নয়াদিল্লি: অভিনয় জগতে বয়স বেশি নয়, তবে এরই মধ্যে সব মাধ্যমেই কাজ করে ফেলেছেন অভিনেতা-নৃত্যশিল্পী শান্তনু মাহেশ্বরী (Shantanu Maheshwari)। ধারাবাহিক (TV Serial) দিয়ে শুরু, তারপর বড়পর্দা (Big Screen) পেরিয়ে ওটিটি (OTT)। কোন মাধ্যম সবচেয়ে কঠিন? কী বলছেন অভিনেতা?


'সবচেয়ে চ্যালেঞ্জিং' কোন মাধ্যম? কী বললেন শান্তনু?


সমস্ত ভিস্যুয়াল মাধ্যমেই কাজ করেছেন শান্তনু মাহেশ্বরী। পেয়েছেন ভূয়সী প্রশংসাও। আর সবশেষে তাঁর মত, একজন 'বহিরাগত'র ক্ষেত্রে বড়পর্দায় কাজ সবচেয়ে চ্যালেঞ্জিং। 


৩২ বছর বয়সী অভিনেতা টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন 'দিল দোস্তি ডান্স' ধারাবাহিকের মাধ্যমে, ২০১১ সালে। এরপর তাঁকে দেখা যায় 'ঝলক দিখলা যা' ও 'খতরোঁ কে খিলাড়ি' রিয়্যালিটি শো দুটিতে। এরপর গত বছর নিজের সিনে-যাত্রা শুরু করেন তিনি, সঞ্জয় লীলা ভনশালীর বিখ্যাত ছবি 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র হাত ধরে। সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শান্তনু বলেন, 'আমি সমস্ত মাধ্যমে কাজ করে ফেলেছি। সিনেমায় কাজ করা একটু কঠিন। প্রচুর কিছু এর মধ্যে জড়িয়ে থাকে। যেহেতু প্রচুর টাকার ব্যাপার, ফলে প্রত্যাশাও বিশাল হয়।'


অভিনেতা মনে করেন যে যখন আপনাকে একটি বা দুটি কাজের ভিত্তিতে বিচার করা হয়, তখন ইন্ডাস্ট্রিতে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। তাঁর কথায়, 'আমি মনে করি না যাঁরা আজকের নায়ক বা নায়িকারা আছেন তাঁরা কেউ একটি বা দুটি ছবির ফল। তাঁদের পিছনে পরিচালক ও প্রযোজক রয়েছেন। সিনেমা যতই ভাল বা খারাপ হোক, তাঁরা বারবার ফিরে এসেছেন।'


সিনেমায় কাজ পাওয়ার আশা এক প্রকার ছেড়েই দিয়েছিলেন শান্তনু যখন তাঁর কাছে ভনশালীর 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র অফার আসে। এই ছবিতে তাঁকে আলিয়া ভট্টের বিপরীতে অভিনয় করতে দেখা যায়। শান্তনু বলেন, 'আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে সিনেমা করতে আমি কখনও পারবই না। অন্যান্য মাধ্যমে চেষ্টা করি, কিন্তু কেউ পথ দেখানোর না থাকলে, তুমি শুধু চেষ্টা করবে আর আশা করবে যে হয়তো কিছু একটা হয়ে যাবে।'  তবে অভিনেতা অত্যন্ত আনন্দিত যে এমন বিশাল একটি ছবিতে কাজ করতে পেরেছেন যার ফলে বৃহৎ সংখ্যক দর্শকের কাছে পৌঁছতে পেরেছেন। তিনি এমন আকর্ষণীয় কাজ করতে চান আরও। 


আরও পড়ুন: Acidity After Workout: শরীরচর্চার পরেই অ্যাসিডিটি হচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?


সম্প্রতি মুক্তি পেয়েছে 'টুথ পরী'। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'-এ মুক্তি পেয়েছে এই সিরিজ। প্রতিম দাশগুপ্ত পরিচালিত এই সিরিজ কলকাতার প্রেক্ষাপটে তৈরি। এক মানব দন্তচিকিৎসক ও এক ভ্যাম্পায়ারের প্রেম কাহিনি বলবে এই সিরিজ।