক্ষণেই স্পষ্ট হবে ছবিটা।