West Bengal Lok Sabha Election 2024 Phase 6 Voting Live Updates : রেমালের জের, শিয়ালদা দক্ষিণ শাখায় রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বাতিল বেশকিছু লোকাল ট্রেন
WB Lok Sabha Election 2024 Phase 6 Voting Live : আজ ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর, ৮টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ।
রেমালের জেরে বেশ কয়েক ঘণ্টা বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষও।
রেমালের জেরে বেশ কয়েক ঘণ্টা বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষও।
রক্ত ঝরল লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটেও। সংঘর্ষ, ছাপ্পা থেকে ভোটদানে বাধার অভিযোগ, বিক্ষিপ্ত অশান্তি হল সবকিছুই। আক্রান্ত হল বিজেপি প্রার্থী থেকে কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত এবিপি আনন্দও।
শনিবার হলদিয়ায় যাওয়ার পর বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। যার জেরে তুমুল উত্তেজনা ছড়ায়।
ভোট পর্বের শেষলগ্নে এসে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ কাঁথি। সেখানকার একটি বুথের বাইরে গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে সরব হন স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।
কেশপুরে সন্ত্রাস ও ভোট লুটের অভিযোগ জানিয়ে সেখানে ফের পুর্ননির্বাচন করার দাবি জানালেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যা। তোপ দাগলেন তৃণমূল প্রার্থী দেবকেও।
শুক্রবার ভোট চলাকালীন দক্ষিণ কাঁথির একজন বিজেপি পোলিং এজেন্টের মুখ মেরে ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রাতেও ফের হামলার হুমকি দেওয়া হয়। এর জবাবে কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু আধিকারী বলেন, যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে রবিবার অবরুদ্ধ করে দেওয়া হবে গোটা কাঁথি
কাঁথির ভগবানপুরে মার খেল কেন্দ্রীয় বাহিনীরর জওয়ানরা। তাঁদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগ। সেই সঙ্গে বুথের কাছে বিজেপি নেতাকে মারধর করা হয়েছে বলেই অভিযোগ গেরুয়া শিবিরের।
"পুলিশ দাঁড়িয়ে ভোট করাচ্ছে আর কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে দেখছে।" শনিবার এই অভিযোগই করলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বুথ থেকে বিজেপি পোলিং এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলেও অভিযোগ তাঁর।
"পুলিশ দাঁড়িয়ে ভোট করাচ্ছে আর কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে দেখছে।" শনিবার এই অভিযোগই করলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বুথ থেকে বিজেপি পোলিং এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলেও অভিযোগ তাঁর।
দুপুর তিনটে পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৭০.১৯ শতাংশ। ঝাড়খণ্ডে ৫৪.৩৪ শতাংশ, ওড়িশায় ৪৮.৪৪ শতাংশ, হরিয়ানায় ৪৬.২৬ শতাংশ, বিগাকে ৪৫.২১ শতাংশ, দিল্লিতে ৪৪.৫৮ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৪৪.২৬ শতাংশ ও উত্তরপ্রদেশে ৪৩.৪৪ শতাংশ।
কেশপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে ও হাতে বাঁশ নিয়ে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধাযের গাড়ি আটকালেন তৃণমূল কর্মীরা। সিআরপিএফের ডিআইজি-র সামনেই চালানো হয় তাণ্ডব। বাধার মুখে গাড়ি ঘোরালেন ঘাটালের বিজেপি প্রার্থী।
গড়বেতায় ঘটনাস্থলে আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নির্দেশ সিইও-র । আরও কিউআরটি পাঠানোর নির্দেশ। অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন
ঝাড়গ্রামের গড়বেতায় ধুন্ধুমার। বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী প্রণত টুডু। বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়ি ভাঙচুর। ইটের ঘায়ে মাথা ফাটল প্রার্থীর নিরাপত্তারক্ষীর। ভাঙচুর করা হয়েছে এবিপি আনন্দর গাড়িতেও।
আহত দলীয় কর্মীদের দেখতে মহিষাদলে হাসপাতালে গেলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
দুপুর ১টা পর্যন্ত রাজ্যের ৮ কেন্দ্রে ভোট পড়ল প্রায় ৫৫ শতাংশ
তমলুক: ভোটদানের হার ৫৮ শতাংশ
কাঁথি: ভোটদানের হার ৫২ শতাংশ
ঘাটাল: ভোটদানের হার ৫৮ শতাংশ
ঝাড়গ্রাম: ভোটদানের হার ৫৭ শতাংশ
মেদিনীপুর: ভোটদানের হার ৫২ শতাংশ
পুরুলিয়া: ভোটদানের হার ৫০ শতাংশ
বাঁকুড়া: ভোটদানের হার ৫৪ শতাংশ
বিষ্ণুপুর: ভোটদানের হার ৫৯ শতাংশ
ফের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরা ১২৬ নম্বর বুথের ঘটনা। এক মহিলা ভোটারের অভিযোগ ভোট দিতে আসার সময় তাঁকে যৌন নিগ্রহ করেন এক জওয়ান । অভিযোগ পেয়েই দ্রুত ব্যবস্থা কমিশনের। ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হল অভিযুক্ত জওয়ানকে।
সকাল ১১টা পর্যন্ত রাজ্যের ৮ কেন্দ্রে ভোট পড়ল প্রায় ৩৭ শতাংশ
তমলুক: ভোটদানের হার ৩৮ শতাংশ
কাঁথি: ভোটদানের হার ৩৮ শতাংশ
ঘাটাল: ভোটদানের হার ৩৯ শতাংশ
ঝাড়গ্রাম: ভোটদানের হার ৩৮ শতাংশ
মেদিনীপুর: ভোটদানের হার ৩৪ শতাংশ
পুরুলিয়া: ভোটদানের হার ৩৩ শতাংশ
বাঁকুড়া: ভোটদানের হার ৩৬ শতাংশ
বিষ্ণুপুর: ভোটদানের হার ৩৮ শতাংশ
ঝাড়গ্রামের বেলটিকরি এলাকায় খুন। ভোটের দিন সকালে মাঠ থেকে উদ্ধার এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। মৃতের নাম উত্তম মাহাতো। পরিবারের দাবি, পেশায় গাড়িচালক ওই ব্যক্তির সঙ্গে রাজনীতির যোগ ছিল না। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে খালি বোতল। মদের আসরে বচসার জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঝাড়গ্রামে খুনের ঘটনায় রাজনৈতিক যোগ নেই বলে জানাল নির্বাচন কমিশন।
কেশপুরে বিক্ষোভের মুখে হিরণ চট্টোপাধ্যায়। ঘাটালের বিজেপি প্রার্থীর গাড়িতে পড়ল ঢিল। বাঁশ-লাঠি, ইট নিয়ে ঘাটালের বিজেপি প্রার্থীর গাড়ি আটকে দেন তৃণমূল কর্মীরা। গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়েন তাঁরা। কেশপুরকে পাকিস্তান বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়,বললেন হিরণ।
তমলুক লোকসভার হলদিয়ায় সিপিএমের ২ জন পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ, এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের বাইক বাহিনী। নির্বাচন কমিশনের কর্মীরা ছবি তুললেও, কিছুই করছেন না। অবজার্ভারও নিষ্ক্রিয়, অভিযোগ তমলুকের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের।
