কলকাতা: তাঁদের ১৬ বছরের বিবাহিত জীবন। রয়েছে এক কন্যা, আরাধ্যা। কিন্তু সম্প্রতি নিজের বিবাহিত জীবন ও সন্তান নিয়ে কথা বলতে গিয়ে নিজের অনুভূতির কথা বললেন অভিষেক বচ্চন (Abhishek Bacchan)। তাঁর কথায়, সন্তান পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে কথা বলতে স্বচ্ছ ছিলেন না তিনি আর ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwariya Rai Bacchan)। 


অভিষেক বলেছেন, 'একটি সাক্ষাৎকারে আমি বলেছিলাম, আমার দুই সন্তান হলে আমি খুশি হব। আসলে হয়তো সেটা আমার নিজের এক দিদি রয়েছেন বলে। তবে আমি এমন মানুষই নয়, যে সবাইকে বলব, আমরা সন্তানের জন্য পরিকল্পনা করছি। আমি কখনও জানতে চাই না যে অন্য কেউ সন্তানের পরিকল্পনা করছেন কি না। এমনকি আর আর ঐশ্বর্য্য যখন পরিকল্পনা করেছিলাম সন্তানের, সবাইকে তা জানাতেও অস্বস্তিবোধ হয়। আমার মনে হয় বিষয়গুলো একেবারে ব্যক্তিগত রাখা উচিত।'


২০০৭ সালে বিয়ে হয়েছিল অভিষেক-ঐশ্বর্য্যর। ২০১১ সালে তাঁদের জীবনে আসে আরাধ্যা। এর আগে ২০০৬ সালে 'ধুম ২' (Dhoom 2),  ২০০৭ সালে 'গুরু' (Guru), ও ২০১০ সালে রাবণ (Raavan)-এ একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। ছবি থেকেই শুরু হয় তাঁদের প্রেম। এখন দিব্যি সুখে সংসার করছেন অভিষেক-ঐশ্বর্য্য। 


সম্প্রতি বিতর্ক শুরু হয়েছিল আরাধ্যা বচ্চন সম্পর্কে ভুয়ো খবর রটানো নিয়ে। কয়েকদিন আগে দিল্লি হাইকোর্টের (Delhi Highcourt) দ্বারস্থ হয়েছিলেন আরাধ্যা। ১১ বছরের মেয়ে আরাধ্যা সম্প্রতি এক ইউটিউব ট্যাবলয়েডের (YouTube Tabloid) বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টের। আরাধ্যার স্বাস্থ্যের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছে ওই ট্যাবলয়েডের বিরুদ্ধে।


আরাধ্যার দায়ের করা পিটিশনে ১০টি সংস্থাকে তাঁর সম্পর্কে "সকল ভিডিও ডি-লিস্ট এবং নিষ্ক্রিয়" করতে বলা হয়েছে। মামলায় গুগল এলএলসি এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয় (অভিযোগ সেল)কেও পক্ষ করা হয়েছে। আইন সংস্থা আনন্দ এবং নায়েকের দায়ের করা পিটিশনে বলা হয়েছে, 'বিবাদীদের একমাত্র উদ্দেশ্য হল বচ্চন পরিবারের সদস্যদের ক্ষতির পরোয়া না করে তাঁদের সুনাম থেকে বেআইনিভাবে লাভ করা।'


২০২১ সালে তাঁর বাবা, অভিষেক বচ্চন মেয়েকে নিয়ে হওয়া একাধিক ট্রোলের বিরুদ্ধে মুখ খোলেন। ক্ষোভ প্রকাশ করে অভিনেতা বলেন, 'এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং এমন কিছু যা আমি সহ্য করব না। আমি একজন পাবলিক ফিগার, সেটা ঠিক আছে, কিন্তু এসব থেকে আমার মেয়েকে দূরে রাখতে হবে। যদি কারও কিছু বলার থাকে তাহলে এসে আমার মুখের ওপর বলে যান।'


আরও পড়ুন: WHO on Covid-19: কোভিড আর 'বিপদ' নয়? বড়সড় ঘোষণা WHO-এর


আরও পড়ুন: Kale Health Benefits: সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?