এক্সপ্লোর
দেখুন! ‘দঙ্গল’ প্রমোট করছেন আমিরের মেয়ে ইরা!

মুম্বই: মিডিয়ার রোশনাই থেকে দূরে থাকতে ভালবাসেন আমির খানের মেয়ে ইরা। কিন্তু যেভাবে তিনি বাবার আগামী ছবি ‘দঙ্গল’ প্রমোট করা শুরু করেছেন, তা নজর কাড়তে বাধ্য।
নিজের টি শার্টে ছবির 'হানিকারক বাপু' গানের প্রথম লাইন লিখে পরেছেন ইরা। তাই করেছেন তাঁর বন্ধুরাও।
এ নিয়ে টুইট করেছেন আমির
নিজের টি শার্টে ছবির 'হানিকারক বাপু' গানের প্রথম লাইন লিখে পরেছেন ইরা। তাই করেছেন তাঁর বন্ধুরাও।
এ নিয়ে টুইট করেছেন আমির Look what my daughter and her friends are up to! Thank you Ira!!! Wait till you meet the real Mahaveer ! pic.twitter.com/tJ9lbMcXOh
— Aamir Khan (@aamir_khan) December 12, 2016
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