তৃণমূলের লোগো লাগিয়ে বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। বিক্ষোভ দেখাল বিজেপি। যদিও কোনও বিধিভঙ্গ হয়নি বলে দাবি সুজাতা মণ্ডলের।
কাঁথির অর্জুনপুরে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীকে ভোটকেন্দ্রে ঢুকতে বাধা তৃণমূলের। কেন্দ্রীয় বাহিনীর কাছে নালিশ বিজেপি প্রার্থীর।
সকাল ৯টা পর্যন্ত রাজ্যের ৮ কেন্দ্রে ভোট পড়ল প্রায় ১৭ শতাংশ
তমলুক: ভোটদানের হার ১৯ শতাংশ
কাঁথি: ভোটদানের হার ১৫ শতাংশ
ঘাটাল: ভোটদানের হার ১৮ শতাংশ
ঝাড়গ্রাম: ভোটদানের হার ১৬ শতাংশ
মেদিনীপুর: ভোটদানের হার ১৫ শতাংশ
পুরুলিয়া: ভোটদানের হার ১২ শতাংশ
বাঁকুড়া: ভোটদানের হার ১৮ শতাংশ
বিষ্ণুপুর: ভোটদানের হার ১৯ শতাংশ
পুলিশ, কেন্দ্রীয় বাহিনী আর তৃণমূল কংগ্রেস একসঙ্গে নেমে পড়েছে তাঁকে হারাতে। কিন্তু মানুষ ভোট দিয়ে তাঁকে জেতাবে। মোদিকে জেতাবে। কারণ আসলে এটা মোদিজির ভোট। দাবি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের।
মা মারা গিয়েছেন বুধবার রাতে। এলাকা জুড়ে ভোট ঘিরে বিভিন্ন গণ্ডগোলের খবর আসছে। তবু ভয় না পেয়ে এবার ভোট দিতে দৃঢ়প্রতিজ্ঞ নন্দীগ্রমে নিহত বিজেপি কর্মী রথীবালা আড়ির মেয়ে।
'পুলিশ নিকৃষ্টতম ব্যবহার করছে। 'বিজেপি কর্মীদের বাড়িতে রেড করছে পুলিশ। কেশিয়াড়ি, দাঁতনের বিভিন্ন জায়গায় পুলিশ ঢুকে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে' দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়েছে, দাবি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের
ভোট শুরুর ২ ঘণ্টা পরও বুথের মধ্যে পোলিং এজেন্টের শার্টে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর নাম লেখা স্টিকার। ক্যামেরায় ধরা পড়তেই তড়িঘড়ি স্টিকার খুললেন তৃণমূলের এজেন্ট। বিজেপির এজেন্টও সুভাষ সরকারের নাম লেখা স্টিকার পরেছিলেন বলে অভিযোগ তৃণমূল পোলিং এজেন্টের। মক পোলের সময় খুলে ফেলতে বলা হয়েছিল বলে দায় এড়িয়েছেন প্রিসাইডিং অফিসার।বাঁকুড়া শহরের লোকপুর হাইস্কুলের ২৫২ নম্বর বুথের ঘটনা।
বাঁকুড়ার ৫টি বুথে EVM-এ বিজেপির ট্যাগ। অভিযোগ পেয়ে তৎপর নির্বাচন কমিশন। প্রাথমিক রিপোর্ট পেয়ে কমিশন জানায়, বাঁকুড়ার ৫৬, ৫৮, ৬০, ৬১ ও ৬২ নম্বর বুথে ৫টি EVM-এ বিজেপির ট্যাগ লাগানো ছিল। কমিশনিংয়ের সময় শুধুমাত্র একটি রাজনৈতিক দলের প্রতিনিধি থাকায় তিনি অ্যাড্রেস ট্যাগে সই করেন। পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে কমিশন।
ষষ্ঠ দফায় আজ জঙ্গলমহলে ভোট। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, ঘাটাল, তমলুক ও কাঁথি, ৫ জেলার ৮টি লোকসভা আসনে ভোট হচ্ছে। মোট বুথের সংখ্যা ১৫ হাজার ৬০০। এর মধ্যে ২ হাজার ৬৭৮টি স্পর্শকাতর বুথ রয়েছে।
ঝাড়গ্রামের বেলটিকরি এলাকায় খুন। ভোটের দিন সকালে মাঠ থেকে উদ্ধার এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। মৃতের নাম উত্তম মাহাতো। পরিবারের দাবি, পেশায় গাড়িচালক ওই ব্যক্তির সঙ্গে রাজনীতির যোগ ছিল না। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে খালি বোতল। মদের আসরে বচসার জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
কেশপুরে এজেন্টদের ভয় দেখানো হচ্ছে, অভিযোগ ঘাটালের বিজেপি প্রার্থী। গ্রামে এজেন্টদের বাড়ি থেকে নিয়ে এসে বুথে বসালেন হিরণ চট্টোপাধ্যায়। তৃণমূলের লোক এজেন্টকে মেরে তাড়িয়ে দিয়েছিল, আপনারা কোথায় ছিলেন, বুথে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন ঘাটালের বিজেপি প্রার্থীর।
তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে উত্তেজনা। হলদিয়ার ঘাসিপুর প্রাথমিক স্কুলে ভোট চলাকালীন গোলমালের খবর পেয়ে সেখানে যান প্রার্থী অভিজিৎ। তাঁর অভিযোগ, বুথে বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হচ্ছিল না। খবর পেয়ে সেখানে পৌঁছলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘুরে বিক্ষোভ। দেওয়া হয় গো ব্যাক ও চাকরি চোর স্লোগান।
ভোটের আগের রাতে তমলুক লোকসভার মহিষাদলে খুন তৃণমূল নেতা শেখ মইবুল।
অভিযোগের তির বিজেপির দিকে, অভিযোগ অস্বীকার বিজেপির।
মৃত শেখ মইবুল গেঁওখালির বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য।
মহিষাদলের ঘটনায় অ্যাকশন টেকন রিপোর্ট চাইল কমিশন।
'কোথাও কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাচ্ছি না, কেন্দ্রীয় বাহিনী রাতে ঘুমিয়েছে'। 'তৃণমূলকে জেতাতে তৎপর কেশপুর, আনন্দপুরের দুই ওসি, এঁরা তৃণমূলকে জেতানোর জন্য বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে' , অভিযোগ হিরণের
তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে উত্তেজনা। হলদিয়ার ঘাসিপুর প্রাথমিক স্কুলে ভোট চলাকালীন গোলমালের খবর পেয়ে সেখানে যান প্রার্থী অভিজিৎ। তাঁর অভিযোগ, বুথে বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হচ্ছিল না। খবর পেয়ে সেখানে পৌঁছলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘুরে বিক্ষোভ। দেওয়া হয় গো ব্যাক ও চাকরি চোর স্লোগান।
নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মীকে খুনের পরও গ্রেফতারি শূন্য। টহল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর।
ভোটের কয়েক ঘণ্টা আগেই উত্তপ্ত তমলুক লোকসভা কেন্দ্র। ময়নায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ। মাথা ফাটল শাসক দলের কর্মীর। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ ২ দলের।
ভোটের আগে পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তমলুকের বিজেপি প্রার্থীর। বললেন, ' নন্দীগ্রামে ৪ হাজার পুলিশ ঢুকেছে, বিজেপি কর্মীদের গ্রেফতার করছে'
ষষ্ঠ দফা ভোটের আগে ফের খুন। মহিষাদলে খুন তৃণমূল নেতা। রাতে দলীয় কর্মীকে নামিয়ে বাইকে ফেরার পথে আক্রান্ত। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ।
ভোটের আগে নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মীকে খুনের পাশাপাশি বেধড়ক মারধর করা হয়েছে নিহতের ছেলে, বিজেপি নেতা সঞ্জয় আড়িকেও। বর্তমানে মেডিকা হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে দাবি, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের ফলে তাঁর খুলি টুকরো টুকরো হয়ে গেছে।
প্রায় ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও, নন্দীগ্রামে মহিলা বিজেপি খুনের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ। এই প্রেক্ষাপটে খুনে অভিযুক্তদের সঙ্গে পুলিশের একাংশের যোগসাজশের অভিযোগে সরব হয়েছে নিহতের পরিবার। এদিকে খুনের পর এদিন সকাল থেকেই নন্দীগ্রামের সোনাচূড়ার মনসাবাজার এলাকা ছিল থমথমে। দোকানপাট বন্ধ, রাস্তাঘাট শুনশান।
প্রেক্ষাপট
কলকাতা : ঘূর্ণিঝড় রেমালের জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বাতিল বেশকিছু লোকাল ট্রেন।
সপ্তম দফায় ১ হাজার ৯০০ বাহিনী ক্যুইক রেসপন্স টিম মোতায়েনের সিদ্ধান্ত কমিশনের। ষষ্ঠ দফার ভোটগ্রহণ থেকে শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত কমিশনের।
শনিবার বিকেল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৮ শতাংশ। এর মধ্যে তমলুকে ভোটদানের হার ৮০ শতাংশ। কাঁথিতে ৭৬ শতাংশ, ঘাটালে ৭৯ শতাংশ, ঝাড়গ্রামে ভোটদানের হার ৮০ শতাংশ, মেদিনীপুরে ভোটদানের হার ৭৮ শতাংশ, পুরুলিয়ায় ভোটদানের হার ৭৪ শতাংশ, বাঁকুড়ায় ভোটদানের হার ৭৭ শতাংশ আর বিষ্ণুপুরে ভোট পড়েছে ৮১ শতাংশ।
ভোটগ্রহণ পর্ব শেষের আগেই বিজয় উৎসব শুরু হয়ে গেছে ঘাটালে। বুথের বাইরে দেবের গলায় ফুলের মালা পড়িয়ে ও সবুজ আবির মাখিয়ে উচ্ছ্বাস প্রকাশ স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের।
দুপুর ৩ পর্যন্ত পশ্চিমবঙ্গের ৮টি কেন্দ্রে ভোট পড়ল ৭০ শতাংশ। এর মধ্যে তমলুকে ভোটদানের হার ৭২ শতাংশ। কাঁথিতে ভোটদানের হার ৭১ শতাংশ। ঘাটালে ভোটদানের হার ৭১ শতাংশ।ঝাড়গ্রামে ভোটদানের হার ৭২ শতাংশ। মেদিনীপুরে ভোটদানের হার ৬৮ শতাংশ। পুরুলিয়ায় ভোটদানের হার ৬৬ শতাংশ। বাঁকুড়ায় ভোটদানের হার ৬৭ শতাংশ ও বিষ্ণুপুরে ভোটদানের হার ৭৪ শতাংশ।
আজ ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর, ৮টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। মোট বুথের সংখ্যা ১৫ হাজার ৬০০ টি। এর মধ্যে ২ হাজার ৬৭৮ টি বুথ স্পর্শকাতর। এই মুহূর্তে রাজ্যে মোট ১ হাজার ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এর মধ্যে ৯১৯ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে ষষ্ঠ দফার নির্বাচনে। কুইক রেসপন্স টিম থাকবে মোট ৮৯২ টি। ষষ্ঠ দফার নির্বাচনে মোতায়েন রাজ্য পুলিশের সংখ্যা ২৯ হাজার ৪৬৮। বুথে বুথে পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা। প্রস্তুত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশ।
ষষ্ঠ দফায় ৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোটগ্রহণ। এর মধ্যে অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রে ভোট হওয়ার কথা ছিল চতুর্থ দফায়। তবে তা পিছিয়ে ২৫ মে করা হয়। ষষ্ঠ দফায় ৩ হেভিওয়েট প্রার্থীর ওপর বিশেষ নজর থাকবে। উত্তর-পূর্ব দিল্লি আসনে সম্মুখ সমরে বিজেপির মনোজ তিওয়ারি ও কংগ্রেসের কানহাইয়া কুমার। অন্যদিকে, পুরী লোকসভা কেন্দ্র থেকে ভোটের লড়াইয়ে রয়েছেন বিজেপির সম্বিত পাত্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -