এক্সপ্লোর
Advertisement
‘আমি নয়ত, করবে কে?’ কেন এমন লিখলেন আমির-কন্যা?
দেখুন, ইনস্টাগ্রামে আপলোড করা ইরার সেই ছবি। ২২ বছরের ইরার স্টাইল স্টেটমেন্ট যে অন্যান্য স্টার কিডদের থেকে কিছু অংশেই কম নয়, বুঝিয়ে দিলেন মিস্টার পারফেকশনিস্টের মেয়ে।
প্রচারের আলো থেকে দূরেই ছিলেন। কিন্তু এখন চিত্রটা সম্পূর্ণ আলাদা। আমির খানের ছেলে-মেয়ে ইরা ও জুনেইদ এখন নানা কারণেই ক্যামেরাবন্দি হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তাঁদের সেসব ছবি। জাহ্নবী-খুশি, সারা আলি খান, অনন্যা পাণ্ডে, সুহানা খানের মতো পার্টিতে ঘন ঘন দেখা যায় না আমির কন্যাকে। তবে ইদানীং ইরার একটি ছবি রীতিমতো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়! দেখুন, ইনস্টাগ্রামে আপলোড করা ইরার সেই ছবি। ২২ বছরের ইরার স্টাইল স্টেটমেন্ট যে অন্যান্য স্টার কিডদের থেকে কিছু অংশেই কম নয়, বুঝিয়ে দিলেন মিস্টার পারফেকশনিস্টের মেয়ে।
ক্রপ টপের সঙ্গে লুকোচুরি খেলছে ইরার বেলি পিয়ারসিং। তার সঙ্গে ছবির ক্যাপশনটিও বেশ বোল্ড।
‘আমি নয়ত, কে করবে?’
এটা শুধু ইরার ছবির ক্যাপশন নয়, তাঁর ট্যাটু-ক্যাপশনও বটে!
ইরা কিন্তু ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ। তাঁর ছাত্রীজীবনের বেশ কিছু ছবি দেখা যায় সেখানে। কিন্তু এমন ছবি এই প্রথম! ট্যাটুর ছবি দিয়ে ইরা জানিয়েছেন, এটাই তাঁর প্রথম ট্যাটু।
ছবি আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে গিয়েছে। হু হু করে বাড়ছে লাইকের সংখ্যাও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement