কলকাতা: অবশেষে যাত্রা শেষ হতে চলেছে 'সুপার সিঙ্গার সিজন ৩' (Super Singer Season 3) রিয়েলিটি শোয়ের। গানের জগতের রথি মহারথিদের নিয়ে এই অনুষ্ঠানের 'ফিনালে'তেও (Super Finale) থাকছে বিশেষ চমক। আগামী ২০ মার্চ দুপুর একটা থেকে টানা ১০ ঘণ্টা চলবে এই শেষ পর্ব। বাংলা টেলিভিশনের ইতিহাসে প্রথমবার। আর সেই অনুষ্ঠানে ঝকঝকে মঞ্চে গান গেয়ে বিচারকদের মন জয় করবেন ৭ ফাইনালিস্ট।


যীশু সেনগুপ্তের (Jisshu U Sengupta) দক্ষ সঞ্চালনায় এবং কুমার শানু, সোনু নিগম ও কৌশিকি চক্রবর্তীর সূক্ষ্ম বিচারে ৩২ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানের শেষ লগ্ন উপস্থিত। বুধবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন যীশু সেনগুপ্ত ও সোনু নিগম। হাজির হয়েছিলেন সঙ্গীতশিল্পী ইলা অরুণ ও পলক মুছল। অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ অতিথি হিসাবে হাজির হবেন ইলা অরুণ ও পলক। 


অভিনয় তাঁর মূল পেশা হলেও তিনি আদ্যন্ত সঙ্গীতপ্রেমী হিসেবেই পরিচিত। অনুষ্ঠানের সঞ্চালক যীশু সেনগুপ্ত। তাঁর আরও এক দক্ষতার জায়গা, ড্রাম। অভিনেতা ড্রাম কিটেও বেশ স্বচ্ছন্দ। তবে এই 'সুপার সিঙ্গার'ই প্রথম নয়। এর আগেও অন্য এক সঙ্গীত অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন তিনি। 


আগের অভিজ্ঞতার থেকে কীভাবে 'সুপার সিঙ্গার' আলাদা? প্রশ্ন শুনেই হেসে ফেলেন অভিনেতা। তাঁর কথায়, 'আগের অনুষ্ঠানের কথা সত্যিই এখন সেভাবে মনে নেই। তবে আমি জানি আমার কাজটা। যেখানেই কাজ করি না কেন আমার সবটা দেওয়ার চেষ্টা করি। আমাকে যাঁরা চেনেন তাঁরা জানেন যে আমি সঙ্গীতপ্রেমী। ফলে গানের টানই আমার কাছে শেষ কথা।'


আরও পড়ুন: Kareena Kapoor OTT Debut: 'মৃত্যু রহস্য' দিয়ে নেটফ্লিক্সে ডেবিউ করিনা কপূর খানের


এদিন যীশুর কথায় কথায় উঠে আসে 'সুপার সিঙ্গার' অনুষ্ঠানের সততার কথা। তিনি বলেন, 'এই অনুষ্ঠানের নিজস্ব একটা সারল্য আছে। দর্শকের কাছে আলাদা আবেদন নিয়ে এসেছে এই অনুষ্ঠান। প্রত্যেক প্রতিযোগীর সফর তৈরি করেছে এই শো। তার জন্য মেন্টরদের বিশেষ ধন্যবাদ।'


'সুপার সিঙ্গার সিজন ৩'-এর ৭ ফাইনালিস্টের নাম শুচিস্মিতা, মানসী, প্রণয়, কুমার গৌরব, সৌমী, দেয়াসিনি ও শুভজিৎ। শেষ পর্বে বিশেষ অতিথি হিসাবে থাকবেন কবিতা কৃষ্ণমূর্তি, ইলা অরুণ, শান, পলক মুছল। বাংলা টেলিভিশনের মঞ্চে প্রথমবার হাজির হবেন মাধুরী দীক্ষিত ও বাদশাহ। একই মঞ্চে পারফর্ম করবেন বাংলার দুই সুপারস্টার দেব ও জিৎ। ফলে টানা ১০ ঘণ্টার সুরেলা যাত্রার সঙ্গী হতে তৈরি থাকুন।