কলকাতা: আজই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay)। তারপর এদিনই মাস্টারদা সূর্য সেনের মূর্তির নীচে দাঁড়িয়ে তাঁর সাংবাদিক বৈঠক করার কথা। রবিবার এমনটাই জানিয়েছিলেন তিনি। 


রবিবারই এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফা (Abhijit Gangopadhyay Resign) দেওয়ার সিদ্ধান্তের কথা বলেছিলেন। তারই সঙ্গে জানিয়েছিলেন নতুন ইনিংস শুরু করার কথা। বিচারবিভাগ থেকে সরে রাজনীতির ময়দানে পা রাখার কথা জানিয়েছিলেন তিনি। তবে রাজনীতির ময়দানে গেলেও কোন দলে যাবেন সেটা তিনি সেদিন খোলসা করেননি। যদিও স্পষ্ট করে জানিয়েছিলেন যে তৃণমূলে যাওয়ার কোনও প্রশ্ন নেই। তাহলে কোন দল? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে উঠে এসেছিল সিপিএম, কংগ্রেস, বিজেপির কথা। তারই সঙ্গে বলেছিলেন আরও একাধিক ছোটদলও রয়েছে।


কেন পদত্যাগ? কোন দলে যোগ দিচ্ছেন? আর বাকি যা যা প্রশ্ন রয়েছে সবকিছুর উত্তর তিনি দেবেন বলে জানিয়েছিলেন। সেইদিনই বলেছিলেন মঙ্গলবার ইস্তফা (Justice Abhijit Ganguly Join Politics) দিয়ে সব প্রশ্নের উত্তর দেবেন তিনি।


সূত্রের খবর, শেষ পর্যন্ত কোনও অঘটন না ঘটে গেলে বিজেপিতেই যোগদান করতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর তমলুক লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনী ময়দানে লড়াই করতে পারেন তিনি। সেটাই কি আজ, মঙ্গলবার নিজের মুখে জানাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? 


বিচারবিভাগ থেকে পদত্যাগ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতির ময়দানে যাওয়ার সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন অনেকেই। বিজেপির তরফে কৌস্তভ বাগচী যেমন স্বাগত জানিয়েছেন। তেমনই শুভেচ্ছা জানিয়েছিলেন কুণাল ঘোষও। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানিয়ে কংগ্রেসে যোগদানের প্রস্তাবও দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যদিও বিজেপিতে যোগ দিলে তাহলে তিনি পাশে থাকতে পারবেন না সেটাও জানিয়েছিলেন তিনি। তাঁর মতো ব্যক্তিত্ব রাজনীতিতে যোগদান করলে তা ভাল হবে মনে করেছেন বাম নেতারাও। তবে তাঁরা আশা করেছেন তৃণমূলের মতোই বিজেপির মতো শিবিরে তাঁর মতো ব্যক্তিত্ব না গেলেই ভাল।


শিক্ষা দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক নির্দেশ, পর্যবেক্ষণ কার্যত ঐতিহাসিক হয়ে গিয়েছে। তাঁর রায় নিয়ে একদিকে যেমন রাজ্যের শাসক দল প্রবল সমালোচনা করেছে তেমনই প্রশংসার ঝুলি উপুড় করে দিয়েছেন বিরোধীরা।


শেষ পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোথায় যাচ্ছেন, কী করছেন, সব উত্তরই কি মিলবে আজ মঙ্গলবার?


আরও পড়ুন: কালোয় মোড়া আগাগোড়া! সামনে এল Tata Nexon-এর ডার্ক এডিশন, চমক ফিচারেও