কলকাতা : ভোট-পঞ্চমীর সকাল থেকেই উত্তপ্ত বঙ্গভূমি। পঞ্চম দফায় আজ বাংলার ৩ জেলার ৭টি লোকসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে ২০ মে , সোমবার। আর এদিন সকাল থেকেই একের পর এক অশান্তির খবর আসছে বিভিন্ন জেলা থেকে। কোথাও অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, কোথাও অভিযোগ বিরোধী দলের তরফে। শুরুর ২ ঘণ্টার মধ্যেই কমিশনে জমা পড়েছে ৪৭১টি অভিযোগ। তৃণমূলের তরফে ৩০ টি , সিপিএমের ২৫ টি ও বিজেপির ২২টি অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যেই গয়েশপুরে বিজেপি নেতার ওপর হামলায় রিপোর্ট তলব করেছে কমিশন। লিলুয়ায় প্রিসাইডিং অফিসারকে মারধরের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে কমিশন। এক নজরে ভোট-অশান্তির ঘটনা ।
বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে 'মার'
কল্যাণীর গয়েশপুরে বিজেপির শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাস ও এক বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, ভোটারদের বুথে যেতে বাধা দিচ্ছে তৃণমূল। তার প্রতিবাদ করায় হামলা। কল্যাণী থানার পুলিশ আহত বিজেপি নেতাকে হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ অস্বীকার তৃণমূলের। আহত নেতা, কর্মীকে দেখতে কল্যাণী এইমস হাসপাতালে গেলেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
BJP বুথ সভাপতির 'ভাইপোকে কোপাল TMC'
উলুবেড়িয়া লোকসভার আমতার দেবগ্রামে বিজেপির বুথ সভাপতিকে না পেয়ে, ভোটের আগের রাতে তাঁর ভাইপোকে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে। আহত বিজেপি কর্মী প্রবীর রঙকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। বাগনান থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রবীরের কাকা অর্জুন রং বিজেপির বুথ সভাপতি। হামলা-যোগ অস্বীকার তৃণমূলের।
ফের জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
উলুবেড়িয়ার পর শ্রীরামপুর। ফের লোকসভার ভোটের ডিউটিতে আসা নিরাপত্তা বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল। জাঙ্গিপাড়ার এই ঘটনায় গ্রামবাসীরা ধরে ফেলে গাছের সঙ্গে বেঁধে অভিযুক্ত ITBP জওয়ানকে মারধর করেন। মারধরের ছবি ভাইরাল। অভিযোগ, গতকাল রাতে বুথের পাশেই একটি বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে যৌন নিগ্রহ করেন ওই ITBP জওয়ান। অভিযুক্তকে আটক করেছে জাঙ্গিপাড়া থানার পুলিশ। এর আগে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের কুলগাছিয়ায় ভোটের ডিউটিতে আসা BSF জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়। ওই জওয়ানকে ভোটের ডিউটি থেকে সরিয়ে দেয় কমিশন।
প্রিসাইডিং অফিসারকে চড়-থাপ্পড়
ভোট শুরুর আগেই লিলুয়া ভারতীয় হাইকুলের ১৭৬ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠল পোলিং এজেন্টদের বিরুদ্ধে। সরিয়ে দেওয়া হল প্রিসাইডিং অফিসারকে। এখানে একটাই দল, আমাকে মারা হল, অথচ সরানো হল আমাকেই। ক্ষোভ প্রকাশ করলেন প্রিসাইডিং অফিসার গৌতম মান্না। প্রায় ৩ ঘণ্টা পর ওই বুথে শুরু হল ভোটগ্রহণ। প্রিসাইডিং অফিসারের অভিযোগ, ভোট শুরুর আগে তাঁকে মারধর করা হয়। কাঁদো কাঁদো মুখে, করজোড়ে হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর কাছে অভিযোগও জানান প্রিসাইডিং অফিসার গৌতম মান্না। ঘটনাস্থলে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। রিপোর্ট চাওয়ার পর প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেয় কমিশন।
লোকসভা ভোটের পঞ্চম দফায় আজ দেশের ৬টি রাজ্যে এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোটগ্রহণ। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৭টি আসন। বঙ্গের ভোটে কোথায় কী হল, নজর রাখতে চোখ রাখুন ইউটিউবে
আরও পড়ুন :
ভোটের সব খবর এক ক্লিকে এখানে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে