কলকাতা: আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন। তড়িঘড়ি ভর্তি করতে হয় হাসপাতালে। তবে এখন ভাল আছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মিঠুন। জানা গিয়েছে, অভিনেতা ভাল আছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে আরও। সব ঠিক থাকলে সোমবারই ছেড়ে দেওয়া হবে তাঁকে। (Mithun Chakraborty Health Updates)


হাসপাতাল সূত্রে খবর,  এই মুহূর্তে কথা বলছেন মিঠুন।  তাঁর ফিজিওথেরাপি এবং মুভমেন্ট থেরাপি চলছে। তাঁকে পরীক্ষা করেছেন স্পিচ থেরাপিস্টও। ডান দিকের পেশির শক্তি বেড়েছে মিঠুনের। আগের থেকে ভাল আছেন বর্ষীয়ান অভিনেতা।


শ্যুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মিঠুন। তড়িঘড়ি শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, এখন ভাল আছেন মিঠুন। কথা বলছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে আরও। রবিবার হাসপাতালে তাঁকে দেখতে পৌঁছন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্য এবং দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য। (Mithun Chakraborty)


সংবাদমাধ্যমে শমীক জনান, আজ অনেকটাই ভাল আছেন মিঠুন। রাজনীতি নিয়ে কথাও হয়েছে তাঁদের মধ্যে। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করছেন।


সম্প্রতি শ্যুটিং করতে গিয়ে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন মিঠুনের। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে  তাঁকে নিউরোলজি বিভাগের ICU-তে ভর্তি করা হয়। মিঠুনের জন্য গঠন করা হয় আলাদা  মেডিক্যাল বোর্ডও। হাসপাতাল সূত্রে জানা যায়,  তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীই মিঠুনকে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসকরা মিঠুনকে পরীক্ষা করেন। এর পর তাঁকে রেডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুন: Ram Charan and Sanjay Leela Bhansali: সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় রাজপুত যোদ্ধার চরিত্রে রাম চরণ? কী বলছে সূত্র?


এর পর উপসর্গ দেখে বিশেষজ্ঞ নিউরোলজিস্টের পরামর্শে মস্তিষ্কের MRI করা হয় মিঠুনের। হাসপাতাল সূত্রে খবর, MRI রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হয়, অস্ত্রোপচারের পরিবর্তে ওষুধ দিয়ে অভিনেতাকে সুস্থ করে তোলা হবে। মিঠুনের পরিবারের তরফে এটি রুটিন চেক আপ বলে জানানো হয়েছে। হাসপাতালের দাবি, রুটিন চেক আপ নয়, স্ট্রোক হওয়ায় অভিনেতাকে হাসপাতালে আনা হয়। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। 


এর আগে মিঠুনকে হাসপাতালে দেখতে যান দেবশ্রী রায়। পরিচালক রাজ চক্রবর্তীও হাসপাতালে মিঠুনকে দেখতে যান। পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধুবরাও পৌঁছন হাসপাতালে। তার পর রবিবার সুকান্ত এবং শমীক তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছন।