কলকাতা: 'বল্লভপুর' থেকে সরাসরি 'রাজনীতি'-তে। সৌরভ চক্রবর্তীর (Sourav Chakraborty)-র পরিচালিত ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অভিনেতা শ্যামল চক্রবর্তী (Shyamal Chakraborty)। অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) পরিচালিত 'বল্লভপুরের রূপকথা'-র 'মনোহরদা' প্রশংসিত হয়েছিলেন, মন কেড়েছিলেন দর্শকদের। আর এবার 'রাজনীতি'-তে যোগ দিয়ে একেবারে ভিন্ন স্বাদের চরিত্রে দেখা যাবে তাঁকে। 


এবিপি লাইভে 'রাজনীতি'-র খবর নিতে যোগাযোগ করেছিল অভিনেতার সঙ্গে। শ্যামল বলছেন, 'সৌরভ আমার ছাত্র, দীর্ঘদিনের পরিচিত। ওর সঙ্গে কাজ করে ভীষণ ভাল লাগল, ও ও ভীষণ খুশি। আমার চরিত্রটা বেশ অন্যরকম, 'বল্লভপুরের রূপকথা'-র মনোহরের থেকে একেবারে আলাদা। এর মধ্যে একাধিক ছবি ও ওয়েব সিরিজে কাজ করছি। সম্ভবত, 'রাজনীতি'-ই এর মধ্যে প্রথম মুক্তি পাবে। শ্যুটিং শেষ, তবে এখনও ডাবিং বাকি। এই গল্প এক রাজনৈতিক পরিবারের। সেই পরিবারের ওপর আমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তবে সেটা ঠিক কেমন, সেই উত্তর মিলবে সিরিজেই।'


শ্যামল চক্রবর্তীর সঙ্গে কাজ করে খুশি পরিচালক সৌরভও। বলছেন, 'শ্যামলদার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচিতি। এই ছবিতে ওঁর একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। ওর থেকে সুবিচার ওই চরিত্রটার আর কেউ করতে পারতেন না।'


সৌরভের পরিচালিত এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)-কে। তাঁর চরিত্রের নাম রাশি। তাঁর জীবনের গল্প ঘিরেই এগিয়ে যাবে ওয়েব সিরিজের কাহিনী। দিতিপ্রিয়ার বাবার চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। দিতিপ্রিয়ার মায়ের চরিত্রে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে (Koneenica Banerjee)। দিতিপ্রিয়ার প্রেমিকের চরিত্রে থাকছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)।


সিরিজের শুরুটা কিছুটা এমন, গল্পের নায়িকা অর্থাৎ রাশির জীবনে ঘটে যায় একটি দুর্ঘটনা। একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় কোমায় চলে যায় সে। দুর্ঘটনার আগের সমস্ত ঘটনা, বর্তমানে সে কেন, কেন এই পরিস্থিতিতে রয়েছে, সমস্ত মুছে যায় রাশির স্মৃতি থেকে। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সুস্থ হতে থাকে রাশি। কিন্তু তার এই সুস্থতার সফর বড় সুখের হয় না। রাশির চোখের সামনে খুলে যায় তারই পরিবারের কিছু গোপন সত্যি, রাজনীতি আর অজানা সব মুখোশ। চেনা মানুষেরাই অচেনা হয়ে ওঠে রাশির কাছে। তারপর? সেই উত্তর মিলবে সিরিজে। 


আরও পড়ুন: Prosenjit Chatterjee: ৪ লাইনের সংলাপ নিয়ে ১০০ দিনেরও বেশি আলোচনা, 'শেষ পাতা'-য় নতুন চ্যালেঞ্জ প্রসেনজিতের!