কলকাতা: এর আগে একাধিক সাক্ষাৎকারে হৃতিক রোশনের (Hrithik Roshan) প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালবাসার কথা জানিয়েছিলেন অভিনেতা অভিষেক বসু (Abhishek Bose)। পছন্দের তারকার জন্মদিনে তাঁকে উৎসর্গ করে সুন্দর উপহারও তৈরি করলেন অভিনেতা। বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিষেক প্রকাশ করলেন তাঁর আরও এক ট্যালেন্টও।
গতকাল, অর্থাৎ ১০ জানুয়ারি, জন্মদিন ছিল হৃতিক রোশনের। এদিনই নিজের আগামী ছবি 'বিক্রম বেদ'-এর (Vikram Vedha) প্রথম লুক প্রকাশ্যে আনেন অভিনেতা। তাঁর 'রাফ অ্যান্ড টাফ' লুক দেখে মোহিত তাঁর অনুরাগীরা। সময় নষ্ট না করে সেই লুকই স্কেচ করে ফেললেন অভিনেতা বা বলা ভাল অনুরাগী অভিষেকও। পাঁচ ঘণ্টার ফসল দেখে চোখ কপালে উঠবে।
এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের হাতে স্কেচ করা হৃতিকের নতুন লুকের ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, 'আমার ঈশ্বরের জন্মদিনে পাঁচ ঘণ্টায় এইটুকুই মাত্র করতে পেরেছি। হৃতিক রোশন, জন্মদিনের অঢেল শুভেচ্ছা। বেদকে পর্দায় দেখার তর সইছে না।'
অভিষেক বসুর ট্যালেন্টের প্রশংসায় পঞ্চমুখ টেলিভিশন দুনিয়ার বন্ধুরাই। কমেন্ট করে প্রশংসা জানিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস, সোহিনী গুহ রায় প্রমুখ।