এক্সপ্লোর
‘বচ্চন’ পদবির চাপে ক্লিষ্ট অভিষেক, অমিতাভের স্বীকারোক্তি

মুম্বই: তাঁর সুপারস্টারডম চেপে বসেছে ছেলের কেরিয়ারের ওপর। অভিষেক বচ্চনের ৪১তম জন্মদিনে এই স্বীকারোক্তি করলেন অমিতাভ বচ্চন। নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, তারকা পুত্র হওয়ার সুবাদে সেলিব্রিটি শব্দের অর্থ বোঝার আগেই সেলিব্রিটি হয়ে যান অভিষেক।
আবেগপূর্ণ ওই ব্লগে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলে অমিতাভ লিখেছেন, তিনি জন্মান প্রখ্যাত হিন্দি কবি হরিবংশ রাই বচ্চনের পুত্র হিসেবে। অভিষেকও তেমন ছিলেন অমিতাভ বচ্চনের ছেলে। শব্দের অর্থ বোঝার আগে থেকেই সেলেব হওয়ার বোঝা চেপে বসে তাঁর ঘাড়ে। এখনও সেই বোঝা বয়ে চলেছেন তিনি।
অমিতাভ জানিয়েছেন, বরফি কেক কেটে জন্মদিন সেলিব্রেট করেছেন অভিষেক। সঙ্গে ছিলেন তিনি, অভিষেকের স্ত্রী ঐশ্বর্যা রাই বচ্চন ও দিদি শ্বেতা নন্দা। তাঁর ছোট্ট ছেলে কীভাবে বড় হয়ে তারকা হয়ে গেলেন, তা এখনও রহস্য মেগাস্টার বাবার কাছে।
আবেগপূর্ণ ওই ব্লগে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলে অমিতাভ লিখেছেন, তিনি জন্মান প্রখ্যাত হিন্দি কবি হরিবংশ রাই বচ্চনের পুত্র হিসেবে। অভিষেকও তেমন ছিলেন অমিতাভ বচ্চনের ছেলে। শব্দের অর্থ বোঝার আগে থেকেই সেলেব হওয়ার বোঝা চেপে বসে তাঁর ঘাড়ে। এখনও সেই বোঝা বয়ে চলেছেন তিনি।
অমিতাভ জানিয়েছেন, বরফি কেক কেটে জন্মদিন সেলিব্রেট করেছেন অভিষেক। সঙ্গে ছিলেন তিনি, অভিষেকের স্ত্রী ঐশ্বর্যা রাই বচ্চন ও দিদি শ্বেতা নন্দা। তাঁর ছোট্ট ছেলে কীভাবে বড় হয়ে তারকা হয়ে গেলেন, তা এখনও রহস্য মেগাস্টার বাবার কাছে। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















