এক্সপ্লোর
Advertisement
আমির-কন্যার এই সাহসী ছবিগুলো দেখেছেন?
ইরার আপলোড করা ছবি মুহূর্তে ভাইরাল হল। ইরার কোনও ছবি নিয়ে এর আগে এত আলোচনা হয়নি।
মুম্বই: প্রচারের আলোতে সবসময় থাকেন না সচেতনভাবেই। পেজ থ্রিতেও নিত্যদিন তাঁকে দেখা যায় না। ফিল্ম ইন্ডাস্ট্রির পার্টিতেও তিনি অনিয়মিত। তবে সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ অ্যাক্টিভ আমির কন্যা ইরা। কখনও নিজের সাহসি ছবি শেয়ার করে, কখনও বিশেষ বন্ধুর ছবি দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি। তবে এবার তাঁর আপলোড করা ছবি মুহূর্তে ভাইরাল হল। ইরার কোনও ছবি নিয়ে এর আগে এত আলোচনা হয়নি।
আমির কন্যা ইনস্টাগ্রামে শেয়ার করলেন একগুচ্ছ ছবি। সঙ্গে লিখলেন,"যখন আপনার স্টাইলিস্ট শ্যুটে আসেননি, আর আপনি তাঁকে মিস করছেন, তখন এই সব ছবি দিয়ে তাঁকে ভয় দেখানো আর বিরক্ত করা।"
ইরার এইসব ছবি যে স্টাইলিস্ট ছাড়া তোলা, তা বোধ হয় মনে করছেন না নেটিজেনরা। আমির কন্যার ছবি হু হু করে শেয়ার হচ্ছে। প্রশংসায় ভরে যাচ্ছে তাঁর কমেন্টবক্স। নেটিজেনরা ইরার ছবি দেখে "জন্ম থেকে তারকা", "হটেস্ট দিভা", ইত্যাদি মন্তব্য করছেন।
আপাতত থিয়েটার পরিচালনা নিয়ে ব্যস্ত ইরা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement