নয়াদিল্লি: বিনোদন দুনিয়ায় ফের শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা শাহনওয়াজ প্রধান (Shahnawaz Pradhan passed away)। গতকাল, ১৭ ফেব্রুয়ারি প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৫৬।
প্রয়াত অভিনেতা শাহনওয়াজ প্রধান
একটি অনুষ্ঠানে ছিলেন শাহনওয়াজ প্রধান যখন হঠাৎই তাঁর বুকে ব্যথা শুরু হয় ও তিনি জ্ঞান হারান। তড়িঘড়ি তাঁকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে (Kokilaben Dhirubhai Ambani Hospital) নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি। ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সূত্রের খবর, অভিনেতার নাড়ি নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল, এবং আরও জানা গেছে যে অভিনেতার আগের মাসেই বাইপাস সার্জারি হয়েছিল।
প্রসঙ্গত, শাহনওয়াজ প্রধান অজস্র সিনেমা, টিভি শো এমনকী ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন। তার মধ্যে আধুনিক সময়ের অত্যন্ত প্রশংসিত 'মির্জাপুর', 'রইস', 'হস্টেজেস' আছে। '২৪', 'পেয়ার কোই খেল নেহি' ছাড়াও 'আলিফ লায়লা', 'ব্যোমকেশ বক্সী', 'বন্ধন সাত জন্মো কা', 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' এবং বহু সিরিজ ও সিনেমায় কাজ করেছেন তিনি।
'মির্জাপুর'-এ শাহনওয়াজ প্রধানের সহ-অভিনেতা রাজেশ তৈলং এদিন সোশ্যাল মিডিয়া পোস্ট করে অভিনেতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। তিনি লেখেন, 'শাহনওয়াজ ভাই আপনাকে শেষ সেলাম। কী দুর্দান্ত মানুষ ছিলেন আপনি এবং ততোধিক দারুণ অভিনেতা। মির্জাপুরের কারণে কত সুন্দর সময় কেটেছে আপনার সঙ্গে, বিশ্বাস হচ্ছে না।'
আরও পড়ুন: Farzi : দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও সমাদৃত শাহিদ কাপুর, বিজয় সেতুপতির 'ফারজি'
আজ, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি, অভিনেতা শাহনওয়াজ প্রধানের শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর সূত্রের। প্রসঙ্গত, গত মঙ্গলবার মুম্বইয়ের এক হাসপাতালে মৃত্যু হয় সিনেদুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ জাভেদ খান আমরোহির। সূত্রের খবর, গত এক বছর ধরে শ্বাস প্রশ্বাস জনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা, এবং শয্যাশায়ী ছিলেন। ঘনিষ্ঠ সূত্রে খবর, অভিনেতাকে সান্তাক্রুজের সূর্য নার্সিং হোমে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর দুই ফুসফুসই কাজ করা বন্ধ করে দেয়। আজ সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ওশিয়াড়া কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর।