Abhishek Bacchan: অসম্ভবকে সম্ভব করা 'বাঁয় হাত কা খেল', অভিষেক বলবেন এক বিশ্বজয়ের গল্প
Ghoomer: জীবন লজিকে চলে না, ম্যাজিকে চলে। কিন্তু আমার জীবনে কখনও এই ম্যাজিকটাই আসেনি। হঠাৎ একদিন আমার দরজায় একটা মানুষ এল... আমি খুলে দেখলাম, ম্যাজিক।'
কলকাতা: 'বাঁয় হাত কা খেল....' কথাটা বড় হালকা শোনালেও, সত্যি যদি কারও একটা হাতও না থাকে? যার স্বপ্ন বাইশ গজে, দেশকে সর্বসাধারণের কাছে তুলে ধরার স্বপ্ন যে লালন করে আসছে তিলে তিলে.. যদি তার একটা হাত চলে যায় তো? সেই গল্পই তুলে ধরবে অভিষেক বচ্চন (Abhishek Bacchan)-এর নতুন ছবি 'ঘুমর' (Ghoomar)।
আজ মুক্তি পেয়েছে সায়ামি খের (Saiyami Kher), শাবানা আজমি (Shabana Azmi), অঙ্গদ বেদি (Angad Bedi), অভিষেক, অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) অভিনীত এই ছবির ট্রেলার। প্রায় ৩ মিনিটের এই ট্রেলারে তুলে ধরা হয়েছে এমন একটি মেয়ের গল্প, যে নিজেকে তিলে তিলে তৈরি করছে বাইশ গজের জন্য। সবুজ ময়দানে নিজের দেশকে তুলে ধরার জন্য। কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনায় বাদ যায় তার ডান হাত! মেয়েটি মনে করে, শেষ হয়ে গেল তার সব স্বপ্ন।
ট্রেলারে দেখা যাচ্ছে, গোটা গল্পটি একটি টেবিলে বসে বলে যাচ্ছেন অভিষেক। তিনি বলছেন, 'জীবন লজিকে চলে না, ম্যাজিকে চলে। কিন্তু আমার জীবনে কখনও এই ম্যাজিকটাই আসেনি। হঠাৎ একদিন আমার দরজায় একটা মানুষ এল... আমি খুলে দেখলাম, ম্যাজিক।' এরপরে অভিষেকের কন্ঠে ফুটে উঠলে এক হাতে বিশ্বজয়ের গল্প। লড়াইয়ের গল্প। এক ক্রিকেটারের নিজেকে ভেঙে ফেলে আবার গড়ে তোলার গল্প।
বিগ বি এবং আর বাল্কি একে অপরের সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দ্য়। নির্মাতার সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন এই মেগা তারকা। 'কি অ্যান্ড কা' (২০১৬), 'প্যাড ম্যান' (২০১৮) এবং চুপ (২০২২) এর মতো চলচ্চিত্রগুলিতে তাঁর বিশেষ চরিত্রে অভিনয় ছবিগুলিতে আলাদা মাত্রা দিয়েছে। প্রসঙ্গত, অভিষেক বচ্চন ইতিমধ্যেই আর বাল্কির সঙ্গে এর আগে 'পা' (২০০৮) ছবিতে কাজ করেছিলেন।
প্রসঙ্গত, কিছুদিন আগে, বিতর্ক শুরু হয়েছিল অভিষেক বচ্চনের একমাত্র কন্য়া আরাধ্যা বচ্চন সম্পর্কে ভুয়ো খবর রটানো নিয়ে। দিল্লি হাইকোর্টের (Delhi Highcourt) দ্বারস্থও হয়েছিলেন আরাধ্যা। ১১ বছরের মেয়ে আরাধ্যা সম্প্রতি এক ইউটিউব ট্যাবলয়েডের (YouTube Tabloid) বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টের। আরাধ্যার স্বাস্থ্যের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছে ওই ট্যাবলয়েডের বিরুদ্ধে।আরাধ্যার দায়ের করা পিটিশনে ১০টি সংস্থাকে তাঁর সম্পর্কে "সকল ভিডিও ডি-লিস্ট এবং নিষ্ক্রিয়" করতে বলা হয়েছিল।
View this post on Instagram