কলকাতা: একাধিক ছবি নিয়ে কথা হয়েও, সেগুলি পরিণতি পায়নি। একটা সময়ে তাঁদের মধ্যের মনোমালিন্যের কথাও শোনা যায়। তবে দীর্ঘ আট বছরের বিরতি কাটিয়ে ফের তাঁরা একসঙ্গে। প্রযোজক হিসেবে দেবকে (Dev) পেয়ে কতটা খুশি সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)? আট বছরের মনোমালিন্য কাটিয়ে কোন শর্তে ফের একসঙ্গে তাঁরা? নাকি কখনও ছিলই না কোনও মনোমালিন্য? এবিপি আনন্দের অনুষ্ঠানে এসে সেই রহস্যের উৎঘাটন করলেন সৃজিত ও দেব
একটা সময়ে দেবকে নিয়ে ট্যুইটারে নেতিবাচক মন্তব্য করেছিলেন সৃজিত। সেই সমস্ত এখন অতীত। সৃৃজিত তো মানতেই চাইলেন না আদৌ কখনও দেব আর তাঁর মধ্যে কোনও মনোমালিন্য ছিল। বরং তিনি এই মান অভিমানের নাম দিতে চাইলেন খুনসুটি। সৃজিতের কথায়, 'আমার আর দেবের দীর্ঘদিন ধরেই সিনেমা তৈরির কথা হচ্ছে। তবে কেন সেই সিনেমাটা তৈরি হচ্ছে না সেটা আমি সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে যাব না। সোশ্যাল মিডিয়ায় মানুষ শুধু খুনসুটিটাই দেখতে পান। তবে আমার আর দেবের সিনেমা নিয়ে যত কথা হয়, তা দু'জন ভাল বন্ধু ছাড়া হতেই পারে না। এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা সোশ্যাল মিডিয়ায় গলা জড়িয়ে ছবি দেন, অথচ তাঁদের মধ্যে দ্বৈরথ রয়েছে। দেব আর আমার মধ্যে ভাল বন্ধুত্বটা বরাবরই ছিল। আসল বন্ধুত্ব ইন্ডাস্ট্রিতে এখনও হয়। দেব আর আমার বন্ধুত্বের কোনও পিআর-এর দরকার হয় না। সেই বন্ধুত্বের মধ্যে মান অভিমান রয়েছে, ঝগড়াঝাঁটি রয়েছে। অনেকে নেতিবাচক বিষয়টাই বেশি পছন্দ করেন। তবে অভিনেতা দেবের সঙ্গে আমার আগেই বন্ধুত্ব ছিল। প্রযোজক দেবের সঙ্গে এটা আমার প্রথম কাজ। ওর মতো সদা-সচেতন আর আন্তরিক প্রযোজক আমি খুব কম পেয়েছি।'
এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে আবার দেব বলেন, 'সৃজিতের প্রত্যেকটা ছবিতে আমায় থাকতে হবে এটা তো জরুরি নয়। বেশ কয়েক বছর ধরেই সৃজিতের সঙ্গে আমার কথা হচ্ছিল বিভিন্ন ছবি নিয়ে। কখনও পছন্দ হচ্ছিল, কখনও হচ্ছিল না। 'টেক্কা' এমন একটা বিষয় ছিল, যেটাকে আমি না বলতে পারিনি। অনেক মানুষদের সঙ্গেই আমার এর আগে কাজ হয়নি। এর মানে এটা নয় যে এর ক্ষতি বা ওর ক্ষতি। যদি কোনও পরিচালকের মনে হয় এই চরিত্রটার জন্য আমিই সেরা, তাহলে তাঁরা আমায় সেই ছবিটা করতে বলবেন, নাহলে বলবেন না। এটা নিয়ে কোনও পরিচালককে প্রশ্ন করা উচিত নয়।'
আরও পড়ুন: Nonichora Baul: গ্রামে গিয়ে বহুরূপী সাজলে জোটে অসম্মান, ননীচোরা দাস বাউলদের সংসারের মনখারাপ করা গল্প