নয়াদিল্লি: হৃদরোগে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade Heart Attack)। করা হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি (angioplasty)।


হৃদরোগে আক্রান্ত শ্রেয়স, নিয়ে যাওয়া হয় হাসপাতালে


বিনোদন দুনিয়ার জন্য খুবই চিন্তার খবর। ৪৭ বছর বয়সী অভিনেতা শ্রেয়স তলপড়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। মুম্বইয়ে বৃহস্পতিবার শ্যুটিং সারছিলেন তিনি। কাজ শেষ করার পরই হৃদরোগে আক্রান্ত হয়ে অসাড় হয়ে পড়েন অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, আন্ধেরি ওয়েস্টের বেলভিউ হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে অভিনেতার। 


অভিনেতার ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, একেবারেই সুস্থ ছিলেন অভিনেতা এবং গোটা দিন শ্যুটিংও সারেন। তিনি আপাতত মাল্টি-স্টারার ছবি, 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-এর শ্যুটিং সারছিলেন। গোটা দিন শ্যুটিং করেছেন, সুস্থভাবেই। সূত্রের খবর, 'গোটা দিন তিনি শ্যুটিং করেছেন, সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং অভ্যাস মতোই সেটের সকলের সঙ্গে ইয়ার্কি ঠাট্টাও করছিলেন। এমনকী অ্যাকশন রয়েছে এমনও কিছু দৃশ্যের শ্যুটিং করেন তিনি। শ্যুটিং শেষ করার পর বাড়ি ফিরে যান এবং স্ত্রীকে জানান যে শরীরে অস্বস্তি হচ্ছে। তাঁর স্ত্রীই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান কিন্তু যাওয়ার পথেই তিনি অসাড় হয়ে যান।' হাসপাতালের তরফে এই খবর নিশ্চিত করে বলা হয়েছে, 'শ্রেয়স তলপড়েকে ভর্তি করা হয়েছে। সন্ধ্যার দিকে তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে।' তাঁর এখন শরীরের কী অবস্থা তা জানানো হয়নি।


বলিউডের অত্যন্ত জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতা শ্রেয়স তলপড়ে। সমালোচকদের দ্বারা প্রশংসিত ও বক্স অফিসে সফল ছবিতে কাজ করেছেন তিনি। কর্মজীবনে একাধিক হিন্দি ও মরাঠি ছবি করেছেন অভিনেতা। প্রায় ২ দশক ধরে তিনি অভিনয়ের সঙ্গে জড়িত। প্রায় ৪৫টিরও বেশি ছবিতে কাজ করেছেন শ্রেয়স। 


আরও পড়ুন: Nabanita Das: কনের সাজে নবনীতা দাস, সিঁথিতে চওড়া সিঁদুর, ফের বিয়ে সারলেন অভিনেত্রী?


শ্রেয়স তলপড়েকে কঙ্গনা রানাউত অভিনীত ও পরিচালিত 'এমার্জেন্সি' ছবিতে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। আপাতত তিনি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি 'ওয়েলকাম'-এর আগামী ছবির কাজ করছিলেন। 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবিতে অক্ষয় কুমার, রবীন ট্যান্ডন, দিশা পাটনি, জ্যাকলিন ফার্নান্ডেজ, লারা দত্ত, সুনীল শেট্টি, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ারসি, তুষার কপূর, রাজপাল যাদব, জনি লিভার, কিকু শারদা, কৃষ্ণা অভিষেক, রাহুল দেব, দলের মেহন্দি ও মিকা সিংহকে দেখতে পাওয়া যাবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।