মুম্বই: বহুতল থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মঘাতী অভিনেত্রী মালাইকা আরোরার সৎ বাবা অনিল মেহতা। বুধবার সকালে মুম্বইয়ের বান্দ্রার একটি বিল্ডিং থেকে ঝাঁপ দেন তিনি। ঘটনাস্থলে পৌঁছেছে মুম্বই পুলিশের একটি দল। ঘটনাস্থলে রয়েছেন মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খানও। মালাইকার বাবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। (Malaika Arora Father Suicide)


বান্দ্রার ওই বিল্ডিংয়ের সাততলা থেকে ঝাঁপ দিয়ে মালাইকার বাবা আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। মালাইকার বাবা আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি এখনও পর্যন্ত। কেন তিনি এমন পদক্ষেপ করলেন, তাও স্পষ্ট ভাবে জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। (Bollywood Updates)


পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে যখন এই চরম পদক্ষেপ করেন মালাইকার বাবা, নায়িকা বাড়িতে ছিলেন না। খবর পেয়ে ছুটে আসেন সকলে। এসে পৌঁছন আরবাজও। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিমও। বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গতকালই বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ছিল। আর আজই চরম পদক্ষেপ করলেন মালাইকার বাবা।



মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন মালাইকার বাবা। মালাইকার যখন ১১ বছর বয়স, সেই সময় বিবাহবিচ্ছেদ ঘটে তাঁর মা ও বাবার। মা জয়েশের সঙ্গেই থাকতেন মালাইকা এবং তাঁর বোন অমৃতা। একটি সাক্ষাৎকারে নিজেকে মায়ের ঘনিষ্ঠ বলেই জানিয়েছিলেন মালাইকা। তবে বাবার সঙ্গেও সম্পর্ক সহজ হয়ে গিয়েছে বলে জানান। আরবাজের সঙ্গে দাম্পত্য যখন টিকেছিল, সেই সময় একসঙ্গে প্রায়শই দেখা যেত তাঁদের। এদিনও মালাইকার বাবা আত্মঘাতী হয়েছেন জেনে সবার আগে ছুটে যান আরবাজ। পুলিশের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে।


শৈশব নিয়ে কথা বলতে গিয়ে এর আগে মালাইকা জানিয়েছিলেন, সবকিছু মসৃণ না হলেও, ছোটবেলা ভালই কেটেছে তাঁর। ঝড়ঝাপটাও এসেছে জীবনে। কিন্তু কঠিন সময় অনেক কিছু শিখিয়ে গিয়েছে তাঁকে। মা-বাবার বিচ্ছেদের পর মায়ের সঙ্গে থাকার দরুণ, মায়ের লড়াই খুব কাছ থেকে দেখেছেন বলে জানান মালাইকা। তিনি জানান, মাকে দেখেই স্বাবলম্বী হওয়ার শিক্ষা পান। ব্যক্তি স্বাধীনতা নিয়ে অত্যন্ত সচেতন তিনি। নিজের জীবন, নিজের মতো করে কাটাতে পছন্দ করেন। কারও অঙ্গুলিহেলনে চলেন না।


আরও পড়ুন: Shilajit on RG Kar Issue: বাবা মারা যাওয়ার পরেও শো করেছি, তিলোত্তমার ক্ষেত্রে পারিনি: শিলাজিৎ